বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত ২০২৫ ( নতুন তথ্য )

এই পোস্টে বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত তা নিয়ে আলোচনা করা হবে। দেশটি  সৌদি আরবের দক্ষিণে, ইরাকের উত্তরে অবস্থিত। দেশটির অর্থনীতির স্তম্ভ খনিজ তেল। বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ দেশটিতে কাজ করে থাকে। বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বিমান। বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত ? অনেকে জানে না। মূলত তাদেরকে উদ্দেশ্যে করে আমরা এই পোস্টটি তৈরি করছি।

বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত ২০২৫

বিমান ভাড়া কখনোও স্থায়ী হয় না। এটা কখনোও বাড়ে আবার কখনোও কমে। তবে বিমান ভাড়া সম্পর্কে আপনার কাছাকাছি ধারণা থাকা দরকার। বাংলাদেশ থেকে যারা বিমানে করে কুয়েতে যাবেন তাদের বিমান ভাড়া জানতে হবে। চলুন তাহলে আর দেরি না করে বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত ২০২৫ জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া

বাংলাদেশ থেকে কুয়েত কোন কোন বিমান যাতায়াত করে

বাংলাদেশ থেকে কুয়েত একাধিক বিমান কোম্পানি যাতায়াত করে। তো আপনি যদি একজন কুয়েত গামী যাত্রী হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে কোন কোন বিমান বাংলাদেশ থেকে কুয়েত যাতায়াত করে। কেননা, এয়ারলাইন্স কোম্পানির উপর ভিত্তি করে টিকেটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে কুয়েত যেসকল বিমান যাতায়াত করে তার তালিকা আপনার জানা থাকলে টিকেট কাটা সহজ হবে এবং সুলভ মূল্যে টিকেট ক্রয় করার সুযোগ থাকছেই। বাংলাদেশ থেকে কুয়েত যে সকল বিমান যাতায়াত করে তার তালিকাঃ-

আরো পড়ুনঃ- বাংলাদেশ থেকে ফিলিপাইন বিমান ভাড়া কত টাকা ২০২৫ জেনে নিন

  • ফ্লাই দুবাই
  • গালফ এয়ার
  • এয়ার আরাবিয়া
  • শ্রীলঙ্কান এয়ারলাইন্স
  • তুর্কিস এয়ারলাইন্স
  • ইতিহাদ এয়ারওয়েজ
  • কুয়েত এয়ারওয়েজ
  • কাতার এয়ারওয়েজ
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ইন্দিগো এয়ার
  • ওমান এয়ারলাইন্স
  • সৌদি আরবিয়ান এয়ারলাইন্স
  • ইমিরেটস এয়ারলাইন্স

বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত  ? অনেকে অনলাইনে সার্চ করে জানার আগ্রহ প্রকাশ করেছেন। এই বিমান ভাড়া নির্ভর করে বিমান কোম্পানি এবং বিমানের সিটের উপর। আপনি যদি কুয়েত গামী যাত্রী হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলাদেশ থেকে কুয়েত ‍বিমান ভাড়া কত তা জানতে হবে। বিমান ভাড়া জানা না থাকলে সুলভ মূল্যে টিকেট ক্রয় করতে পারবেন। ডলারের মূল্য যখন বেশি তখন স্বাভাবিক ভাবে বিমান ভাড়াও বেশি থাকে। এই প্রদত্ত বিমান ভাড়া বিমান কোম্পানি চাইলে যেকোন সময় পরিবর্তন করতে পারবেঃ

আরো পড়ুনঃ- বাংলাদেশ থেকে ভুটান বিমান ভাড়া কত ২০২৫ ( নতুন তথ্য )

