কুয়েত কোন কাজের চাহিদা বেশি - কুয়েত বেতন কত [ ২০২৫ ]

মধ্য-প্রাচ্যের অন্যতম প্রভাবশালী একটি দেশ কুয়েত। এই দেশের অর্থনীতি তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। প্রতিবছর বহু মানুষ কাজের জন্য কুয়েত যায়। আপনি যদি কুয়েত যেতে চান তাহলে কুয়েত কোন কাজের চাহিদা বেশি - কুয়েত বেতন কত বা বেতন কাঠামো সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। যে কাজের বেতন বেশি সেই কাজ শিখে যদি আপনি কুয়েত যেতে পারেন তাহলে আশা করি কাজের অভাব হবে না এবং আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। কুয়েত কোন কাজের চাহিদা বেশি - কুয়েত বেতন কত তা জানতে ধৈর্য্য ধরে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

কুয়েত কোন কাজের চাহিদা বেশি - কুয়েত বেতন কত [ ২০২৫ ]

এমনও অনেক প্রবাসী বাঙ্গালী আছে যারা কুয়েতে ‍গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছে। এজন্য আপনাকে প্রথমে কুয়েত কোন কাজের চাহিদা বেশি তা জানতে হবে। সেই কাজের উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে। এতে আশা করা যায় বছর খানিকের মধ্যে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। চলুন তাহলে আর দেরি না করে কুয়েত কোন কাজের চাহিদা বেশি - কুয়েত বেতন কত তা জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- কুয়েত কোন কাজের চাহিদা বেশি

কুয়েত কোন কাজের চাহিদা বেশি

কুয়েতে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। তাই কুয়েতে আসার আগে আপনাকে সুনিদিৃষ্ট কোন কাজের উপর প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। এতে করে এখানে এসে আপনি সহজে কাজ খুঁজে নিতে পারবেন। ঐ কাজ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য যখনই কুয়েত সরকার শ্রমিকের ভিসা ছাড়বে তখনই যদি আপনি এপ্লাই করেন তাহলে সহজে ভিসা পেয়ে যাবেন। আপনারা গুগলে সার্চ করে কুয়েত কোন কাজের চাহিদা বেশি তা জানতে চেয়েছেন। যে সকল কাজের কুয়েতে ব্যাপক চাহিদা রয়েছে সেগুলো হলোঃ-

  • কোম্পানি জব
  • প্লাম্বার
  • মেকানিক
  • রাজমিস্ত্রি
  • শপিংমল জব
  • শেফ
  • ড্রাইভিং
  • ক্লিনার
  • ওয়েল্ডার
  • কনস্ট্রাকশন
  • ইলেকট্রিশিয়ান
  • হোটেল ও রেস্টুরেন্ট জব

কুয়েত কোম্পানি ভিসা পাওয়ার উপায় | কুয়েত যাওয়ার নিয়ম

আপনি ২ ভাবে কুয়েতে যেতে পারবেন যথাঃ- সরকারিভাবে, বেসরকারিভাবে। সরকারিভাবে যেতে চাইলে এই লিংকে ক্লিক করে আপডেট তথ্য জানুন। ইহা সরকারিভাবে প্রতিবছর বিভিন্ন দেশে লোক পাঠিয়ে থাকে। বেসরকারিভাবে যেতে চাইলে এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে কুয়েতে যেতে হবে। ভূয়া এজেন্সি থেকে সাবধানে থাকুন। আপনি যদি দক্ষ হন নিজেই অনলাইলে কুয়েতের ভিসার জন্য আবেদন করতে পারেন নতুবা আপনাকে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে। এজন্য এজেন্সি কে মোটা অংকের টাকা দিতে হয়। কুয়েতে জবের জন্য আপনাকে আবেদন করতে হবে। কোন একটি কাজে আপনি ঠিকে গেলে জব অফার লেটার পাবেন। এরপর আপনাকে কুয়েত দূতাবাসে গিয়ে ভিসা প্রসেসিং করে নিতে হবে।

