হাঙ্গেরি বেতন কত - হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা

ইউরোপের আওতাভুক্ত একটি দেশ হাঙ্গেরি। বর্তমানে এই দেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল, বেকারত্বের হার কম। বর্তমানে অবকাঠামোগত উন্নয়নের জন্য বাইরের দেশ থেকে জনবল নিয়োগ দিচ্ছে হাঙ্গেরির সরকার। হাঙ্গেরির বর্তমানে কাজের চাহিদা অনেক। দক্ষিণ এশিয়া থেকে বহু দেশের লোক কাজের জন্য হাঙ্গেরি যায়। তারই ধারাবাহিকতায় আমরা এই পোস্টে হাঙ্গেরি বেতন কত - হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা সে বিষয় নিয়ে আলোচনা করব। সুতারাং আপনি যদি ধৈর্য্য ধরে পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে হাঙ্গেরি বেতন কত - হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা সে বিষয়ে জানতে পারবেন।

হাঙ্গেরি বেতন কত - হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা

মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য ইউরোপের দেশ গুলোতে পাড়ি জমাচ্ছে। এর অন্যতম কারণ সেখানে ছোট খাটো কাজ করেও ভাল বেতন ইনকাম করা যায়। বাংলাদেশে একজন ক্লিনারের বেতন ৭ থেকে ১০ হাজার টাকা বা তারও কম। ইউরোপের দেশ গুলোতে ক্লিনারের বেতন বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজারের উপরে ( সাধারণ হিসাব )। কোম্পানির অধীনে জব করলে তার বেতন আরও বেশি হয়। চলুন তাহলে আর দেরি না করে হাঙ্গেরি বেতন কত - হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- হাঙ্গেরি বেতন কত

হাঙ্গেরি বেতন কত | হাঙ্গেরি বেতন কত ২০২৪ | হাঙ্গেরি স্যালারী পের্ মন্থ

হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের দেশ হওয়ায় ইউরোপের দেশ গুলোর সাথে মিল রেখে হাঙ্গেরি সরকার সর্বনিম্ন বেতন, কর্মঘন্টা নির্ধারণ করে। এখানে একজন ব্যাক্তিকে দৈনিক ৮ ঘন্টা করে কাজ করতে হয়। সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে হয়। অতিরিক্ত কাজ করলে ওভার টাইম হিসেবে বিবেচিত হয়। হাঙ্গেরির বেতন কত তা সুনির্দিৃষ্ট ভাবে বলা  কঠিন। এখানে বেতনের বিষয়টি নির্ভর করে কাজের ধরণ, আপনার দক্ষতা, অভিজ্ঞতা, কোন প্রতিষ্ঠানে কাজ করছেন ইত্যাদি বিষয়ের উপর। আপনার দক্ষতা অভিজ্ঞতা যদি বেশি হয় তাহলে অনেক ভালো ইনকাম করতে পারবেন।

  • ইলেকট্রিক্যাল মিস্ত্রি বেতনঃ- ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • ড্রাইভার বেতনঃ- ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
  • ওয়েলন্ডিং বেতনঃ- ১ লক্ষ ৫০ হাজার টাকার উপরে।
  • ওয়েটার বেতনঃ- ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।
  • কাঠের কারিগর বেতনঃ- ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার উপর।
  • ক্লিনার বেতনঃ- ৭০ হাজার টাকার উপরে। কোম্পানি ভেদে এর বেতন বাড়তে পারে।
  • ফ্যাক্টরির জব বেতনঃ- ৯০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।
  • লজিস্টিকস অফিসার বেতনঃ- ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • বিক্রয় কর্মী বেতনঃ- ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
  • রেস্টুরেন্ট জব বেতনঃ- ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত।
  • মেশিন অপারেটর বেতনঃ- ১ লক্ষ ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • প্লাম্বার বেতনঃ- ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
  • স্টোরকিপার বেতনঃ- ৯০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।
  • হাউজকিপিং বেতনঃ- ৯০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
  • ফার্মওয়ার্কার বেতনঃ- ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • রাঁধুনি বেতনঃ- ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
  • টেকনিশিয়ান বেতনঃ- ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • পেইন্টার বেতনঃ- ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • ওয়ারহাউস কর্মী বেতনঃ- ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।
  • ফুড ডেলিভারী ম্যান বেতনঃ- ৯০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।
  • কনস্ট্রাকশন শ্রমিক বেতনঃ- ৯০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

