আনারস খেলে কি এলার্জি হয় - গর্ভাবস্থায় আনারস খেলে কি হয়
এই পোস্টে আনারস খেলে কি এলার্জি হয় ? গর্ভাবস্থায় আনারস খেলে কি হয় ? এমন নানান প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই পোস্ট তৈরি করেছি। আনারস খেতে সুস্বাদু পুষ্টিকর খাবার হলেও গর্ভাবস্থায় আনারস খাওয়া কতটুকু নিরাপদ ? আনারস খেলে এলার্জি সম্ভাবনা আছে কিনা অনেকে জানতে চেয়েছেন। গর্ভাবস্থায় আনারস খেলে কি হয় - আনারস খেলে কি এলার্জি হয় এই পোস্ট থেকে আমরা জানতে পারব।
রোজ কোন না কোন ফল খাদ্য-তালিকায় রাখলে তা স্বাস্থের জন্য খুবই ভালো হয়। ফল থেকে তখনই উপকার পাওয়া যায় যখন আপনি তা পরিমিত পরিমাণে সঠিক সময়ে খাবেন। অন্যথায় তা স্বাস্থ্য-জটিলতার কারণ হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে গর্ভাবস্থায় আনারস খেলে কি হয় - আনারস খেলে কি এলার্জি হয় তা জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ- আনারস খেলে কি এলার্জি হয়
- রাতে আনারস খেলে কি হয়
- আনারস খেলে কি ক্ষতি হয়
- আনারস খাওয়ার নিয়ম
- গর্ভাবস্থায় আনারস খেলে কি হয় | গর্ভাবস্থায় আনার খাওয়া যাবে কি
- আনারস খেলে কি এলার্জি হয়
- লেখকের মন্তব্য
রাতে আনারস খেলে কি হয়
রাতে আনারস খেলে কি হয়ঃ- যে কোন ফল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গঠনে ভীষণ উপকারি। ফল থেকে উপকার পেতে আমরা যে কোন সময় ফল খেয়ে থাকি। রাতে ডিনারের আগে অথবা পরে আমরা ফল খেয়ে থাকি। কিছু কিছু ফল রাতের বেলা না খাওয়াটাই ভালো। তার মধ্যে ১টি হলো আনারস। এখন রাতের বেলা আনারস খাওয়া উচিত নয় তা আমাদের জানা দরকার।
আরো পড়ুনঃ- বাচ্চাদের আনারস খাওয়ার নিয়ম - আনারস খেলে কি পিরিয়ড হয় জেনে নিন
আনারস অ্যাসিডিক ফল। যা রাতে খেলে বদহজম, গ্যাস্ট্রিক, অম্বল, পেট ব্যথা, পেট ফাঁপা সহ এরকম পেটের নানান সমস্যার কারণ হতে পারে। এমনকি ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এক কথায় যেগুলো অ্যাসিডিক ফল বা টকজাতীয় ফল গুলো রাতে এড়িয়ে যাওয়া উচিত। যদি খেতেই হয় সামান্য পরিমাণে খেলে তা শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। অতিরিক্ত খেলে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশী।
আনারস খেলে কি ক্ষতি হয়
দাঁতের ক্ষয়ঃ- আনারসে অ্যাসিডের পরিমাণ বেশি হওযায় এতে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে।
পেটে সমস্যাঃ- অতিরিক্ত আনারস খাওয়ার কারণে গ্যাস, অম্বল, বদহজম, ডায়রিয়া, বুকে জ্বালা-পোড়া এই ধরনের সমস্যা তৈরি করে।
আনারসের অপকারিতা জানতে এই লিংকে চাপ দিয়ে এখনই বিস্তারিত জেনে নিন।
আনারস খাওয়ার নিয়ম
আনারস খাওয়ার নিয়মঃ- আনারস খাওয়া তেমন বিশেষ কোন নিয়ম নেই। আনারসের চামড়া ছিলে মাংসল অংশ কুচি কুচি বা পিচ পিচ করে কেটে খান। তবে সতর্ক থাকবেন আনারসের সাথে লবণ, গুড়া মরিচ মাখিয়ে খেলে তা গ্যাস্ট্রিক, ডায়রিয়া কারণ হতে পারে। কাঁচা বা আধা পাঁকা আনারস এড়িয়ে চলুন। পরিবারে শিশু বা বৃদ্ধ তারা চাইলে আনারস জুস করে খেতে পারেন। আনারসের পিচ পিচ অংশ সাথে পরিমাণ মতো পানি ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নিন। জুস বানানো হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এরপর তা খান।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url