টালি টিনের দাম কত | টালি টিনের দাম ২০২৪ জানুন

এই পোস্টে টালি টিনের দাম কত | টালি টিনের দাম ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের বাজারে টিনের দাম সব সময় পরিবর্তন হয়। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় কাঁচামালের দাম, দেশের অর্থনৈতিক অবস্থা, উৎপাদন খরচ। আপনি যদি টালি টিন ক্রয় করতে চান তাহলে আপনাকে ‍টালি টিনের দাম জানতে হবে। এতে আপনি অতিরিক্ত খরচ এড়িয়ে লাভজনক মূল্যে টিন ক্রয় করতে পারবেন। সুতারাং টালি টিনের দাম কত | টালি টিনের দাম ২০২৪ সম্পর্কে পোস্টটি ধৈর্য্য ধরে পড়তে থাকুন।

টালি টিনের দাম কত | টালি টিনের দাম ২০২৪ জানুন

টিনের দাম জানা থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এতে আপনার অর্থ সাশ্রয় হবে।  টালি টিন বাড়ির সৌখিনতা বৃদ্ধি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে টালি টিনের চাহিদা বেশি। চলুন তাহলে আর দেরি না করে টালি টিনের দাম কত | টালি টিনের দাম ২০২৪ জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- টালি টিনের দাম কত

টিন প্রস্তুতকারক কোম্পানির নাম

আপনারা টিন প্রস্তুতকারক কোম্পানির নাম জানতে চেয়েছেন। টিন প্রস্তুতকারক বহু কোম্পানি বাজারে রয়েছে যার মধ্যে থেকে আমরা উন্নত, প্রসিদ্ধ ব্রান্ডের টিন প্রস্তুতকারক কোম্পানির নাম জানব। এই কোম্পানি গুলো বাংলাদেশের বাজারে বেশ সুপরিচিত। টিন প্রস্তুতকারক কোম্পানির নাম হলোঃ-

  • গ্যালকো স্টিল (Galco)
  • TK Group (উট মার্কা ও ঈগল মার্কা টিন)
  • PHP গ্রুপ (এরাবিয়ান হর্স ঘোড়া মার্কা টিন)
  • KY স্টিল (মুরগি মার্কা)
  • জালালাবাদ
  • আবুল খায়ের স্টিল (গরু মার্কা টিন)

টালি টিনের বৈশিষ্ট্য

জিংক ও অন্যান্য ধাতুর মিশ্রণে টালি টিন তৈরি করা হয়ে থাকে। এর ফলে টালি টিনে সহজে মরিচা ধরে না। টালি টিন সাধারণত কোন গো-ডাউন, শিল্পকারখানার ছাদে তৈরি করা হয়ে থাকে। এর টেকসহ গুণাগুণ বা স্থায়িত্ব এর কদর বৃদ্ধি করেছে। বিভিন্ন পুরুত্বেরে বিভিন্ন আকারের টালি টিন বাজারে পাওয়া যায়। যার উপর ভিত্তি করে টালি টিনের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

টালি টিনের দাম কত

টালি টিনের মূল্য ধার্য করা হয় দৈর্ঘ্য ও প্রস্থের উপর ভিত্তি করে।  প্রতি স্কয়ার ফিট টালি টিনের দাম হিসাব করে আপনি যত স্কয়ার ফিট টালি টিন ক্রয় করবেন সে অনুযায়ী দাম ধার্য করা হবে। টালি টিনের মডেল অনুযায়ী, প্রতি স্কয়ার ফিট টালি টিনের দাম ভিন্ন হয়ে থাকে। স্কয়ার প্রতি টালি টিনের দাম ৪০ টাকা থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত রয়েছে। টালি টিনের দাম সবসময় পরিবর্তনশীল

  • 0.36 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৪০-৪২ টাকা।
  • 0.42 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৪০-৪৫ টাকা।
  • 0.45 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৫১-৫৫ টাকা।
  • 0.46 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৫৬-৬০ টাকা।
  • 0.47 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৬০-৬৫ টাকা।
  • 0.50 মিমি টালি টিনের দাম প্রতি স্কয়ার ফুট ৬৫-৭০ টাকা।

টালি টিন কোথায় পাওয়া যায়

বাংলাদেশের যেকোন জেলায় এই টালি টিন পাওয়া যায় সহজলভ্য দামে। যে সকল দোকানে নির্মাণ সামগ্রী বিক্রি করে আপনি ঐ সকল দোকানে খোঁজ নিন। নতুবা আপনাকে অনলাইন থেকে ক্রয় করতে হবে। বাংলাদেশে বেশ কিছু টিন প্রস্তুতকারী কোম্পানি রয়েছে যে কোম্পানি গুলোর তালিকা উপরে বর্ণনা করেছি। আপনি সেই কোম্পানি গুলোর সাথে যোগাযোগ করে টালি টিন ক্রয় করতে পারেন। টালি টিন এখন সহজলভ্য। আপনার এলাকার লোকাল যেকোন নির্মাণ সামগ্রীর দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা টালি টিনের দামের নিয়ে আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আমরা প্রতিনিয়ত আমাদের সাইটে এই ধরণের তথ্যমূলক পোস্ট পাবলিশ করে থাকি। এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url