ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪ জানুন
এই পোস্টে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রায় ২ কোটি জনসংখ্যা বাস করে। কক্সবাজার দেশের বৃহত্তম সমুদ্র সৈকত। আপনি যদি ঢাকা থেকে বাস, প্রাইভেট কার, ট্রেনে কক্সবাজার যাতায়াত করেন তাহলে প্রায় ৮-১০ ঘন্টা সময় লাগবে। সময় সাশ্রয়ের জন্য অনেকে বিমানে যাতায়াত করতে পছন্দ করে। তারই ধারাবাহিকতায় আমরা এই পোস্টে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪ বিস্তারিত আলোচনা করেছি।
আপনার বাজেটের সাথে বিমান ভাড়া সামঞ্জস্য হবে কিনা তা জন্য বিমানের বর্তমান টিকেটের মূল্য কত তা আপনাকে জানতে হবে। যারা নিয়মিত বিমানে যাতায়াত করে তারা বিমান ভাড়া সম্পর্কে ধারণা রাখে। যারা নতুন বিমানে যাতায়াত করবে তারা প্রায় অনলাইনে সার্চ করে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪ জানতে চায়। এ জন্য আমরা এই পোস্টটি তৈরি করেছি।
পোস্ট সূচিপত্রঃ- ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪
- কোন কোন বিমান ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে
- ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪ | ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট মূল্য
- ঢাকা থেকে কক্সবাজার কত কিলোমিটার
- ঢাকা থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে
- ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী
- ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে কি কি লাগে
- টিকিট মূল্য নির্ভর করে কিসের উপর
- ইউ এস বাংলা ঢাকা টু কক্সবাজার প্যাকেজ
- নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ
- কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ
- লেখকের মন্তব্য
কোন কোন বিমান ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে
ঢাকা থেকে কক্সবাজার একাধিক বিমান যাতায়াত করে। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে কোন কোন বিমান ঢাকা থেকে কক্সবাজার সরাসরি যাতায়াত করে সেই বিমান গুলোর নাম আপনাকে জানতে হবে। এতে করে বিমানের টিকেট ক্রয় করা আপনার জন্য সহজ হবে। সব বিমানের টিকেটের মূল্য একই রকম না। বিমান এবং বিমানের সিটের উপর ভিত্তি করে বিমানের টিকেটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে সকল বিমান ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে তা নিম্নরুপঃ-
আরো পড়ুনঃ- সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪
- নভো এয়ার এয়ার লাইন্স
- এয়ার আস্ট্রা এয়ারলাইন্স
- ইউ এস বাংলা এয়ারলাইন্স
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪ | ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট মূল্য
এখন আমরা ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৪ আলোচনা করব। কক্সবাজার গামী সব বিমানের টিকেটের মূল্য একই রকম না। বিমান ভেদে এবং বিমানের সিটের উপর ভিত্তি করে বিমানের টিকেটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনার যদি বিমানের টিকেটের মূল্য জানা থাকে তাহলে সুলভ মূল্য টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের টিকেটের মূল্য না জানার কারণে অনেক সময় বেশি দামে টিকেট ক্রয় করে ফেলেন। ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া নিম্নরুপঃ-
আরো পড়ুনঃ- ঢাকা টু নেপাল বিমান ভাড়া ২০২৪ঃ ১ ক্লিকে জানুন
নভো এয়ার এয়ারলাইন্স
- ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪,৬০০ থেকে ৪,৯০০ টাকা।
- বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৬,৪০০ থেকে ৯,৬০০ টাকা।
এয়ার আস্ট্রা এয়ারলাইন্স
- ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪,৪০০ থেকে ৫,২০০ টাকা।
- বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৭,১০০ থেকে ১২,১০০ টাকা।
ইউ এস বাংলা এয়ারলাইন্স
- ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪,৪০০ থেকে ৪,৮০০ টাকা।
- বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৬,২০০ থেকে ১০,৮০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪,৬০০ থেকে ৫,২০০ টাকা।
- বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৬,৬০০ থেকে ১০,৭০০ টাকা।
ঢাকা থেকে কক্সবাজার কত কিলোমিটার
