গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা জেনে নিন

গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা জানতে পোস্টটি ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত পড়তে থাকুন।  আদার উপকারিতা ও অপকারিতা সকলে কম-বেশি জানি। আপনারা অনেকে গুগলে সার্চ করে গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা জানতে চেয়েছেন তাদের জন্য পোস্টটি গুরুত্বসহকারে তৈরি করা হয়েছে।

গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা জেনে নিন

আদা খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটে তা না জানার কারণে আমরা একে অবহেলা করে থাকি। আদা যেমন খাবারে স্বাদ বাড়ায় অনুরুপভাবে ইহা দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন তাহলে আর দেরি না করে গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা

আদার উপকারিতা ও ক্ষতি | আদার উপকারিতা ও অপকারিতা

আমরা আদা কোন কোন ভাবেই খেয়ে থাকি। তার মধ্যে পানীয় দ্রব্য হিসেবে আদা চা সমৃদ্ধ। তাছাড়া রান্নায় তরকারির স্বাদ বৃদ্ধিতে আদা খেয়ে থাকি। মশলা জাতীয় উপাদান হিসেবে আদা বেশ খ্যাতির রয়েছে। প্রাচীন কালে আর্য়ুবের্দিক ওষুধ হিসেবে আদা ব্যবহার হয়েছে। বিভিন্ন ভাইরাসজনিত রোগ, ঠান্ডাজাতীয় রোগ থেকে মুক্তি মেলে আদা খাদ্য-তালিকায় রাখলে।

আদার উপকারিতাঃ

  • জ্বর, সর্দি, কাশি, বমি বমি ভাব, কফ জমে থাকা এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • শরীরের হজম-শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • খারাপ কোলেস্টেরল দূর করে, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।
  • দেহে রক্ত প্রবাহের গতি স্বাভাবিক রাখে, রক্তের জমাট বাঁধা রোধ করে।
  • দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আদা সম্ভাব্য মারাত্নক রোগ থেকে মুক্তি দেবে।
  • যারা শরীরের ওজন নিয়ে চিন্তিত তারা আদা খান। এতে করে শরীরের ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।
  • কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, হ্রদরোগ, ক্যান্সার, হার্টের অসুখ থেকে রক্ষা করবে।
  • হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগ থেকে মুক্তি দেবে।
  • রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়। 
  • দেহ থেকে ক্ষতিকর পদার্থ দূর করে, দীর্ঘদিনের প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়।
  • গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া, পেটের ফোলা ভাব থেকে রক্ষা মেলে।
  • টিউমার, ক্যান্সার, কিডনি এরকম সম্ভাব্য বহু স্বাস্থ্য-জটিলতা থেকে মুক্তি মেলে।

আদার অপকারিতা/ক্ষতিঃ-  আদার যেমন উপকারিতা রয়েছে তেমনি ক্ষতিকর দিকও রয়েছে। যেগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য-উপকারিতা কথা ভেবে অতিরিক্ত আদা খেলে শারীরিক স্বাস্থ্য-জটিলতা তৈরি হতে পারে। আমরা অন্য এক পোস্টে আদার অপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছি এই লিংকে প্রবেশ করে বিস্তারিত পড়ে নিন।

সকালে আদা খেলে কি হয়

বহু রোগে অব্যর্থ ওষুধ বলা হয় আদা কে। অনেকে সকালে আদা খেলে কি হয় ? সকালে আদা খাওয়ার উপকারিতা জানতে গুগলে সার্চ করে। আমরা অন্য এক পোস্টে সকালে আদা খেলে কি হয় তা নিয়ে আলোচনা করেছি,  এই লিংকে প্রবেশ করে বিস্তারিত পড়ে নিন। বাজারে বারো মাস আদা পাওয়া যায়। এর দামও ক্রয় ক্ষমতার ভিতরে। আদার উপকারিতা না জানার কারণে আমরা এর সুফল ভোগ করতে পারি না। ডাক্তারের কাছে না গিয়েও আদা দিয়ে ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভাব্য বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা

গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতাঃ- কোন না কোন ভাবে আমরা আদা খেয়ে থাকি। হয় চা করে অথবা রান্নায় মশলা হিসেবে ব্যবহার অথবা আদা কুচি কুচি করে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে থাকি। ভেষজ গুণাগুণের জন্য আদা সুপরিচিত। পুষ্টিবিদরা আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এর পূর্বের প্যারায় আমরা আদার উপকারিতা ও অপকারিতা জেনেছি। ত্বক, চুল, সামগ্রিক স্বাস্থের জন্য আদা গুণাগুণের অন্ত নেই। এখন আমরা জানব গরম পানির সাথে আদা খেলে কি হয়ঃ-
  • ১ কাপ গরম পানি + ১ চামচ আদার রস মিশিয়ে খেলে ডায়রিয়া, বদহজম, পেট ব্যাথা দূর হবে। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভূগছেন তারা গরম পানি, লেবুর রস, মধু, আদার রস একত্রে খেলে পেটের গোলযোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
  • গরম পানি, লেবুর রস, মধু, আদার রস নিয়ম করে খেলে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান পাওয়া যায়।
  • মাথা ব্যাথা, হাড়ের জয়েন্টে ব্যাথা, অস্টিওআর্থ্রাইটিস এই ধরণের বহুমুখী সমস্যা থেকে মুক্তি মেলে।
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ঘন ঘন জ্বর, বমি বমি ভাব, কাশি, কফ কেটে যাবে। মুখের রুচি বৃদ্ধি, মাইগ্রেনের রোগ দূর হবে। পাকস্থলী ও লিভারের কার্যক্ষমতা বাড়বে।

পুরুষদের জন্য আদার অপকারিতা

পুরুষদের জন্য আদার অপকারিতাঃ- আদার কিছু ক্ষতিকর দিক রয়েছে যা উপরের প্যারায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তবে পুরুষদের জন্য আদার তেমন কোন অপকারি দিক পাওয়া যায় নি। উল্টো পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য আদা খুবই উপকারি। অনিয়ন্ত্রিত জীবন-যাপন, নেশাজাতীয় দ্রব্য সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভাসের, মানসিক চাপের কারণে পুরুষের যৌন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে করে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও বন্দ্যাত্বের হার দিনে দিনে বাড়ছে। পুরুষদের জন্য আদা কতটা উপকারি তা জানতে এই লিংকে প্রবেশ করে বিস্তারিতা পড়ে নিন।

আদা খেলে কি গ্যাস হয়

আদা খেলে কি গ্যাস হয়ঃ- না, আদা খেলে গ্যাস হয় না। আদা যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি শরীরের জন্য আদা ভীষণ উপকারি। খাবারে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা এখন নিত্য-দিনের হয়ে দাঁড়িয়েছে। তাই গ্যাসের সমস্যা থেকে বাঁচতে আদা হতে পারে সেরা সমাধান। খাবার হজম না হওয়ার কারণে  পেট ফাঁপা, গ্যাসের সমস্যা দেখা দেয়। গ্যাসের সমস্যা হলেই বুকে জ্বালা-পোড়া, মাথা ঘোরা, বমি বমি ভাব এ ধরণের সমস্যা হয়। 

  • আদাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। তাই পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে যতটুকু আপনি খেতে পারবেন পরিমাণ মতো আদা কুচি কুচি কেটে নিয়ে লবণ দিয়ে খান। ফলাফল হাতে হাতে পেয়ে যাবেন।
  • রান্নার তরকারীতে আদা ব্যবহার করলে তা একদিকে যেমন তরকারির স্বাদ বৃদ্ধি করে অন্যদিকে নানান ধরণের রোগ থেকে শরীরকে রক্ষা করে। রান্না করা আদা খেলে হজম-শক্তি বাড়ে। এতে করে পেট ফাঁপা দূর হয়।
  • আদা নিয়মিত খেতে পারলে অ্যাসিডিটি দূর হয়। অ্যাসিডিটি কারণে পেট ব্যাথা হয়। আর এই পেট ব্যথার মূলে রয়েছে গ্যাস। আদা, মধু, লেবুর রস একসঙ্গে খেলে অ্যাসিডিটির সমস্যা দূর হয়।
  • গ্যাস্ট্রিকের কারণে খাবারের রুচি চলে যায়, ক্ষুধামন্দা দেখা দেয়। এই ধরণের সমস্যা দূর করতে আদা কুচি কুচি করে কেটে চিবিয়ে খান। এতে উপকার মিলবে।
  • কুচি আদা খেলে সাইনাসের সমস্যা থেকে মুক্তি মেলে।
  • যে স্থানে ব্যাথা হচ্ছে সেখানে আদার রস লাগিয়ে দিলে ব্যাথা উপশম হয়।
  • বমি বমি ভাব, মাথা ঘোরা এই ধরণের সমস্যা দেখা দিলে আদা স্লাইস করে লবণ দিয়ে খেলে এ ধরণের সমস্যা থেকে মুক্তি মেলে। এই ধরণের সমস্যা উৎপত্তির মূলে রয়েছে পেটের গোলযোগ।