কুয়েতে ভিসার জন্য আবেদন করতে যে সকল ডকুমেন্টস দরকারঃ-

  • পাসপোর্ট, জন্ম সনদ, জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ( CV ) থাকতে হবে।
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাজের দক্ষতা, অভিজ্ঞতার সার্টিফিকেট
  • মেডিকেল সনদ

এগুলো ছাড়াও যদি আরও অন্যান্য ডকুমেন্টস এর প্রয়োজন হয় তাহলে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে। উপরোক্ত ডকুমেন্টস বা যোগ্যতা গুলো থাকলে আপনি প্রাথমিকভাবে কুয়েতে কোম্পানি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর বাইরে কোন ডকুমেন্টস প্রয়োজন হলে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে জানাবে।

কুয়েত কোম্পানি ভিসা যেতে খরচ কত

একটি কোম্পানিতে বিভিন্ন ধরণের কাজের সুযোগ রয়েছে। আপনি যেই কাজ করতে চান সেই কাজের ভিসা লাগাতে হবে। কাজের ধরণ অনুযায়ী ভিসার খরচ ভিন্ন ভিন্ন হতে পারে। চলুন তাহলে ভিসা খরচ জেনে নেওয়া যাকঃ-

  • মেকানিক্স ভিসাঃ- ৪-৭ লক্ষ টাকা
  • সিকিউরিটি গার্ডঃ- ৫-৭ লক্ষ টাকা
  • ড্রাইভিং ভিসাঃ- ৫-৭ লক্ষ টাকা
  • ইলেকট্রিশিয়ান ভিসাঃ- ৬-৮ লক্ষ টাকা
  • হোটেল এন্ড রেস্টুরেন্ট ভিসাঃ- ৫-৭ লক্ষ টাকা
  • ক্লিনার ভিসাঃ- ৪-৬ লক্ষ টাকা
  • হাউসকিপার ভিসাঃ- ৩-৬ লক্ষ টাকা
  • প্লাম্বার ভিসাঃ- ৬-৭ লক্ষ টাকা
  • ফ্যাক্টরি ভিসাঃ- ৩-৬ লক্ষ টাকা

কুয়েত যেতে কত টাকা লাগে

এটা নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির ভিসায় ( কোম্পানি ভিসা, ড্রাইভিং ভিসা, ক্লিনার ভিসা, টুরিস্ট ভিসা, স্ট্যাডি ভিসা ) কুয়েত যাচ্ছেন সেটার উপর। সরকারি ভাবে কুয়েতে গেলে খরচ তুলনামূলকভাবে কম লাগবে। বেসরকারিভাবে গেলে খরচ একটু বেশি লাগবে। কুয়েতে আসতে আপনার ৬-৮ লক্ষ খরচ হতে পারে।

আমি ভিসা ক্যাটাগরির দাম উল্লেখ করছি, তবে এটা যেকোন সময় বাড়তে বা কমতে পারেঃ-

  • স্টুডেন্ট ভিসায় খরচ হবে - ৩ থেকে ৪ লক্ষ টাকা।
  • টুরিস্ট ভিসায় খরচ হবে - ৪ থেকে ৫ লক্ষ টাকা।
  • ওয়ার্ক পারমিট ভিসায় খরচ - ৫ থেকে ৮ লক্ষ টাকা।

কুয়েত কোম্পানি ভিসা বেতন কত | কুয়েত কোন কাজের বেতন কত

এটা নির্ভর করে আপনি ঐ কোম্পানির কি কাজ করেন তার উপর। পদ, কাজের দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানির ধরণ ইত্যাদির উপর নির্ভর করে কোম্পানির বেতন কাঠামো নির্ভর হয়ে থাকে।

নিম্ন পর্যায়ের শ্রমিকের বেতনঃ- ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

উচ্চ পদস্থ কর্মচারীর বেতনঃ- ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার কাছাকাছি।

দক্ষ, অভিজ্ঞ কর্মীর বেতনঃ- ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

কোম্পানি ভিসা সুবিধা হলো আপনি মাস শেষে টাকা পাবেন। টাকা আটকে থাকবে না। অসুবিধা হলো আপনাকে কোম্পানির মতো করে চলতে হবে। চাইলে আপনি ইচ্ছে মতো দেশে আসতে পারবেন না।