  • ফ্লাই দুবাই বিমান ভাড়াঃ- ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।
  • গালফ এয়ার বিমান ভাড়াঃ- ৪২ হাজার থেকে ৬২ হাজার টাকা।
  • এয়ার আরাবিয়া বিমান ভাড়াঃ- ৫৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা।
  • শ্রীলঙ্কান এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ৪৫ হাজার থেকে ৭০ হাজার টাকা।
  • তুর্কিস এয়ারলাইন্স বিমান ভাড়াঃ ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
  • ইতিহাদ এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ১ লক্ষ ৫ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
  • কুয়েত এয়ারওয়েজ বিমান ভাড়াঃ- ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা।
  • কাতার এয়ারওয়েজ বিমান ভাড়াঃ- ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা।
  • ইন্দিগো এয়ার বিমান ভাড়াঃ- ৪৪ হাজার থেকে ৫৬ হাজার টাকা।
  • ওমান এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ৫৬ হাজার থেকে ৭৪ হাজার টাকা।
  • সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা।
  • ইমিরেটস এয়ারলাইন্স বিমান ভাড়াঃ- ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত সময় লাগে

আপনারা প্রায় গুগলে সার্চ করে জানতে চান বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত সময় লাগে ? এটা নির্ভর করবে আপনি কি কুয়েত সরাসরি যাচ্ছেন না ট্রানজিট নিয়ে যাচ্ছেন সেটার উপর। 

আরো পড়ুনঃ- বাংলাদেশ টু কম্বোডিয়া বিমান ভাড়া ২০২৫ ( নতুন তথ্য )

  • সরাসরি বাংলাদেশ থেকে কুয়েত যেতে সময় লাগবে ৫ ঘন্টা ৩০ মিনিট থেকে ৬ ঘন্টা।
  • ট্রানজিট বা যাত্রাবিরতি নিয়ে বাংলাদেশ থেকে কুয়েত যেতে সময় লাগবে ১০ থেকে ১২ ঘন্টা।

বাংলাদেশ টু কুয়েত এর দূরত্ব কত কিলোমিটার | বাংলাদেশ থেকে কুয়েত কত কিলোমিটার

বাংলাদেশ টু কুয়েত এর দূরত্ব কত কিলোমিটার ? অনেকে জানে না। এই ধরণের প্রশ্ন জানতে চাওয়াটা স্বাভাবিক। বাংলাদেশ থেকে কুয়েতের দূরত্ব প্রায় ৪২৮৭ কিঃমি।

কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক

কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করা খুবই সহজ। বিমানে টিকেট কাটার পর যদি আপনার সন্দেহ থাকে তাহলে এই ভাবে অনলাইনে টিকেট চেক করতে হয়। কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি এই টিকেট চেক করতে পারেনঃ

  • প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
  • Check-in / Manage এই অপশনে ক্লিক করুন।

কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক

  • এরপর আপনার টিকেটের Booking Reference, আপনার Last Name নাম দিয়ে খালি ঘর পূরণ করে Retrieve Booking এখানে ক্লিক করুন।

কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক

ঢাকা থেকে কুয়েত ফ্লাইটের সময়সূচী

ঢাকা থেকে কুয়েত অনেক এয়ারলাইন্স সরাসরি, আবার অনেক এয়ারলাইন্স ট্রানজিট নিয়ে ফ্লাইট পরিচালনা করে। মাথায় রাখতে হবে, ফ্লাইটের সময়সূচী এয়ারলাইন্সের পলিসি অনুযায়ী পরিবর্তন হতে পারেঃ-

কুয়েত এয়ারওয়েজ ( KU-284 )

  • প্রস্থান সময়ঃ- রাত ১১:৫৫ মিনিট
  • আগমন সময়ঃ- ভোর ৩:০০
  • ফ্লাইট চলেঃ- সোম, বুধ, শুক্র

জাজিরা এয়ারওয়েজ ( J9-276 )

  • প্রস্থান সময়ঃ- সকাল ১০:০০
  • আগমন সময়ঃ- দুপুর ১:০০
  • ফ্লাইট চলেঃ- মঙ্গল, বৃহস্পতি

এমিরেটস এয়ারলাইন ( EK-583 )

  • প্রস্থান সময়ঃ- বিকাল ৫:৪০
  • আগমন সময়ঃ- রাত ১০:১৫
  • ফ্লাইট চলেঃ- প্রতিদিন

কাতার এয়ারওয়েজ ( QR-639 )

