রোমানিয়া ভিসা আপডেট ২০২৪ - রোমানিয়া ভিসা কত টাকা জানুন
এই পোস্টে রোমানিয়া ভিসা আপডেট ২০২৪ - রোমানিয়া ভিসা কত টাকা তা নিয়ে আলোচনা করা হবে। সুতারাং আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে এই পোস্টটি আশা করি আপনার কাজে দিবে। এই পোস্টে আমরা রোমানিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি যদি পোস্টটি ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত পড়েন তাহলে রোমানিয়া ভিসা আপডেট ২০২৪ - রোমানিয়া ভিসা কত টাকা তা জানতে পারবেন।
অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার সময় বিভিন্ন ধরণের প্রতারণার শিকার হয়। তাই বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান থাকা দরকার। আমরা এই পোস্টে রোমানিয়ার বিভিন্ন বিষয় সাধ্য মতো আলোচনা করার চেষ্টা করেছি। চলুন তাহলে আর দেরি না করে রোমানিয়া ভিসা আপডেট ২০২৪ - রোমানিয়া ভিসা কত টাকা তা জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ- রোমানিয়া ভিসা আপডেট ২০২৪
- রোমানিয়া ভিসা আপডেট ২০২৪
- রোমানিয়া কাজের ভিসা ২০২৪ | রোমানিয়া ওয়ার্ক পারমিট 2024 | রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ | রোমানিয়া ওয়ার্ক পারমিট আবেদন | রোমানিয়া ভিসা অনলাইন আবেদন
- রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক | রোমানিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন
- রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
- রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে
- রোমানিয়া কোম্পানি ওয়েবসাইট
- রোমানিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪
- রোমানিয়ায় ড্রাইভিং ভিসায় যেতে কত টাকা লাগে
- রোমানিয়া কোম্পানি ভিসার দাম কত
- রোমানিয়ার টাকা বাংলাদেশের কত টাকা
- বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত সময় লাগে
- রোমানিয়া ভিসা কত টাকা
- লেখকের মন্তব্য
রোমানিয়া ভিসা আপডেট ২০২৪
বর্তমানে রোমানিয়া ভিসা পাওয়াটা একটু জটিল প্রক্রিয়া। এখন আগের মতো অত সহজে রোমানিয়া ভিসা পাওয়া যাচ্ছে না। রোমানিয়ার ভিসার কিছু পরিবর্তন এসেছেঃ-
১) আপনাকে রোমানিয়া ভাষায় উত্তীর্ণ হতে হবে।
২) ওয়ার্ক পারমিট ভিসায় গেলে অবশ্যই জব অফার লেটার থাকতে হবে।
৩) আপনার মাসিক বেতন সর্বনিম্ন ২৫০০ ইউরো হতে হবে।
সম্মানিত পাঠকবৃন্দ রোমানিয়া এম্বাসি বাংলাদেশে নাই। আপনাকে ভারতে গিয়ে রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে হবে।
রোমানিয়া কাজের ভিসা ২০২৪ | রোমানিয়া ওয়ার্ক পারমিট 2024 | রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ | রোমানিয়া ওয়ার্ক পারমিট আবেদন | রোমানিয়া ভিসা অনলাইন আবেদন
আপনি যদি রোমানিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে। ওয়ার্ক পারমিট বলতে বিদেশে কাজ করার জন্য অনুমতি পত্র। বিভিন্ন বৈদেশিক কোম্পানি তাদের দেশে জনবল নিয়োগের জন্য সার্কুলার ছাড়ে। সার্কুলার ছাড়লে আবেদন করতে হয়। সরকারিভাবে বিদেশে যেতে চাইলে এই লিংকে প্রবেশ করে এই ওয়েবসাইটে নজর রাখুন। আপনার আবেদন গৃহীত হলে আপনাকে জব অফার লেটার প্রদান করবে।
আরো পড়ুনঃ- রোমানিয়া যেতে কত টাকা লাগে
এর পর আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। এখন ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়া কি ? কিভাবে ওয়ার্ক পারমিট পারমিট ভিসার জন্য আবেদন করতে হয় ? ভিসার জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন তা সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। সরকারিভাব রোমানিয়া যেতে ৪ থেকে ৬ লক্ষ, বেসরকারিভাবে রোমানিয়া যেতে ৬ থেকে ৮ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এই খরচ সবসময় পরিবর্তনশীল।
রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক | রোমানিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন
আপনারা রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম জানতে চেয়েছেন। এখন রোমানিয়া ওয়ার্ক পারমিট আসল না নকল তা চিনতে অনেকের অসুবিধা হয়। আমরা এখানে কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। যার সাহায্যে আপনি সহজে রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করে নিতে পারেনঃ-
চিত্র সংগ্রহ করা হয়েছেঃ- eshebabd.net
নিয়ম বোঝার চেষ্টা করুনঃ-
১) চিত্রের ডান পাশে একটি সিল দেয়া আছে। এই সিলের মধ্যে in Bangladesh, eliberat de Bangladesh লেখা আছে এবং চিত্রের বাম পাশে Comisar de politie sorin enache সিল দেয়া আছে তার মানে ওয়ার্ক পারমিট আসল বা ঠিক আছে।
২) চিত্রের ডান পাশে in Bangladesh, eliberat de Bangladesh লেখা আছে কিন্তু বাম পাশে Comisar de politie sorin enache সিল দেয়া নাই তার মানে ওয়ার্ক পারমিট নকল বা ঠিক নাই।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার নিয়ম
ভিসা চেক কেন করতে হয়ঃ- আপনার ভিসা জাল কিনা তা জানার জন্য ভিসা চেক করতে হয়।
নিয়ম ১ঃ- প্রথমে গুগলে আপনাকে https://www.romanian-companies.eu/search.asp লিখে সার্চ করতে হবে। সেখানে আপনার কোম্পানির নাম বা Fiscal Code যা ভিসা আবেদনের ডেলিভারী স্লিপে থাকে সেটা বসাতে হবে।
নিয়ম ২ঃ- এর পর আপনার কোম্পানির নাম দেখতে পারবেন।
নিয়ম ৩ঃ- কোম্পানির নামের উপর ক্লিক করুন। কোম্পানির নামের উপর ক্লিক করলে সেখানে তাদের যোগাযোগ নাম্বার পাবেন। সেখানে যোগাযোগ করলে আপনার ভিসা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করার বিকল্প পদ্ধতিঃ-
১) গুগলে https://eviza.mae.ro/CheckVisaSticker লিখে সার্চ করুন।
২) এর পর আপনার ভিসার Sticker number এবং Passport number বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।
৩) Check your visa sticker এখানে ক্লিক করুন। তাহলে আপনার ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে
আপনারা অনেকে জানতে চেয়েছেন রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে ? ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার সময় ডকুমেন্ট ঠিক মতো উপস্থাপন করতে হবে। কোন প্রকার ভুল-ভ্রান্তি থাকা যাবে না। রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে আপনার ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। শুধু মাত্র কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগতে পারে।
রোমানিয়া কোম্পানি ওয়েবসাইট
রোমানিয়া কোম্পানি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি সহজে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেই বিষয়ে উপরের প্যারায় চিত্র সহকারে বর্ণনা করা হয়েছে।
রোমানিয়া স্টুডেন্ট ভিসা ২০২৪
রোমানিয়া স্টুডেন্ট ভিসা যেতে হলে আপনাকে প্রথমে ঐ দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এডমিশন লেটার পেতে হবে। তারপর ধারবাহিক নিয়মে আবেদন করতে হবে। রোমানিয়া স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে এই লিংকে প্রবেশ করুন। আপনি স্টুডেন্ট ভিসায় রোমানিয়া সরকারিভাবে, বেসরকারিভাবে যেতে পারেন। সরকারিভাবে গেলে রোমানিয়া গেলে খরচ পড়বে ২ থেকে ৩ লক্ষ টাকা। বেসরকারিভাবে রোমানিয়া গেলে খরচ পড়বে ৪ থেকে ৬ লক্ষ টাকা। এখানে ভিসা খরচ এবং রোমানিয়া যেতে অন্যান্য আনুষঙ্গিক খরচ সব সময় পরিবর্তনশীল।
রোমানিয়ায় ড্রাইভিং ভিসায় যেতে কত টাকা লাগে