রাতে আদা খেলে কি হয়

রাতে আদা খেলে কি হয়ঃ- আর্য়ুবের্দিক শাস্ত্রে, আদার গুণাগণের কথা বর্ণনা করা হয়েছে। যেকোন বয়সের মানুষ এর সুফল ভোগ করতে পারে। আদা খেতে পারলে ছোট-বড় বহু রোগ থেকে মুক্তি মেলবে। আদা হলো ওষুধি মশলা। রাতে আদা খেলে কি হয় ? তা জানতে আপনারা গুগলে সার্চ করেছেন। আদাতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরির প্রভাব রয়েছে যা মৌসুমী জ্বর, সর্দি, কাশি, ভাইরাসের বিরুদ্ধে লড়াই  করতে সক্ষম। ভেষজ গুণাগুণের জন্য আদার খ্যাতি রয়েছে। 

  • আদাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। যার ফলে হার্ট-অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি এগুলো হ্রাস পায়।
  • আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান দেহের দীর্ঘদিনের প্রদাহ দূর করে।
  • ইহা রক্তের জমাট বাধা রোধ করে, দেহের খারাপ কোলেস্টেরল দূর করে, ভালো কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি করে।
  • ইহা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসের রোগীদের জন্য আদা খুবই উপকারি।
  • দুধে অল্প পরিমাণে আদার গুড়া মিশিয়ে খেলে ঘুম ভাল হবে।
  • আদা কিডনির ক্ষয় রোধ করে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে খাবেন। এতে উপকার মিলবে।
  • হজম-শক্তি বৃদ্ধি, পেট ব্যাথা, বমি বমি ভাব, ডায়রিয়া সহ পেটের বিভিন্ন ধরণের রোগ থেকে মুক্তি মেলে নিয়মিত আদা খেলে।
  • সরাসরি আদা খেলে না চাইলে বিকল্প হিসেবে আদা চা খেতে পারেন। আদা চা খেলে ইহা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করবে, ত্বক পরিষ্কার রাখবে, পেট থেকে বর্জ্য নিঃসরণ করবে, রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল দূর হবে ইত্যাদি।

সতর্কতাঃ- 

  • অতিরিক্ত খেলে রক্ত পাতলা হয়ে যায়।
  • গর্ভাবস্থায় আদা খেতে হলে ডাক্তারের পরামর্শ নিবেন।
  • গলব্লাডার কনট্রাকশন থাকলে আদা খাওয়া থেকে বিরত থাকুন।
  • কোন বিশেষ রোগের কারণে যারা ওষুধ খাচ্ছেন তারা আদা খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

উপসংহার

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে স্বাস্থ্যবিষয়ক টপিকস আদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে আদার উপকারিতা ও অপকারিতা, সকালে আদা খেলে কি হয়, গরম পানির সাথে আদা খাওয়ার উপকারিতা, পুরুষদের জন্য আদার অপকারিতা, আদার উপকারিতা ও ক্ষতি, আদা খেলে কি গ্যাস হয়, রাতে আদা খেলে কি হয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম স্বাস্থ্য বিষয়ক টপিকস আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আমাদের সাইটে প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক পোস্ট পাবলিশ করা হয়। আজ এ পর্যন্ত, পরবর্তীতে আলোচনা হবে অন্য কোন নতুন পোস্ট নিয়ে। এতক্ষণ ধৈর্য্য ধরে থাকার জন্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url