কুয়েত কোম্পানি ভিসা কত টাকা | কুয়েত কোম্পানি ভিসা দাম কত

যদি কোম্পানি অধীনে কাজ করতে চান সরকারিভাবে গেলে এর খরচ কম, বেসরকারিভাবে গেলে এর খরচ একটু বেশি। কোম্পানি ভিসায় গেলে থাকা, খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। আপনাকে নিজ হতে তেমন খরচ করতে হবে না। তবে বেতন কম। কোম্পানি ভিসার সুবিধা মাস শেষে কোম্পানি আপনাকে টাকা দিবে। টাকা নিয়ে চিন্তা করতে হবে না। অসুবিধা হলো আপনাকে কোম্পানি মতো করে চলতে হবে। কোম্পানি ভিসার দাম ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত।

কুয়েত যেতে বয়স কত লাগে

টুরিস্ট ভিসায় বয়স প্রযোজ্য নয়। তবে যদি আপনি কাজের জন্য কুয়েত যেতে চান তাহলে আপনার বয়স সীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত

বহু বাংলাদেশী কুয়েতে ড্রাইভিং করে। যারা কুয়েতে ড্রাইভিং করে তাদের বেতন সন্তোষজনক। ‍কুয়েতে ড্রাইভিং করলে আপনি ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর কোম্পানির অধীনে ড্রাইভিং ভিসায় কাজ করলে বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন যেমনঃ- বাংলাদেশে আসা- যাওয়ার বিমান ভাড়া, ঈদের সালামী, থাকা-খাওয়ার সু-ব্যবস্থা সহ আরও অন্যান্য।

কুয়েত ইলেকট্রিক কাজের বেতন কত

কুয়েতে ইলেকট্রিক মিস্ত্রিদের ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি এই কাজে দক্ষ, অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আশা করা যায় আপনি মাস শেষে লক্ষাধিক টাকা উপার্জন করতে পারবেন। একজন দক্ষ, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের মাসিক বেতন আনুমানিক ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। কিছু ক্ষেত্রে তারও বেশি।

কুয়েতে ক্লিনারের বেতন কত

এখানে ক্লিনারের বেতন তুলনামূলকভাবে কম। ক্লিনার হিসেবে কাজ করতে আপনাকে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র কাজ জানলেই হবে। এখানে ক্লিনারের বেতন কাঠামো ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। তাছাড়া কোম্পানি অধীনে থাকলে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।

কুয়েত ভিসার দাম কত

আপনারা কুয়েতের ভিসার দাম কত তা জানার আগ্রহ প্রকাশ করেছেন। ভিসার দাম মূলত নির্ভর ভিসা ক্যাটাগরির উপর। বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ ওয়ার্ক পারমিট ভিসায়, টুরিস্ট ভিসায়, স্টুডেন্ট ভিসায় কুয়েত যায়। এখন আমরা জানব ভিসার দাম সম্পর্কে।

  • টুরিস্ট ভিসার দামঃ- ৪ থেকে ৫ লক্ষ টাকা
  • স্টুডেন্ট ভিসার দামঃ- ৩ থেকে ৪ লক্ষ টাকা
  • ফ্রি- ভিসার দামঃ- ৫ থেকে ৭ লক্ষ টাকা
  • ওয়ার্ক পারমিট ভিসার দামঃ- ৫ থেকে ৮ লক্ষ টাকা
  • কোম্পানি ভিসার দামঃ- ৫ থেকে ৮ লক্ষ টাকা

কুয়েত টাকার মান কত

২৬/১০/২০২৪ তারিখে, আজকে কুয়েতে টাকার মান হলো ১ কুয়েতি ডিনার = ৩৯০.৭৯ পয়সা। বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, অনুরুপভাবে কুয়েতের ‍মুদ্রার নাম ডিনার। 

কুয়েতে সর্বোচ্চ বেতন কত

বেশি টাকা উপার্জন করতে হলে আপনাকে যে কোন নিদিৃষ্ট কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে। যেমনঃ- ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কনস্ট্রাকশন, মেকানিক্স এই কাজ গুলোর ব্যাপক চাহিদা রয়েছে। আপনি এই কাজ গুলো করে মাসে ২-৩ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