রোমানিয়া ড্রাইভিং করে ভালো বেতনে ইনকামের সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে ড্রাইভিং ভিসার ব্যাপক চাহিদা রয়েছে। বহু বাংলাদেশি এখানে ড্রাইভিং ভিসায় জব করে। রোমানিয়া ড্রাইভিং জব করার ইচ্ছে থাকলে আপনাকে ড্রাইভিং ভিসা নিয়ে আসতে হবে। ড্রাইভিং ভিসায় রোমানিয়া যেতে খরচ হবে ৬ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত।
রোমানিয়া কোম্পানি ভিসার দাম কত
রোমানিয়া বহু কোম্পানি রয়েছে। সেখানে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। তারা তাদের কোম্পানির জনবল নিয়োগের জন্য অনলাইনে সার্কুলার ছাড়ে। এই লিংকে চাপ দিয়ে রোমানিয়া কোম্পানি ওয়েবসাইট প্রবেশ করুন। রোমানিয়া কোম্পানি ভিসায় যেতে ৮ থেকে ১০ লক্ষ টাকা লাগতে পারে।
রোমানিয়ার টাকা বাংলাদেশের কত টাকা
অন্যান্য দেশের মতো রোমানিয়ার মুদ্রার রেট প্রতিনিয়ত উঠানামা করে। আজ ২১/১১/২৪ তারিখের হিসাব অনুযায়ী রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের ২৫ টাকা ৩৫ পয়সা ( ২৫.৩৫ )। রোমানিয়ার মুদ্রার নাম রোমানিয়ান লিউ। এই মুহূর্তে রোমানিয়ার মুদ্রার রেট জানতে গুগলে 1 RON To BDT নিখে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন।
বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত সময় লাগে এটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে রোমানিয়া যাচ্ছেন সেটার উপর। আপনি রোমানিয়া সরকারিভাবে, বেসরকারিভাবে যেতে পারেনে। অবৈধ পন্থায় দালালের মাধ্যমে যেতে পারেন। মাথায় রাখবেন, দালালের মাধ্যমে গেলে নানান রকম জটিলতা শিকার হতে পারেন এমনকি মৃত্যুর আশংকা রয়েছে। অতএব বিদেশে যেতে হলে আপনাকে বৈধ ভাবে যেতে হবে। অবৈধ ভাবে যাওয়ার কোন সুযোগ নেই। অবৈধ ভাবে বিদেশে গেলে আইনি জটিলতা, পুলিশের হয়রানির শিকার হতে পারেন। অতএব দালাল চক্র থেকে সাবধান।
আরো পড়ুনঃ- হাঙ্গেরি ওয়ার্ক পারমিট চেক অনলাইনঃ- ১ মিনিটেই সম্ভব
- বিমানে করে রোমানিয়া গেলে সময় লাগবেঃ- আনুমানিক ১০ ঘন্টার মতো।
- জাহাজে করে রোমানিয়া গেলে সময় লাগবেঃ- আনুমানিক ১২ ঘন্টার মতো।
- স্থলযান পরিবহনের মাধ্যমে রোমানিয়া গেলে সময় লাগবেঃ- আনুমানিক ৭ দিন বা তার বেশি সময়।
রোমানিয়া ভিসা কত টাকা
রোমানিয় ভিসা কত টাকা এটা নির্ভর করবে আপনি কোন ভিসায় রোমানিয়া যাচ্ছেন সেটার উপর। কেউ ওয়ার্ক পারমিট ভিসায়, কেউ স্ট্যাডি ভিসায়, কেউ টুরিস্ট ভিসায় রোমানিয়া যায়। একেক ভিসার দাম একেক রকম। আপনি ওয়ার্ক পারমিট বা স্ট্যাডি ভিসায় সরকারিভাবে, বেসরকারিভাবে যেতে পারেন। সরকারিভাবে গেলে খরচ কম, বেসরকারিভাবে গেলে খরচ বেশি।
ওয়ার্ক পারমিট ভিসার খরচঃ- ৪ থেকে ৬ লক্ষ টাকা ( সরকারিভাবে ), বেসরকারিভাবে ৬ থেকে ৮ লক্ষ টাকা লাগতে পারে।
আরো পড়ুনঃ- মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা 2024 এবং বেতন কত জানুন
স্ট্যাডি ভিসার খরচঃ- ২ থেকে ৩ লক্ষ টাকা ( সরকারিভাবে), বেসরকারিভাবে ৪ থেকে ৬ লক্ষ টাকা লাগতে পারে।
টুরিস্ট ভিসার খরচঃ- ২ থেকে ৩ লক্ষ টাকা
ফ্যামিলি ভিসার খরচঃ- ৩ থেকে ৪ লক্ষ টাকা
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা রোমানিয়া ভিসার আপডেট তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা রোমানিয়া যেতে চাচ্ছেন আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। আমরা আমাদের এই সাইটে প্রতিনিয়ত ভিসা তথ্য, কোন দেশে কোন কাজের চাহিদা বেশি, কোন দেশে টাকার মান কেমন এই রকম নানান তথ্য আমরা আমাদের এই সাইটে পাবলিশ করে থাকি।
এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম তথ্যবহুল পোস্ট আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url