বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪

এই পোস্টে বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে কাতার যাওয়ার চিন্তা-ভাবনা করছেন তাদের বাংলাদেশ থেকে কাতার যেতে বিমান ভাড়া কত লাগে তা জানা দরকার। বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪ জানতে পোস্টটি পড়ুন।

বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪

বহু বাংলাদেশি কাতারে শ্রমিক ভিসায় কাজ করে থাকে। কাতারে যেতে বিমানের টিকিট কাটতে হবে। অনেকে বিমানের টিকেটের মূল্য কত বা বিমান ভাড়া কত তা জানে না। এই পোস্টে আমরা বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪ নিয়ে আলোকপাত করেছি।

পোস্ট সূচিপত্রঃ- বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৪

বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত ২০২৪ |বাংলাদেশ থেকে কাতার বিমান ভাড়া কত |ঢাকা টু কাতার বিমান ভাড়া কত ২০২৪ | কাতার টিকেট দাম 

বাংলাদেশ থেকে কাতার যাওয়ার কয়েকটি এয়ারলাইন্স রয়েছে। সব গুলো এয়ারলাইন্সের টিকিটের মূল্য এক হয় না। ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাতার যাওয়ার বিমান ভাড়া কত তা অনেকে জানে না। বিমান ভেদে, বিমানের ক্লাসের ( ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস ) উপর ভিত্তি করে বিমানের টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • ইকোনমি ক্লাসের বিমান ভাড়াঃ- ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা।
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৭৫ হাজার থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত।

শ্রীলংকান এয়ারলাইন্স

  • ইকোনমি ক্লাসের বিমান ভাড়াঃ- ৪৮ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৯৫ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত

ইতিহাদ এয়ারলাইন্স

  • ইকোনমি ক্লাসের বিমান ভাড়াঃ- ৫৪ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ১ লক্ষ ৫ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত

ইন্ডিগো এয়ারলাইন্স

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত

মালয়েশিয়া এয়ারলাইন্স

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৪৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ১ লক্ষ ৩৮ হাজার থেকে ২ লক্ষ ৩৪ হাজার টাকা পর্যন্ত

সালাম এয়ারলাইন্স

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৩৮ হাজার থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৫২ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত

কুয়েত এয়ারওয়েজ

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৬৫ হাজার থেকে ৮৬ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ১ লক্ষ ৫৬ হাজার থেকে ২ লক্ষ ২৪ হাজার টাকা পর্যন্ত

সৌদি আরবিয়ান এয়ারলাইন্স

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৫৫ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ১ লক্ষ ১৫ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত

ইমিরেটস এয়ারলাইন্স

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৯২ হাজার থেকে ৯৮ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত

কাতার এয়ারওয়েজ

  • ইকোনমিক ক্লাসের বিমান ভাড়াঃ- ৫৬ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়াঃ- ৯৮ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত

বাংলাদেশ টু কাতার বিমান সময়সূচি | ঢাকা টু দোহা ফ্লাইট | বাংলাদেশ টু কাতার ফ্লাইট | কাতার এয়ারলাইন্স ফ্লাইট

কাতার গামী প্রবাসীদের জন্য কাতার বিমানের সময়সূচি জানা দরকার। যদি সময় সূচি না জানেন এবং সঠিক সময় উপস্থিত না হন তাহলে ফ্লাইট মিসের সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে ফ্লাইট ছাড়ার ১/২ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত হতে হবে।

আরো পড়ুনঃ- মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা 2024 এবং বেতন কত জানুন

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে সকাল ১০:০৫ মিনিটে
  • শ্রীলংকান এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে দুপুর ২:০০ ঘটিকায়
  • ইতিহাদ এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে সন্ধ্যা ৬:৩৫ মিনিটে
  • এয়ার এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে সকাল ৯:০০ ঘটিকায়
  • ইউ এস বাংলা এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে সন্ধ্যা ৭:০০ ঘটিকায়
  • ইন্ডিগো এয়ারলাইন্সঃ- ঢাকা ছাড়ে দুপুর ২:০০ ঘটিকায়

কাতার এয়ারলাইন্স টিকেট চেক

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান কাতার এয়ারলাইন্স। এর সুনাম বিশ্বব্যাপী রয়েছে। আপনি যে কাতার এয়ারলাইন্স থেকে টিকেট ক্রয় করেছেন তা সঠিক কিনা তা জানার জন্য কাতার এয়ারলাইন্স টিকেট চেক করার প্রয়োজন পড়ে। এখন কী কী উপায় অবলম্বন করে আপনি টিকেট চেক করবেন তা নিম্নরুপঃ-

আরো পড়ুনঃ- লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ - লিথুনিয়া বেতন কত জানুন

  • আপনি যখন টিকেট বুকিং করবেন তখন কর্তৃপক্ষ আপনাকে PNR নাম্বার দিবে। এই PNR নাম্বার booking reference হিসেবে পরিচিত। এই PNR নাম্বার না থাকলে আপনি কাতার এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন না।
  • প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন
  • এরপর Manage/Check In অপশনে ক্লিক করুন
  • booking reference এর ঘরে PNR বসিয়ে দিন।
  • Last Name এর ঘরে আপনার Last Name বসান। উদাহারণঃ- আপনার নাম আব্দুর রহিম। এখানে রহিম আপনার Last Name.
  • Retrieve booking এখানে ক্লিক করুন।