হাঙ্গেরি সর্বনিম্ন বেতন কত ২০২৪

সম্মানিত পাঠকবৃন্দ আপনারা গুগলে সার্চ করে হাঙ্গেরি সর্বনিম্ন বেতন কত তা জানতে চেয়েছেন। ইউরোপের দেশ গুলোতে ঘন্টা প্রতি বেতন কাঠামো হিসেব করা হয়। হাঙ্গেরিতে ঘন্টা প্রতি বেতন দেয়া হয় 1339 HUF. প্রতিষ্ঠানভেদে এর বেতন কম-বেশি হতে পারে। হাঙ্গেরিতে সাধারণ মানের খুব ছোট কাজ করলেও ভাল বেতন ইনকাম করা যায়। হাঙ্গেরির সর্বনিম্ন বেতন ৬০ হাজার টাকার উপর। তবে কাজের দক্ষতা, অভিজ্ঞতা থাকলে ভালো বেতনে ইনকাম করার সুযোগ রয়েছে।

হাঙ্গেরি কোন কাজের চাহিদা বেশি

সম্মানিত পাঠকবৃন্দ আপনারা গুগলে সার্চ করে হাঙ্গেরি কোন কাজের চাহিদা বেশি তা জানতে চেয়েছেন। ইউরোপের ক্রমবর্ধমান অর্থনৈতিকভাবে উন্নয়নশীল একটি দেশ হাঙ্গেরি। আপনারা যারা কাজের জন্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন তাদের জানা দরকার হাঙ্গেরিতে কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের কেমন বেতন এই সকল বিষয়ে জানা দরকার। হাঙ্গেরিতে যে সকল কাজের চাহিদা বেশি তা নিম্নরুপঃ-

  • নির্মাণ শ্রমিক ( ইলেকট্রিক মিস্ত্রি, প্লাম্বার, কাঠ মিস্ত্রি, পেইন্টার, টেকনিশিয়ান, ওয়েল্ডিং )
  • ড্রাইভিং
  • হোটেল এন্ড রেষ্টুরেন্ট জব যেমনঃ- ওয়েটার
  • ক্লিনার
  • ফ্যাক্টরি জব
  • স্টোর কিপার
  • ফুড ডেলিভারী ম্যান
  • মেশিন অপারেটর
  • বিক্রয়কর্মী
  • ওয়ারহাউস কর্মী
  • ফার্মওয়ার্কার
  • বিভিন্ন কোম্পানির জব

হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা | হাঙ্গেরি ১ ইউরো বাংলাদেশের কত টাকা | হাঙ্গেরি টাকার নাম | হাঙ্গেরি টাকার মান কত

বাংলাদেশের যেমন নিজস্ব মুদ্রা রয়েছে অনুরুপভাবে হাঙ্গেরির নিজস্ব মুদ্রা রয়েছে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, সংকেত ( BDT ).  হাঙ্গেরির মুদ্রার নাম ফোরিন্ট, সংকেত (FT, HUF). বৈদেশিক মুদ্রার মান সব সময় উঠা-নামা করে। আপনারা যারা হাঙ্গেরিতে জব করছেন বা জবের জন্য হাঙ্গেরির যেতে চাচ্ছেন তাদের অবশ্যই মুদ্রার মান সম্পর্কে ধারণা থাকা দরকার। 

আরো পড়ুনঃ- কানাডায় কোন কাজের চাহিদা বেশি - কানাডার সর্বনিম্ন বেতন কত

হাঙ্গেরিতে ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে যেটি হাঙ্গেরি বেতন কত ঐ পর্বে আলোচনা করেছি। হাঙ্গেরির টাকা মান, হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা জানতে 1 HUF to Taka অথবা 1 FT to taka লিখে গুগলে সার্চ করুন। তাহলে হাঙ্গেরি বর্তমানে টাকা মান জেনে যাবেন। ০৮/১১/২০২৪ তারিখে, হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের ০.৩২ পয়সা।

হাঙ্গেরি ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

হাঙ্গেরি মুদ্রার মান খুবই কম। আপনারা গুগলে সার্চ করে হাঙ্গেরির ১০০০ টাকা হলে বাংলাদেশের কত টাকা হবে তা জানার আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে ০৮/১১/২০২৪ তারিখে, হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের ০.৩২ পয়সা। তাহলে হাঙ্গেরি ১০০০ টাকা হলে বাংলাদেশের ০.৩২*১০০০=৩২০ টাকা।