  • প্রস্থান সময়ঃ- রাত ৮:৫৫
  • আগমন সময়ঃ- রাত ১১:৫৫
  • ফ্লাইট চলেঃ- সোম, বুধ, শুক্র

তুর্কিশ এয়ারলাইনস ( TK-713 )

  • প্রস্থান সময়ঃ- সকাল ৬:৪৫
  • আগমন সময়ঃ- দুপুর ১২:৩০
  • ফ্লাইট চলেঃ- মঙ্গল, শুক্র

নোটিশঃ- ফ্লাইটের সময় সূচী বিমান কর্তৃপক্ষ যেকোন সময় পরিবর্তন করতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে স্থানীয় এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।

কম দামে বিমান টিকেট | বুকিংয়ের সেরা সময় এবং কৌশল

আমরা সকলে চায় কম দামে টিকেট পেতে। কম দামে টিকেট পেতে আপনাকে কিছু কৌশল মানতে হবে। নিম্নের এই কৌশল গুলা মানতে পারলেই সাশ্রয়ী মূল্যে টিকেট ক্রয় করতে পারবেন।

  • ভিসা হওয়ার পর ভ্রমণের ১ বা ২ মাসে আগে টিকেট বুকিং করুন।
  • অফ সিজনে সফর করুন। ভ্রমণের মৌসুমে টিকেট চাহিদা বেশি দামও বেশি থাকে।
  • বিমান কোম্পানি গুলো যখন ডিসকাউন্ট দিবে তখনই টিকেট ক্রয় করা।
  • বিমান কোম্পানি গুলোর টিকেটের মূল্য যাচাই করা। সাশ্রয়ী মূল্যে যেখানে টিকেট পাবেন সেখান থেকে টিকেট ক্রয় করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করা খুবই সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি নিজেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে টিকেট চেকঃ

  • প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
  • Web-Check-in ক্লিক করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

  • PNR/Reservation Code এবং Last Name/Surname বসিয়ে ‍Search অপশনে ক্লিক করুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

তাহলে আপনি আপনার ফ্লাইটের তারিখ, সময়, গন্তব্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে যাবেন।

অ্যাপসের মাধ্যমে টিকেট চেকঃ

  • প্রথমে এই লিংকে প্রবেশ করে অ্যাপস ডাউনলোড এবং ইনস্টল করুন।
  • এরপর অ্যাপস “ লগ ইন ” করুন।
  • এরপর বুকিং মেনুতে গিয়ে ই-টিকিট নম্বর, পরিবারের নাম প্রদান করুন। 
  • সর্বশেষ অনুসন্ধানে ক্লিক করুন।

এখন আপনি আপনার টিকেটের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।

সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট চেকঃ-

প্রথমে কাউন্টারে গিয়ে ই-টিকিট নম্বর, পরিবারের নাম প্রদান করুন। এজেন্ট যাচাই-বাচাই করে বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দিবে।

বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত টাকা লাগে এটা নির্ভর করবে আপনি কোন ভিসা নিয়ে কুয়েত যাচ্ছেন সেটার উপর। সরকারিভাবে কুয়েতে গেলে খরচ একটু কম। বেসরকারিভাবে কুয়েতে গেলে খরচ একটু বেশি। নিম্নে প্রদত্ত টাকা সব সময় পরিবর্তনশীল ( পরিস্থিতি বিবেচনায় )।

  • স্টুডেন্ট ভিসায় খরচ হবে - ৩ থেকে ৪ লক্ষ টাকা।
  • টুরিস্ট ভিসায় খরচ হবে - ৪ থেকে ৫ লক্ষ টাকা।
  • ওয়ার্ক পারমিট ভিসায় খরচ - ৫ থেকে ৮ লক্ষ টাকা।

কুয়েত এয়ারওয়েজ ঢাকা অফিস ঠিকানা

ঠিকানাঃ- পিঙ্ক সিটি, প্লট নং ১৫, রোড নং ১০৩, ব্লক সি, লেভেল ৭, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ।

যোগাযোগঃ-

  • ফোন নম্বর: +৮৮ ০২ ৮৮৮১৭৪২-৯
  • ফ্যাক্স: +৮৮ ০২ ৮৮৮১৫৫৮
  • ইমেল: dacsmku@kuwaitairways.com

