ইসলামী ব্যাংক শাখা - ইসলামী ব্যাংকের সেবা সমূহ জেনে নিন
এই পোস্টে ইসলামী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংকের সেবা সমূহ নিয়ে আলোচনা করা হবে। দেশের প্রতিটি জেলার সব শ্রেণী পেশার মানুষের আস্থার এক নাম ইসলামী ব্যাংকিং সেবা। আমানতকারীরা ইসলামী ব্যাংকের প্রাণ। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে এই ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের সার্ভিস চালু করেছে। সুতারাং ইসলামী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংকের সেবা সমূহ জানতে পোস্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
দেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম প্রবর্তন করে ইসলামী ব্যাংক। আর এ কারণে দেশের জনগোষ্ঠীর কাছে এই ব্যাংক বেশি পরিচিত লাভ করেছে। দেশের অর্থনীতির অগ্রগতিতে ইসলামী ব্যাংকের ভূমিকা অপরিসীম। অধিকাংশ প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠায়। দেশে-শিল্প কারখানা গড়ে তুলতে এই ব্যাংক অর্থায়ন করে। চলুন তাহলে আর দেরি না করে ইসলামী ব্যাংক শাখা - ইসলামী ব্যাংকের সেবা সমূহ নিয়ে আলোচনা করা যাক।
পোস্ট সূচিপত্রঃ- ইসলামী ব্যাংক শাখা
- ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে
- আল আরাফাহ ইসলামী ব্যাংক এর মালিক কে
- ইসলামী ব্যাংক শাখা | ইসলামী ব্যাংক শাখা কয়টি
- ইসলামী ব্যাংকের সেবা সমূহ
- বাংলাদেশে ইসলামী ব্যাংক কয়টি
- ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ
- বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা
- লেখকের মন্তব্য
ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে
ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কেঃ- ২২ আগষ্ট ২০২৪, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আহসান এইচ মনসুর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত করেন। ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হলেনঃ- সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। নতুন পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা হলেনঃ- আল–আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান, সনদপ্রাপ্ত হিসাববিদ আব্দুস সালাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর মালিক কে
আল আরাফাহ ইসলামী ব্যাংক এর মালিক কেঃ- আবদুস সামাদ লাবু তিনি হলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা।
তাছাড়া আবদুস সামাদ লাবু আরও অন্যান্য পরিচয় রয়েছে যেমনঃ-
- তিনি একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান
- বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য
- দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লি. এর চেয়ারম্যান
- তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
- মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট।
সূত্রঃ- www.banglanews24.com
ইসলামী ব্যাংক শাখা | ইসলামী ব্যাংক শাখা কয়টি
ইসলামী ব্যাংক শাখাঃ- প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে ইসলামিক ব্যাংক পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৮ কোটি ছাড়িয়েছে। দেশজুড়ে ইসলামী ব্যাংকের ৩৯৪টি শাখা রয়েছে। এই মূল শাখার অধীনে ২৯৪টি উপশাখা পরিচালিত হচ্ছে। এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা ২,৭৭১ টি। এই প্রতিবেদন ইসলামী ব্যাংকের প্রতি দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে। এমন কোন বাজার নেই যেখানে ইসলামী ব্যাংকের উপস্থিতি লক্ষ্য করা যায় না। মদ, জুয়া, তামাক যতই লাভজনক প্রকল্প হোক না কেন ইসলামী ব্যাংক সেখানে অর্থায়ন করে না। দেশে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমের কারণে ইসলামিক এত জনপ্রিয়।
ইসলামী ব্যাংকের সেবা সমূহ
