কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম - কানাডা ভিসা পাওয়ার উপায়

প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি কানাডা। প্রতি বছর বহু মানুষ কানাডা আসতে এম্বাসিতে ভিড় করে। ভ্রমণ পিপাসু মানুষদের আত্নার খোরাক জোগায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির দেশ কানাডা। এই পোস্টে আমরা কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম - কানাডা ভিসা পাওয়ার উপায়  নিয়ে আলোচনা করব। তাছাড়া উন্নত জীবনযাপনের আশায় প্রতিবছর বহু মানুষ কানাডা আসে। কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম - কানাডা ভিসা পাওয়ার উপায় জানতে পোস্টটি ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম - কানাডা ভিসা পাওয়ার উপায়

ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম আকর্ষণের জায়গা কানাডা। এর কারণ হলো এখানকার নিরাপদ পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, বহু ভাষা-ভাষীর মানুষের দেশ কানাডা। এখানকার দর্শনীয় স্থান 1) Banff National Park, Alberta. 2) Vancouver, British Columbia. 3) Toronto, Ontario. 4) Halifax, Nova Scotia. 5) Quebec City, Quebec. 6) Whistler, British Columbia. 7) Prince Edward Island. 8)Calgary, Alberta. 9) Niagara Falls, Ontario. 10)Montreal, Quebec. পর্যটকদের মুগ্ধ করে। কানাডার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। চলুন তাহলে আর দেরি না করে কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম - কানাডা ভিসা পাওয়ার উপায় জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম | কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম 2024

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং এ একটু সময় লাগে। যদি কাগজ পত্র সব ঠিক ঠাক থাকে তাহলে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আপনি কানাডা ভিজিট ভিসা পেয়ে যাবেন। আর যদি কাগজ পত্রে জটিলতা থাকে তাহলে ভিজিট ভিসা পেতে একটু সময় বেশি লাগতে পারে। কানাডা যে কোন ধরণের ভিসা পেতে কত দিন এই লিংকে চাপ দিনে নিজেই জেনে নিন।

কানাডা ভিসা খরচ

ভিসা খরচ নির্ভর করে আপনি কোন ভিসায় কানাডা যাচ্ছেন। বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ ওয়ার্ক পারমিট, টুরিস্ট, স্টুডেন্ট ভিসায় কানাডা যায়।

  • ওয়ার্ক পারমিট ভিসা খরচঃ- ৮ থেকে ১২ লক্ষ টাকা।
  • স্টুডেন্ট ভিসার খরচঃ- ৫ থেকে ৬ লক্ষ টাকা।
  • টুরিস্ট ভিসার খরচঃ- ৩ থেকে ৫ লক্ষ টাকা।
  • ভিজিট ভিসার খরচঃ- ৪ থেকে ৫ লক্ষ টাকা।
  • কৃষি ভিসা খরচঃ- ৮ লক্ষ টাকা পর্যন্ত।
ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে কানাডা এম্বাসিতে যোগাযোগ করুন। কানাডা এম্বাসি ঠিকানাঃ হাউজ#১৬ এ,রোড# ৪৮,গুলশান ২,ঢাকায় অবস্থিত। 

যোগাযোগের সমস্ত ঠিকানাঃ-

ফোন নম্বর: +৮৮০-২-৯৮৮৭০৯১

ফ্যাক্স নম্বর: +৮৮০-২-৮৮২৬৫৮৫, +৮৮০-২-৮৮২৩০৪৩

ই-মেইল এড্রেস: dhaka@international.gc.ca

অফিসিয়াল ওয়েবসাইটঃ- dfait-maeci.gc.ca/bangladesh

ভিজিট ভিসা মানে কি

একটি দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রয়োজন হলে যে ভিসার প্রয়োজন হয় তাকে ভিজিট ভিসা। যেমনঃ- পড়াশোনার জন্য বা ব্যবসার জন্য বা অন্য যেকোন ধরণের কাজের জন্য ভিজিট ভিসার প্রয়োজন। আমরা অনেক সময় টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এই দুটোকে এক করে ফেলি। যা ভূল ধারণা। টুরিস্ট ভিসা হলোঃ- শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে অন্যদেশে যাওয়ার জন্য যে ভিসার প্রয়োজন হয় সেটি টুরিস্ট ভিসা।

কানাডা ভিজিট ভিসা ডকুমেন্টস

কানাডা ভিজিট ভিসা ডকুমেন্টসঃ- আপনারা জানতে চেয়েছেন কানাডা ভিজিট ভিসায় গেলে কি কি কাগজপত্র লাগে ? অনেকে আমরা কানাডা যাওয়ার আগ্রহ প্রকাশ করি। কিন্তু কানাডা যেতে কি কি বৈধ কাগজ পত্র লাগে তাদের আমাদের জানা নেই। এই পর্বে আমরা কানাডা ভিজিট ভিসা যেতে কি কি ডকুমেন্ট লাগে সেগুলো নিয়ে আলোচনা করবঃ-