ঢাকা থেকে কক্সবাজার কত কিলোমিটার অনেকে জানে না। যারা ঢাকা থেকে কক্সবাজার প্রথমবারের মত যাচ্ছেন তারা প্রায় গুগলে সার্চ করে ঢাকা থেকে কক্সবাজার কত কিলোমিটার তা জানতে চায়। ঢাকা থেকে কক্সবাজার প্রায় ৩৯৭ কিঃমি।
ঢাকা থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে
অনেকে ঢাকা থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে তা জানতে চেয়ে গুগলে অনুসন্ধান করে। ঢাকা থেকে কক্সবাজার যেতে কত সময় লাগে এটা নির্ভর করবে আপনি বাস/ট্রেন/প্রাইভেট/বিমানে করে যাতায়াত করছেন সেটার উপর। প্রাইভেট কার/বাসে যেতে সময় লাগবে ১০- ১২ ঘন্টা, ট্রেনে যেতে সময় লাগবে ১৫-১৭ ঘন্টা, বিমানে যেতে সময় লাগবে ৬০ থেকে ৮০ মিনিট।
ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময়সূচীঃ-
- ফ্লাইট নংঃ BG-433 টেক অফের সময়ঃ 11.00 am
- ফ্লাইট নংঃ BG-434 টেক অফের সময়ঃ 12.35
নভোএয়ার এয়ারলাইন্সের সময়সূচী-
- ফ্লাইট নংঃ VQ931– টেক অফের সময়ঃ 8.30 am
- ফ্লাইট নংঃ VQ933– টেক অফের সময়ঃ 9.15 am
- ফ্লাইট নংঃ VQ935– টেক অফের সময়ঃ 11.40 am
- ফ্লাইট নংঃ VQ937– টেক অফের সময়ঃ 1.30 pm
- ফ্লাইট নংঃ VQ939– টেক অফের সময়ঃ 3.00
রিজেন্ট এয়ারওয়েজ সময়সূচী-
- ফ্লাইট নংঃ RX0741– টেক অফের সময়ঃ 10.15 am
- ফ্লাইট নংঃ RX1741– টেক অফের সময়ঃ 01.20 pm
- ফ্লাইট নংঃ RX0742– টেক অফের সময়ঃ 11.45 am
- ফ্লাইট নংঃ RX1742– টেক অফের সময়ঃ 02.50 pm
ইউ এস বাংলা এয়ারলাইন্সের সময়সূচী-
- ফ্লাইট নংঃ BS141– টেক অফের সময়ঃ 10.40 am
- ফ্লাইট নংঃ BS145– টেক অফের সময়ঃ 02.45 pm
- ফ্লাইট নংঃ BS142– টেক অফের সময়ঃ 12.05 pm
- ফ্লাইট নংঃ BS 146– টেক অফের সময়ঃ 04.10 pm
ঢাকা থেকে কক্সবাজার বিমানে যেতে কি কি লাগে
এখানে আপনার ভিসার প্রয়োজন নেই। এখানে আপনার বিমানের টিকেট, জাতীয় পরিচয়পত্র থাকলেই আপনি কক্সবাজার বিমানে যেতে পারবেন। যদি জাতীয় পরিচয়পত্র আপনার না থাকে তাহলে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড থাকলে হবে। বিমানের টিকেট আপনি অনলাইন, অফলাইন দুইভাবে ক্রয় করতে পারবেন। বিমান কর্তৃপক্ষ থেকে নিষিদ্ধ এমন কোন কিছু সঙ্গে নিতে পারবেন না। বিমানে ট্রাভেলের সময় নিয়ম অনুযায়ী ২০ কেজি মাল বহন করতে পারবেন এবং কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করতে পারবেন।
টিকিট মূল্য নির্ভর করে কিসের উপর
এই যে বিমানের টিকেটের মূল্যের তারতম্য হয় এটা কেন হয় ? টিকেটের মূল্যের তারতম্য হওয়ার কত গুলো কারণ রয়েছে যেগুলোর মধ্যেঃ- এয়ারলাইন্স, সিটের ধরণ, ফ্লাইটের সময়, টিকেট ক্রয়ের সময় এই বিষয় গুলোর উপর ভিত্তি করে বিমানের টিকেটের মূল্য কম-বেশি হয়ে থাকে।
ইউ এস বাংলা ঢাকা টু কক্সবাজার প্যাকেজ
আপনারা ইউ এস বাংলা ঢাকা টু কক্সবাজার প্যাকেজ জানতে চেয়েছেন। যারা ইউ এস বাংলা এয়ার-লাইন্সের মাধ্যমে যাতায়াত করবেন তাদের জন-প্রতি সর্বনিম্ন ৪,২০০ টাকা এবং সর্বোচ্চ ১০,৫০০ টাকা প্যাকেজ।
নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ
আপনারা গুগলে সার্চ করে নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ জানতে চেয়েছেন। যারা এই এয়ার লাইন্সের মাধ্যমে কক্সবাজার যাতায়াত করবেন তাদের জন প্রতি সর্বনিম্ন ৩,৯০০ এবং জনপ্রতি সর্বোচ্চ ৯,০০০ টাকা প্যাকেজ।
কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ
যারা প্রথমবারের মত কক্সবাজার যাবেন তারা কক্সবাজারের দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে জানতে চেয়েছেন। নিচে কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহের তালিকা দেয়া হলোঃ-
- কক্সবাজার সমুদ্র সৈকত
- মহেশখালী
- সোনাদিয়া
- কুতুবদিয়া
- মাতারবাড়ি
- সেন্টমার্টিন
- ইনানী সমুদ্র সৈকত
- হিমছড়ি
- ছেড়া দ্বীপ
- রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
- শাহপরীর দ্বীপ
- রামু রাবার বাগান
- ইনানী রয়েল রিসোর্ট
- মাথিনের কূপ
- মারমেইড বিচ রিসোর্ট
- আদিনাথ মন্দির
- শামলাপুর সমুদ্র সৈকত
- ডুলাহাজারা সাফারি পার্ক
- মেরিন ড্রাইভ রোড
- রামু বৌদ্ধ বিহার
- দরিয়া সাগর
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী নিয়ে আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা অজানা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আমরা আমাদের সাইটে প্রতিনিয়ত ভ্রমণ সংক্রান্ত তথ্য পাবলিশ করে থাকি।
এই ধরণের তথ্য আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url