কাতার এয়ারলাইন্স টিকেট চেক


বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে | ঢাকা থেকে কাতার যেতে কত সময় লাগে

ভ্রমণ পিপাসু মানুষেরা বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে তা জানার আগ্রহ প্রকাশ করে। বিমানে করে বাংলাদেশ থেকে কাতার পাড়ি জমাতে আপনার প্রায় ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা সময় লাগবে।

বাংলাদেশ টু কাতার কত কিলোমিটার | বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার

আপনারা গুগলে সার্চ করে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার ? যারা প্রবাসী বা প্রথমবারের মত কাতার যাচ্ছেন তাদের ইহা জানা দরকার। বাংলাদেশ থেকে কাতার ৩,৯৫১ কিলোমিটার।

কাতার এয়ারলাইন্স ঢাকা অফিস ফোন নাম্বার

ঢাকা হেড অফিস

  • ঠিকানাঃ- এসপিএল ওয়েস্টার্ন টাওয়ার, লেভেল ৩, নর্থ ওয়েস্ট ব্লক, ১৮৬ বীর উত্তম শওকত আলী রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ।
  • হটলাইন নাম্বারঃ- +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০
  • ইমেইল ঠিকানাঃ- dacreservations@bd.qatarairways.com
  • ওয়েবসাইট: www.qatarairways.com

বিমান বন্দর অফিস

  • ঠিকানাঃ- টার্মিনাল ১, রুম নং-১৩, দ্বিতীয় তলা,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা-১২২২, বাংলাদেশ।
  • টেলিফোন: +৮৮ ০২ ৮৯০১১১৭
  • ইমেইল: dackkqr@bd.qatarairways.com

কাতার এয়ারলাইন্স টিকেট দাম 

  • ইকোনমিক ক্লাসের টিকেটের দামঃ- ৫৬ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত
  • বিজনেস ক্লাসের টিকেটের দামঃ- ৯৮ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত

কাতার এয়ারলাইন্স বাংলাদেশ অফিস

ঢাকা হেড অফিস

  • ঠিকানা: এসপিএল ওয়েস্টার্ন টাওয়ার, লেভেল ৩, নর্থ ওয়েস্ট ব্লক, ১৮৬ বীর উত্তম শওকত আলী রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ।
  • হটলাইন: +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০
  • ইমেইল: dacreservations@bd.qatarairways.com
  • ওয়েবসাইট: www.qatarairways.com

বিমানবন্দর অফিস

  • ঠিকানা: টার্মিনাল ১, রুম নং-১৩, দ্বিতীয় তলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা-১২২২, বাংলাদেশ।
  • টেলিফোন: +৮৮ ০২ ৮৯০১১১৭
  • ইমেইল: dackkqr@bd.qatarairways.com

চট্টগ্রাম অফিস

  • ঠিকানা: আইয়ুব ট্রেড সেন্টার (প্রথম তলা), ১২৬৯/বি, শেখ মুজিব রোড, আগ্রাবাদ সি / এ, চট্টগ্রাম, বাংলাদেশ।
  • টেলিফোন: +৮৮ ০৩১ ২৫১২০০১

সিলেট অফিস

  • ঠিকানা: দরগাহ গেট, শাহজালাল (র) রোড, চৌহট্টি, সিলেট, বাংলাদেশ।
  • টেলিফোন: +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০

কাতার এয়ারওয়েজ দোহা প্রধান কার্যালয়

  • ঠিকানা: কাতার এয়ারওয়েজ টাওয়ার ১, আল-মান্না বিল্ডিংয়ের পাশে, বিমানবন্দর রোড, দোহা, কাতার।
  • টেলিফোন: +৯৭৪ ৪০২২ ৬০০০
  • ফ্যাক্স: +৯৭৪ ৪৪৬২ ১৫৩৩

কাতার এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায়

কাতার এয়ারলাইন্স কত কেজি মাল নেওয়া যায় তা অনেকে জানে না। আপনি ২০ কেজি + ২০ কেজি মাল লাগেজে বহন করতে পারেন। হাতে করে ৭ কেজি মাল বহন করতে পারবেন।

কাতার সম্পর্কিত কিছু প্রশ্রের উত্তর

 ১) কাতারের জনসংখ্যা কত ২০২৪

উত্তরঃ- প্রায় ২৮ লাখ

২) কাতার আয়তন ও অবস্থান

উত্তরঃ- কাতারের আয়তন ১১,৪৩৭ বর্গ কি:মি বা ৪,৪১৬ বর্গ-মাইল। কাতারের অবস্থান হলো পারস্য উপসাগর এবং সৌদি আরবের সীমান্তবর্তী একটি রাষ্ট্র

৩) কাতার কত বর্গ কিলোমিটার

উত্তরঃ- ১১,৪৩৭ বর্গ কি:মি

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া কত লাগে তা আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম সমকালীন তথ্য আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত এই রকম তথ্যবহুল পোস্ট আমাদের সাইটে পাবলিশ করে থাকি।

এতক্ষণ ধৈর্য্য ধরে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা করব ভিন্ন কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনার ‍সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার অনুরোধ রইল।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url