কুয়েত বেতন কত | কুয়েত কোন কাজের বেতন কত

আপনারা গুগলে সার্চ করে কুয়েত বেতন কত তা জানার আগ্রহ প্রকাশ করেছেন। এখানে বেতন কাঠামো নির্ভর করে কাজের ধরণের উপর। যে সকল কাজের চাহিদা বেশি ঐ সকল কাজের বেতন তুলনামূলক একটু বেশি। ক্লিনারের কাজের বেতন এগুলো অনেক কম। এজন্য আপনাকে সুনিদিৃষ্ট কাজের উপর দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন। এখানে সুনিদিৃষ্ট কাজের মাসিক বেতন কত হতে পারে তার তালিকা দেয়া হলোঃ-

  • গাড়ির মেকানিক্স     - ১ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত।
  • ড্রাইভিং                   - ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার উপর।
  • এসি টেকনিশিয়ান  - ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।
  • ইলেকট্রিশিয়ান       - ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।
  • মোবাইল মেকানিক্স - ১ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা।
  • ক্লিনার                     - ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
  • টেইলারিং বা দর্জি   - ৮০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা।
  • ওয়েলন্ডিং                - ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।
  • পাইপ ফিটিং           - ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।
  • রাজমিস্ত্রি                -  ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।
  • রড মিস্ত্রি                - ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকার কাছাকাছি।

কুয়েতে সর্বনিম্ন বেতন কত

কুয়েতে সর্বনিম্ন বেতন কত এটা নির্ভর করে কাজের দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোম্পানিতে কাজ করছেন এই সকল বিষয়ের উপর নির্ভর করে। আপনি যদি একজন সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে যান তাহলে সর্বনিম্ন ৩০ হাজার টাকার উপর ইনকাম করতে পারবেন। এখানে সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করতে হয়। কাজের ফাঁকে ১ ঘন্টা করে বিরতি।

কুয়েত মসজিদ ক্লিনার ভিসা

আপনি যদি ক্লিনার ভিসায় কুয়েত যান শুধু মসজিদে নয়, হোটেল, রেস্টুরেন্ট, কোম্পানি, গ্যারেজ, ফ্যাক্টরিতে ক্লিনার হিসেবে কাজ করতে পারবেন। আমরা উপরের প্যারায় কুয়েত কোম্পানি ভিসা পাওয়ার উপায় | কুয়েত যাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করেছি ঐ প্যারাটি পড়ে নিন এবং আপনার বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। ক্লিনার ভিসায় আপনার খরচ হবে ৪ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত। ক্লিনার ভিসায় আপনি কুয়েত গেলে প্রতি মাসে ৩০ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন।

কুয়েতে শ্রমিকদের বেতন কত

সাধারণ শ্রমিক যেমনঃ- বাগান পরিচ্ছন্ন কর্মী, ক্লিনার হিসেবে গেলে সর্বনিম্ন ৩০ হাজার টাকার মতো বেতন পাবেন। যদি আপনি দক্ষ, অভিজ্ঞ শ্রমিক হন তাহলে আপনার বেতন কাঠামো ৭০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত পাবেন।

কুয়েত হোটেল ও রেস্টুরেন্ট ভিসা বেতন কত

কুয়েতে প্রচুর আবাসিক হোটেল, রেষ্টুরেন্ট রয়েছে। এই সকল জায়গায় কাজ করতে সামান্য শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি কাজের দক্ষতা, অভিজ্ঞতা থাকলেই হয়ে যায়। আপনি হোটেলে বা রেষ্টুরেন্টে কুক, শেফ, ওয়েটার, পরিচ্ছন্নকর্মী হিসেবেও কাজ করতে পারেন। এখানে কাজ করলে মাসে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা বেতনে কাজ করতে পারবেন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা কুয়েত কোন কাজের চাহিদা বেশি, কুয়েত বেতন কাঠামো কেমন সেই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা অজানা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য্য ধরে পড়েন তাহলে আশা করা যায় পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।

এই রকম তথ্যবহুল পোস্ট নিয়মিত পেতে আমাদের সাইটটি ভিজিট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আলোচনা হবে অন্য কোন পোস্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url