ইসলামী ব্যাংকের সেবা সমূহঃ- দেশের বৃহত্তর ব্যাংকিং সিস্টেমের নাম ইসলামী ব্যাংকিং। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চাহিদা উপলব্ধি করে ইসলামী ব্যাংক বিভিন্ন সেবা মূলক প্রোডাক্ট চালু করেছে। যার কারণে আজ ইসলামী ব্যাংক ৮ কোটি পরিবারের সদস্য হতে পেরেছে। সব শ্রেণী পেশার মানুষকে সঞ্চয়ে আগ্রহী করতে ইসলামী ব্যাংক বিভিন্ন ধরণের আমানত প্রকল্প চালু করেছে। ইসলামী ব্যাংকের সেবা সমূহঃ
- চলতি হিসাব
- সঞ্চয়ী হিসাব
- ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়িজ সেভিংস স্কিম
- মুদারাবা মোহর সঞ্চয় হিসাব
- মুদারাবা সেভিংস বন্ড
- মুদারাবা কৃষক সঞ্চয় হিসাব
- মুদারাবাহ শর্ট নোটিস ডিপোজিট
- মুদারাবা এনআরবি সেভিংস বন্ড
- মুদারাবা ত্রৈমাসিক জমা হিসাব
- মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট হিসাব
- মুদারাবা মেয়াদী জমা
- মুদারাবা মাসিক মুনাফা হিসাব
- মুদারাবা পেনশন ডিপোজিট
- স্টুডেন্টস মুদারাবা সঞ্চয় হিসাব
- প্রবাসী গৃহায়ণ সঞ্চয় স্কিম
- মুদারাবা বিশেষ (পেনশন) সঞ্চয় প্রকল্প
- সিনিয়র সিটিজেনদের মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় স্কিম
- মুদারাবা হজ সঞ্চয় হিসাব
- উপহার ডিপোজিট চেকসহ বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প
- মুদারাবা পে-রোল একাউন্ট
- মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প
- সিআরএম/সিডিএম সেবা
- মোবাইল ব্যাংকিং
- সেলফিন
- এসএমএস ব্যাংকিং
- এজেন্ট ব্যাংকিং সেবা
- এটিএম সেবা
- আই ব্যাংকিং
- ঝটপট ব্যালেন্স অনুসন্ধান
- ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং
- ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল
- কানেক্ট টু ব্যাংক
- স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন
- স্বপ্নবুনন’ শিক্ষা বিনিয়োগ প্রকল্প
বাংলাদেশে ইসলামী ব্যাংক কয়টি
বাংলাদেশে ইসলামী ব্যাংক কয়টি ঃ- বাংলাদেশে বর্তমানে মোট ১১ টি ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে সেগুলো হলো-
- গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি
- শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
- স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
- ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি
- ইউনিয়ন ব্যাংক পিএলসি
- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
- আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
- আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
- সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি
- এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক (এক্সিম) লিমিটেড
- এনআরবি গ্লোবাল ব্যাংক
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহঃ- ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংকিং ব্যবস্থা। এর রয়েছে অসংখ্য শাখা। এখন আলোচনা করব ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নিয়ে।
- Islami Bank Bangladesh Limited (Magura)
- Islami Bank Bangladesh Limited (Ganakbari Branch, Dhaka)
- Islami Bank Bangladesh Limited | Mouchak Branch, Dhaka
- Islami bank agent banking (Bogar Bazar)
- Islamic Bank Bangladesh Limited, Agent Banking Outlet (College Road Branch 435/03) Tongi
- Islami Bank Bangladesh Limited | Nikunja Branch, Dhaka
- Islami Bank Bangladesh Limited || Islampur Branch,
- Islami Bank Agent Banking (Jhaudia)
- Islamic Bank Bangladesh Limited - Agent Banking, Shibpur
- Islami Bank Bangladesh Limited (Baagbari Mor Agent Center) Hemayetpur
- Islami Bank Bangladesh Ltd | Kanchpur Branch
- Islami Bank Bangladesh Limited || Savar Branch, Dhaka.
