ইতালি ১ টাকা বাংলাদেশের কতঃ-১ ক্লিকে জানুন

এই পোস্টে ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা তা  জানানো হবে। প্রতিবছর বহু বাংলাদেশি ওয়ার্ক পারমিট, স্ট্যাডি, টুরিস্ট ভিসায় ইতালি যায়। যেহেতু বাংলাদেশি মুদ্রা ইতালিতে চলে না তাই আপনাকে ইতালির মুদ্রার মান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। যারা শ্রমিক হিসেবে ইতালি কাজ করছেন বা কাজের জন্য ইতালিতে যাবেন ভাবছেন তারা প্রায় গুগলে ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করেন। মূলত তাদের জন্য এই পোস্টটি তৈরি করা হলো।

ইতালি ১ টাকা বাংলাদেশের কত

উন্নত জীবনের আশায় অনেকে ইতালি যাওয়ার কথা চিন্তা করে। বাংলাদেশে যে কাজ করে ৮/১০ হাজার টাকা পাওয়া যায় ইউরোপের দেশ ইতালিতে ঐ একই কাজ করে ৬০ হাজার টাকার উপর ইনকাম করা যায়। ইউরোপের দেশ গুলোতে ঘন্টা-প্রতি বেতন হিসাব করা হয়। চলুন তাহলে আর দেরি না করে ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- ইতালি ১ টাকা বাংলাদেশের কত

ইতালির টাকার মান কত

ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী অন্যতম দেশ ইতালি। দেশটির অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। তাই উন্নত জীবনের আশায় প্রতিবছর বহু মানুষ ইতালিতে পাড়ি জমায়। যারা শ্রমিক হিসেবে বাইরের দেশে কাজ করে তাদের রেমিট্যান্সের উপর বাংলাদেশেল অর্থনীতি সরাসরি নির্ভরশীল। 

আরো পড়ুনঃ- লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা

এই টাকার রেট প্রতিনিয়ত উঠা-নামা করে। এটি মূলত ঐ দেশটির অর্থনীতির অবস্থার উপর নির্ভরশীল। আজ ২৯/১১/২৪ তারিখে, ইতালির টাকার মান ১২৬ টাকা ২২ পয়সা ( ১২৬.২২ )। যারা লেবার হিসেবে ইতালিতে রয়েছেন তাদের টাকার মান জানা আবশ্যক। এর কারণ হলোঃ- ইতালির ইউরো বাংলাদেশে চলবে না। তাই ইউরো মুদ্রাকে বাংলা টাকায় রুপান্তর করতে হবে।

আরো পড়ুনঃ- মালদ্বীপ ১ টাকা বাংলাদেশের কত টাকা

ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে আপনাকে ইউরো কে বাংলা টাকায় রুপান্তর করতে হবে। তাই ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কোম্পানি গুলো প্রবাসীদের উপার্জিত অর্থের সঠিক মূল্যায়ন করছে কিনা নাকি তারা কম অর্থ দিচ্ছে তা জানতে টাকার মান জানতে হবে। ইতালির টাকার মান জানতে 1 EURO TO  Taka লিখে ‍গুগলে সার্চ করুন

ইতালি মুদ্রার নাম কি

ইতালির মুদ্রার নাম জানতে চেয়ে আপনারা প্রায় গুগলে সার্চ করে থাকেন। যারা প্রথম ইতালিতে যাবেন তাদের ইতালির মুদ্রার নাম জানা দরকার। ইতালির নিজস্ব কোন মুদ্রা নেই। ইতালি ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়ায় ইহা ইউরো মুদ্রা ব্যবহার করে। ইউরো মুদ্রার সংকেত € . শুধু ইতালি নয়, ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সকল দেশই ইউরো মুদ্রা ব্যবহার করে। ইতালি মুদ্রার নাম ইউরো

ইতালি ১ টাকা বাংলাদেশের কত | ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪ | ইতালির ১ ইউরো বাংলাদেশের কত টাকা

ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা ? এমন প্রশ্ন জানতে চেয়ে আপনারা গুগলে সার্চ করেন। এই টাকার রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিছুদিন আগে ইতালির ১ টাকা বাংলাদেশের ১২৫ টাকা ৮২ পয়সা ( ১২৫.৮২) ছিলো। কিন্তু বর্তমানে ২৯/১১/২৪ তারিখে, ইতালি ১ টাকা বাংলাদেশের ১২৬ টাকা ২২ পয়সা ( ১২৬.২২ )। তাই এই মুহূর্তে ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা তা জানতে গুগলে 1 EURO TO  Taka লিখে ‍গুগলে সার্চ করুন।

ইতালি ১০০ টাকা বাংলাদেশের কত

ইতালি ১০০ টাকা বাংলাদেশের কত টাকা ইহা বের করার আগে ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা তা আপনাকে জানতে হবে। এজন্য প্রথমে গুগলে 1 EURO TO Taka লিখে ‍গুগলে সার্চ করুন। আজ ২৯/১১/২৪ তারিখে, ইতালি ১ টাকা বাংলাদেশের ১২৬ টাকা ২২ পয়সা ( ১২৬.২২ )।

তাহলে ইতালির ১০০ টাকা বাংলাদেশের হবে, ১২৬.২২*১০০= ১২,৬২২ টাকা।

ইতালি ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

এটা বের করা খুবই সহজ। এজন্য প্রথমে গুগলে 1 EURO TO Taka লিখে ‍গুগলে সার্চ করুন। আজ ২৯/১১/২৪ তারিখে, ইতালি ১ টাকা বাংলাদেশের ১২৬ টাকা ২২ পয়সা ( ১২৬.২২ )।

তাহলে, ইতালি ১০০০ টাকা বাংলাদেশের ১২৬.২২*১০০০= ১,২৬,২২২ টাকা।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা ইতালির টাকার মান নিয়ে আলোকপাত করা হয়েছে। আশা করি পোস্টটি পড়ে আপনারা ইতালির টাকার মান সম্পর্কে ধারণা পেয়েছেন।

এ ধরণের তথ্য-বহুল পোস্ট আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আমরা আমাদের সাইটে এই ধরণের পোস্ট প্রতিনিয়ত পাবলিশ করি। এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে ভিন্ন কোন পোস্ট নিয়ে। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url