অফিস সময়ঃ-

  • রবিবার – বৃহস্পতিবার: সকাল ০৯:০০ টা – বিকেল ০৫:০০ টা
  • শনিবার: সকাল ০৯:০০ টা – দুপুর ০২:৩০ টা
  • সাপ্তাহিক বন্ধ: শুক্রবার

https://blog.gofly.com.bd

বিমান টিকেট মূল্য ২০২৪

বিমান টিকেট মূল্য ২০২৪ কত এটা নির্ভর করবে আপনি বিমানে করে দেশের ভিতরে সফর করছেন নাকি দেশের বাইরে সফর করছেন। দেশে ভিতরে সফর করলে কোন জায়গা থেকে কোন সফর করছেন সে বিষয় আগে নির্ধারণ করতে হবে। কেননা, বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় বিমানে করে সফর করলে টিকেটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেশের ভিতরে বিমানে করে যাতায়াত করলে টিকেটের মূল্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে থাকে। 

আর যদি আপনি বিদেশে সফর করতে চান তাহলে বাংলাদেশ থেকে কোন দেশে যাতায়াত করতে চান তা আগে নির্ধারণ  করতে হবে। সেটার উপর ভিত্তি করে বিমান টিকেটের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত দেশের বাইরে বিমানে করে সফর করলে তার ভাড়া তুলনামূলক বেশি। বাংলাদেশ থেকে কোন কোন দেশে বিমান ভাড়া কেমন তা জানতে এই লিংকে প্রবেশ করুন।

কুয়েত যেতে কি কি  কাগজপত্র লাগে

  • কুয়েত ভিসা আবেদন ফরম
  • ৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট
  • সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • মেডিকেল রিপোর্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • ব্যাংক স্টেটমেন্ট
  • কুয়েত জব অফার লেটার

এর বাইরে কোন তথ্যের প্রয়োজন হলে কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে।

কুয়েত কোন ভিসা ভালো

  • পরিবারের সাথে থাকতেঃ- ভিজিট ভিসা
  • ভ্রমণের জন্যঃ- টুরিস্ট ভিসা
  • পড়াশোনার জন্যঃ- স্ট্যাডি ভিসা
  • কাজের জন্যঃ- ওয়ার্ক পারমিট ভিসা
  • ব্যবসার জন্যঃ- বিজনেস ভিসা

কুয়েত সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

১) কুয়েত যেতে কত বছর বয়স লাগে ২০২৪

উত্তরঃ- ১৮-৩৫ বছর হলে ওয়ার্ক পারমিট, স্ট্যাডি ভিসা নিয়ে কুয়েত যেতে পারবেন। টুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়স প্রয়োজ্য নয়।

২) কুয়েত কত বর্গ কিলোমিটার

উত্তরঃ- ১৭.৮১৮ বর্গ কিঃমি।

৩) কুয়েতের মোট জনসংখ্যা কত

উত্তরঃ- ৪.৯১ মিলিয়ন ( ২০২৪ হিসাব মতে )

৪) কুয়েত ভিসা পেতে কতদিন লাগে

উত্তরঃ- সব কিছু ঠিক থাকলে ভিসা পেতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আর কোন জটিলতা থাকলে সময় আরও বেশি লাগবে।

৫) কুয়েতের এম্বাসির ঠিকানা ও মোবাইল নাম্বার

উত্তরঃ- ঠিকানাঃ- হাউস নং ১৬, রোড নং ৪, বারিধারা, ঢাকা ১২১২, বাংলাদেশ। টেলিফোন নাম্বার: (+880) 2 882-2700 to 3, মেইল:  passportvisawing.kuwait@gmail.com

৬) কুয়েতে কি ভিজিট ভিসা পাওয়া যায়

উত্তরঃ জ্বি, এই ভিজিট ভিসার মেয়াদ ১-৩ মাস।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত তা নিয়ে আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম তথ্য বহুল পোস্ট প্রতিনিয়ত আমরা আমাদের সাইটে পাবলিশ করে থাকি।

এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url