- Islami Bank Bangladesh Limited (Ruhitpur)
- Islami Bank Bangladesh Limited (Tongi)
- Islami Bank Bangladesh Limited (Mawna)
- Bangladesh Islami Bank Agent Banking (Kabir Hat)
- Islami Bank Agent Banking (Sonahata Dhunat)
- Islami Bank Agent Banking (Navaron)
- Islami Bank Bangladesh Limited (Madhabdi)
- Islami Bank Agent Bank (Kalidas)
- Islami Bank Bangladesh Limited Narshingdi (Narsingdi)
- Islami Bank Bangladesh Limited | Rayer Bazar Sub-Branch Dhaka
- Islami Bank Bangladesh Ltd (Savar)
- Islami Bank Bangladesh Ltd, Agent Banking, (Garagonj, Jhenaidah)
- Islami Bank Bangladesh Limited (Kalampur)
- Islami Bank Limited. (Agent banking) (Amishapara)
- Islami Bank, Atibazar Branch Ati Bazar, 1312 Kholamora Hazratpur
- Islami Bank Agent Bank (Biswas Super Market, Zia Road)
- Islami Bank Bangladesh Limited, Agent Banking Branch, Trimohoni
- Islami Bank Durgapur Agent Banking (Durgapur)
- Islami Bank Agent Banking (Godkhali)
- Islami bank Bangladesh limited agent (Khamarpara)
- Islami Bank Agent Banking (Kolakandi Bazar)
- Islami Bank Bangladesh Ltd. Agent Bank (Mataji Hat)
- Islami Bank Bangladesh Limited (Shantidhara, Road No-05, and, KMS Garden City)
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কানাইপুর এজেন্ট ব্যাংকিং
বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা
বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকাঃ- নিয়ম নীতির তোয়াক্কা না করা, ব্যবস্থাপনার ত্রুটি, পরিচালনা পরিষদের দায়িত্বহীনতার কারণে ব্যাংক গুলোর আর্থিক অবস্থা দিন দিন শোচনীয় পর্যায়ে চলে গেছে। দেশে বিদ্যমান ব্যাংক গুলো রেড জোন, ইয়োলো জোন, গ্রিন জোন দিয়ে ভাগ করা হয়েছে।
যে সকল ব্যাংক রেড জোনে ( বাজে ) রয়েছেঃ
- এবি ব্যাংক
- বাংলাদেশ কমার্স ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ( বিদেশী )
- বেসিক ব্যাংক
- জনতা ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- রূপালী ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক
- পদ্মা ব্যাংক
রেড জোনের কাছাকাছি যে সকল ব্যাংকঃ-
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)
- সোনালী ব্যাংক
ইয়োলো জোন ( দুর্বল ) যে সকল ব্যাংকঃ-
- মেঘনা ব্যাংক
- ইসলামী ব্যাংক
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
- আইএফআইসি ব্যাংক
- ওয়ান ব্যাংক
- এনআরবি ব্যাংক
- আল আরাফাহ
- সোশ্যাল ইসলামী ব্যাংক
- এনআরবি কমার্শিয়াল
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক
- এক্সিম ব্যাংক
- দ্য সিটি ব্যাংক
- স্ট্যান্ডার্ড ব্যাংক
- গ্লোবাল ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- মার্কেন্টাইল ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- সাউথ বাংলা
- ঢাকা ব্যাংক
- উত্তরা ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক
- ডাচ্-বাংলা ব্যাংক
- মধুমতি ব্যাংক
- পূবালী ব্যাংক
গ্রিন জোনে ( ভালো ) রয়েছে যে সকল ব্যাংকঃ-
- এনসিসি ব্যাংক
- ব্যাংক এশিয়া
- সীমান্ত ব্যাংক
- শাহজালাল ইসলামী ব্যাংক
- ব্যাংক আলফালাহ
- উরি ব্যাংক
- প্রাইম ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- এইচএসবিসি
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক
- সিটি ব্যাংক এনএ
- হাবিব ব্যাংক
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ( বিদেশী )
- যমুনা ব্যাংক
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে আমরা দেশের সুপরিচিত একটি ব্যাংক ইসলামী ব্যাংক এর সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর মালিক কে, ইসলামী ব্যাংক শাখা | ইসলামী ব্যাংক শাখা কয়টি, ইসলামী ব্যাংকের সেবা সমূহ, বাংলাদেশে ইসলামী ব্যাংক কয়টি, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে এসেছে। এই রকম ব্যাংকিং বিষয়ে যাবতীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এই ওয়েব সাইটে আমরা ব্যাংকিং সহ আরও অন্যান্য বিষয়ে পোস্ট পাবলিশ করে থাকি। আপনার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আলোচনা করব অন্য কোন পোস্ট নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url