হাঙ্গেরি ৭০০ ইউরো বাংলাদেশের কত টাকা

হাঙ্গেরির নিজস্ব মুদ্রা ফোরিন্ট এ লেনদেন হয়। আপনি যদি হাঙ্গেরি ৭০০ ইউরো বাংলাদেশের কত টাকা জানতে চান ? তাহলে প্রথমে আপনাকে ইউরো কে হাঙ্গেরির মুদ্রা ফোরিন্টে রুপান্তর করতে হবে। ০৮/১১/২৪ তারিখে, 700 EU to HUF লিখে গুগলে সার্চ করলে 283,423.35 হাঙ্গেরিয়ান ফোরিন্ট আসবে। এখন 283,423.35 হাঙ্গেরিয়ান ফোরিন্ট কে টাকা রুপান্তর করতে চাইলে গুগলে 283,423.35 HUF to BDT লিখে গুগলে সার্চ করলে তার মান দাঁড়াবে 89,966.00 টাকা, ০৮/১১০২০২৪ তারিখে হিসাব অনুযায়ী।

হাঙ্গেরি যেতে কত টাকা লাগে

আপনারা গুগলে সার্চ করে হাঙ্গেরি যেতে কত টাকা লাগে জানতে চেয়েছেন। বর্তমানে হাঙ্গেরির ভিসা পাওয়া কঠিন। তবে যখনই হাঙ্গেরির ভিসা ছাড়বে তখনই আবেদন করলে সহজে হাঙ্গেরির ভিসা পাওয়া যাবে। সরকারীভাবে হাঙ্গেরি গেলে ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হবে। বেসরকারীভাবে হাঙ্গেরি গেলে ১০ থেকে ১২ লক্ষ টাকা খরচ হবে। স্টুডেন্ট ভিসায় হাঙ্গেরি যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকা এবং টুরিস্ট ভিসায় হাঙ্গেরি যেতে ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হবে।

হাঙ্গেরি যেতে কি কি কাগজপত্র লাগে

হাঙ্গেরি যেতে আপনার বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাজের দক্ষতার সার্টিফিকেট, পুুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, হাঙ্গেরির ভিসা আবেদন পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। এগুলো ছাড়াও যদি আর কোন ডকুমেন্টস এর প্রয়োজন হয় তাহলে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।

হাঙ্গেরি সম্পর্কিত জরুরি প্রশ্নের উত্তর

১) হাঙ্গেরি কোন কাজের বেতন বেশি

উত্তরঃ- আইটি সেক্টরের চাহিদা এখন গোটা বিশ্বব্যাপী, স্বাস্থ্য খাতের চাহিদা বাড়ছে। পাশাপাশি শ্রমিক নির্মাণ শ্রমিক, ড্রাইভিং, ফুড ডেলিভারী বয়, ক্লিনার, হোটেল এন্ড রেষ্টুরেন্ট জব, ফ্যাক্টরি জব এবং কোম্পানির জব এর চাহিদা বেশি। এগুলো সেক্টরে ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে।

২) হাঙ্গেরিতে কাজের সর্বোচ্চ বেতন কত

উত্তরঃ- হাঙ্গেরিতে নির্মাণ শ্রমিকদের চাহিদা ব্যাপক। আপনি যদি সেখানে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েলন্ডিং, কাঠ মিস্ত্রি, মেশিন অপারেটরদের বেতন অনেক। হাঙ্গেরিতে কাজের সর্বোচ্চ বেতন ২ লক্ষ টাকার উপর।

৩)  হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে

উত্তরঃ- হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে আপনারা জানার আগ্রহ প্রকাশ করেছেন। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেতে ৯০ দিন সময় লাগে। ভিসা পাওয়ার পর ২ মাসের মধ্যে আপনি হাঙ্গেরি চলে যেতে পারেন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ আপনারা যারা কাজের খোঁজে হাঙ্গেরি যেতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই পোস্টটি তৈরি করেছি। এই পোস্টে আমরা হাঙ্গেরির বেতন কাঠামো, হাঙ্গেরি বর্তমানে টাকার মান কত সেই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।

আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম তথ্যবহুল পোস্ট আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করারা অনুরোধ রইল। আমরা প্রতিনিয়ত প্রবাসীদের জন্য এই ধরণের তথ্যবহুল পোস্ট পাবলিশ করে থাকি। এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url