  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • বায়োমেট্রিক জমা দেওয়া লাগবে যেমনঃ- ছবি তোলা, আঙ্গুলের ছাপ ইত্যাদি।
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিক্যাল রিপোর্ট।
  • ব্যাংক স্টেটমেন্ট ( সর্বনিম্ন ১০ লক্ষ টাকা )।
  • হোটেল বুকিং ডকুমেন্টস।
  • অতীতে কোন দেশে সফর করেছেন তার প্রমাণ পত্র।

আরও অন্যান্য একস্ট্রা ডকুমেন্টসের প্রয়োজন হলে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে। কানাডা ভিজিট ভিসায় যেতে হলে উপরোক্ত এই ডকুমেন্টস গুলো থাকতে হবে।

কানাডা ভিসা প্রসেসিং টাইম

কানাডা ভিসা প্রসেসিং টাইম কত লাগতে পারে তা জানতে আমরা এজেন্সি কর্তৃপক্ষ বা গুগলে সার্চ করে থাকি। তবে এই ভিসা প্রসেসিং টাইম কখনোও দ্রুত হয় আবার কখনোও দেরিতে হয়। এটা নির্ভর করবে বিভিন্ন বিষয় বা পরিস্থিতির উপর। আপনার কাগজ পত্রে ঝামেলা থাকলে বিলম্ব/দেরি হবে। অন্য দিকে কাগজ পত্র ঠিক থাকলে দ্রুত হয়ে যাবে। বর্তমানে যেকোন ধরণের ভিসা প্রসেসিং এ কত সময় লাগতে পারে বা কানাডা ভিসা পেতে কতদিন লাগে তা নিজেরাই জেনে নিন অনলাইনের মাধ্যমে,  এই লিংকে চাপ দিয়ে বিস্তারিত জানুন।

কানাডা টুরিস্ট ভিসা ২০২৪

কানাডা টুরিস্ট ভিসা যাওয়ার জন্য যে গুলো প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থ্যাৎ এক দেশে থেকে অন্য দেশে সফর করার জন্য যা দরকার যেমনঃ- বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, মেডিকেল রিপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট এগুলো বাধ্যতামূলক। ভ্রমণ শেষে কানাডা ছাড়ার নিশ্চয়তা লাগবে। তবে প্রথমবারের জন্য আপনাকে কানাডা যাওয়ার জন্য আবেদন করতে হলে বায়োমেট্রিক ফি জমা দিতে হবে। কানাডা টুরিস্ট ভিসার জন্য বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। কানাডা ভ্রমণের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এই লিংকে প্রবেশ করে জেনে নিন।

কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম

কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়মঃ- আপনি যদি কানাডা ভ্রমণ করতে চান তাহলে আপনাকে বৈধ পাসপোর্ট তৈরি করতে হবে। আপনার যদি আগের পাসপোর্ট থাকে তাহলে সেটার মেয়াদ সর্বনিম্ন ৬ মাস হতে হবে। এর পর প্রয়োজনীয় সকল কাগজপত্র বাংলাদেশে অবস্থিত কানাডা এম্বাসিতে জমা দেয়া লাগবে। এরপর ভিজিট ভিসার জন্য আবেদন করুন। এরপর কর্তৃপক্ষ আপনার সবকিছু যাচাই-বাচাই করার আপনার কাগজ পত্র যদি ঠিক থাকে তাহলে ২ মাসের মধ্যে আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন।

কানাডা ভিজিট ভিসা আবেদনের নিয়ম | কানাডা ভিজিট ভিসা আবেদন ফরম ২০২৩ | কানাডা ভিজিট ভিসা ২০২৩

কানাডা ভিজিট ভিসা আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন। 

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩  | কানাডা ভিসা আবেদন ফরম 2024

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট canada.ca/en/immigration এখানে প্রবেশ করুন।

২) এর পর Menu অপশন থেকে Immigration and citizenship সিলেক্ট করুন। এরপর My Application ক্লিক করুন।

৩) এর পর Sign in to your IRCC account ক্লিক করে  করে একটি একাউন্ট তৈরি করুন।

আরো পড়ুনঃ- কাতারে কোন কাজের চাহিদা বেশি - কাতার ভিসা প্রসেসিং

৪) রেজিস্ট্রেশন সম্পন্ন অপশনে ক্লিক করলে আপনার জি-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা বসিয়ে দিলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

৫) এর পর Find an application form এ ক্লিক করে ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে ভিসার জন্য আবেদন করতে হবে। এর পর যা ডকুমেন্ট চাইবে তা দিবেন। এক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যাক্তির সহায়তা নিলে ভালো হয়।

৬) এর পর ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ করা হলে আপনার আবেদন সম্পন্ন হবে।

বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময়

বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় সর্বনিম্ন ৪৯ দিন। তবে ইহা কারও কারও ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যেতে পারে। তবে আপনি যদি কানাডা যাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে সর্বনিম্ন ৪৯ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কানাডা ভিজিট ভিসা খরচ

কানাডা ভিজিট ভিসা খরচঃ- কানাডা যেতে হলে আপনাকে আগে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। অন্যান্য দেশের তুলনায় কানাডা ভিজিট ভিসা খরচ একটু বেশি। তাই কানাডা ভিজিট ভিসায় যেতে হলে আপনাকে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ করতে হবে। 

কানাডা ভ্রমণ ভিসা আবেদন কেন্দ্র কোথায়

বাংলাদেশঃ- https://visa.vfsglobal.com/bgd/en/can/book-an-appointment

ঢাকাঃ-  https://visa.vfsglobal.com/bgd/en/can/attend-centre/dhaka

চট্রগ্রামঃ-  https://visa.vfsglobal.com/bgd/en/can/attend-centre/chittagong

সিলেটঃ- https://visa.vfsglobal.com/bgd/en/can/attend-centre/sylhet

এই ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনি আপনার নাম, পাসপোর্ট নম্বর, আবেদনের ধরন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টের সময় পাসপোর্ট, ভিসার আবেদন পত্র, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসতে হবে। বর্তমান বাংলাদেশে কানাডা এম্বাসি ঠিকানাঃ- হাউজ নং ১৬ এ, রোড নং ৪৮, গুলশান-২, ঢাকা। আপনার প্রয়োজনীয় যেকোন বিষয়ে জানতে এম্বাসিতে যোগাযোগ করুন।

কানাডা ভিসা পাওয়ার উপায়

প্রতি বছর বহু মানুষ কানাডা যাওয়ার জন্য ভিসার জন্য অপেক্ষা করে। যারা কাজের জন্য কানাডা যেতে চান তাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। যারা পড়াশোনার জন্য কানাডা যেতে চান তাদের স্ট্যাডি ভিসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনাকে বায়োমেট্রিক যেমনঃ- ছবি, আঙ্গুলের ছাপ দিতে হবে। এই লিংকে প্রবেশ করে আপনি কানাডা ভিসার জন্য আবেদন করতে পারবেন।

কানাডা যে সকল বাধ্যতামূলক বৈধ কাগজ পত্রের প্রয়োজন হয়ঃ-

  • পুলিশ ভ্যারিফিকেশন/ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • বৈধ পাসপোর্ট
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্র
  • জন্ম নিবন্ধন সনদ
  • ব্যাংক স্টেটমেন্ট

ভ্রমণ ভিসার জন্যঃ-

বাধ্যতামূলক বৈধ কাগজ পত্রের পাশাপাশি, অতীতে কোন সফর করেছেন তার প্রমাণপত্র, হোটেল বুকিং ডকুমেন্টস থাকতে হবে, ব্যাংকে সর্বনিম্ন ১০ লক্ষ টাকা থাকতে হবে। এই লিংকে প্রবেশ কানাডা ভ্রমণ ভিসার বিস্তারিত জানুন।

ওয়ার্ক পারমিট ভিসার জন্যঃ- 

বাধ্যতামূলক বৈধ কাগজ পত্রের পাশাপাশি,  Labor Market Impact Assessment (LMIA) নম্বর, যে কোম্পানি জব পেয়েছেন তার ডকুমেন্ট, বয়স ৪৫ বছরের কম হতে হবে, IELTS স্কোর সর্বনিম্ন ৬ হতে হবে। এই লিংকে প্রবেশ করে ওয়ার্ক পারমিট ভিসার বিস্তারিত জানুন।

স্ট্যাডি ভিসার জন্যঃ-

বাধ্যতামূলক বৈধ কাগজ পত্রের পাশাপাশি,  IELTS স্কোর সর্বনিম্ন ৬, কানাডার শিক্ষা-প্রতিষ্ঠান থেকে পাওয়া লেটার পত্র, স্টুডেন্ট আইডেন্টিটি প্রমাণের জন্য প্রয়াজনীয় ডকুমেন্টস লাগবে। এই লিংকে প্রবেশ করে স্ট্যাডি ভিসার বিস্তারিত জানুন।

জরুরি নোটিশঃ- প্রথমবার যদি আপনি নিজে অনলাইনে আবেদন করতে যান তাহলে একজন ব্যাক্তির সাহায্যে নিন। নতুবা অনলাইনে আবেদন প্রক্রিয়া কোন জায়গায় ভূল হলে অসম্পূর্ণ থেকে যাবে। নতুবা প্রফেশনালি যারা অনলাইনে আবেদন করে তাদের সাহায্যে নিন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা কানাডা ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পোস্টটি পড়ে আপনারা ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। আমাদের সাইটে আমরা প্রতিনিয়ত ভিসা সম্পর্কিত তথ্য পাবলিশ করে থাকি।

এই রকম তথ্যবহুল পোস্ট আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোন পোস্ট নিয়ে আলোচনা করব। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url