Terms & Condition
“ নিজে জানুন, অন্যকে জানান”
সাধারণ টার্মস
পদ্মামেইল.কম এই ওয়েব সাইটের প্রতিটি অ্যাপ, প্রোডাক্ট, প্রকাশিত বিভিন্ন টিপস, তথ্য আপনাকে নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে। কোন প্রকার অনাকাঙ্খিত ক্ষয় ক্ষতির দায়ভার পদ্মামেইল.কম বহন করবে না।
আমাদের ওয়েব সাইট (পদ্মামেইল.কম) এখানে প্রকাশিত বাহিরের কোন লিঙ্কের নিরাপত্তা আমরা দিব না, নিজ দায়িত্বে বহিঃর্গত লিঙ্কে প্রবেশ করতে হবে এবং যেকোন তথ্য প্রকাশের পূর্বে বাধ্যতামূলক ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে।
কপিরাইট নীতি
পদ্মামেইল.কম এই সাইটে প্রকাশিত সকল কনটেন্ট এডমিন কর্তৃক সংরক্ষিত। আর এই কনটেন্ট গুলোর শতভাগ নিশ্চয়তা আমরা দেয় না।
এই সাইটে প্রকাশিত কনটেন্ট গুলো আমরা দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্লাটফরম, জনপ্রিয় লেখকদের লেখা হতে অনুবাদ করে সহজ, সুন্দর, সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি।
এই সাইটে কোন তথ্য কপি করে অন্য কোন কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন কনটেন্ট এর কোন অংশ কপি করেন তাহলে বাধ্যতামূলকভাবে ক্রেডিট উল্লেখ করতে হবে। Credit:-padmamail.com.
যেহেতু এই সাইটে প্রকাশিত কনটেন্ট গুলো বাংলা/ইংরেজি বিভিন্ন সোর্স থেকে অনুবাদ করে লেখা হয়, সেক্ষেত্রে কোন কনটেন্ট কাকতালীয়ভাবে কোন সোর্সের সাথে মিলে যেতে পারে। এই ক্ষেত্রে মূল কনটেন্ট যদি আপনার হয়ে থাকে, এটি অন্য কোথাও প্রকাশিত হোক তা যদি আপনি না চান তাহলে Whatsapp:- 01820172795 নাম্বারে যোগাযোগ করুন।
যদি কোন পোস্ট রাইটার আপনার কোন তথ্য কপি করে ক্রেডিট উল্লেখ না করে তাহলে Whatsapp:- 01820172795 নাম্বারে যোগাযোগ করুন।
গোপনীয়তার নীতি
পদ্মামেইল.কম এই সাইটে প্রবেশকৃত আপনার যেকোন প্রকার তথ্য যেমনঃ- ফোন নাম্বার, আপনার নাম, ওয়েবসাইট লিঙ্ক, ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয়। কিন্তু তার শতভাগ সুরক্ষার নিশ্চয়তা পদ্মামেইল.কম দেয় না।
পদ্মামেইল.কম এই সাইটে প্রকাশিত সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে কোন কনটেন্ট দেখার জন্য কোড ব্যবহার করতে হতে পারে।
আমরা আমাদের সাইটে বিজ্ঞাপন সরবরাহ করি এবং ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি।
কমেন্ট পলিসি
অশ্রাব্য ভাষা, আক্রমনাত্বক শব্দ, অশালীন বক্তব্য, ধর্মীয় দাঙ্গা উষ্কে দেয় এমন কোন ধরণের মন্তব্য করা যাবে না।
আপনি যে পেইজ, কনটেন্ট, ভিডিও তে মন্তব্য করতে চাচ্ছেন সেই সংশ্লিষ্ট বিষয়ে আপনার অনুভূতির বিষয়টা কমেন্ট বক্সে আমাদের জানান, কোন ধরণের পরামর্শ/অভিযোগ বা যেকোন ধরণের গঠনমূলক সমালোচনা করতে পারবেন।
আপনি যে লেখা পড়ছেন বা যে ভিডিও দেখছেন মন্তব্য করার ক্ষেত্রে কেবলমাত্র সেই লেখা বা ভিডিও কমেন্ট বক্সে মন্তব্য করুন।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url