ওলট কম্বল গাছের ৭টি উপকারিতা - ওলট কম্বল খাওয়ার নিয়ম

আমাদের চারপাশে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো আমাদের কাছে অপরিচিত অথবা আমরা মূল্যায়ন করি না।। তার মধ্যে অন্যতম হলো ওলট কম্বল গাছ। ইহা ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ। যা আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্যে করে। ওলট কম্বল এর ইংরেজি নাম হলো ডেভিলস কটন। উপমহাদেশে এই গাছ ভালো জন্মে। এই পোস্টে আমরা ওলট কম্বল গাছের উপকারিতা, ওলট কম্বল খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। সুতারাং আপনি যদি ওলট কম্বল গাছের উপকারিতা, ওলট কম্বল খাওয়ার নিয়ম না জানেন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

ওলট কম্বল গাছের ৭টি উপকারিতা - ওলট কম্বল খাওয়ার নিয়ম

ওলট কম্বল গাছের ডাল, পাতা, বাকল, মূলে রয়েছে ঔষধি গুণাগুণ। বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে ইহা ব্যবহার হয়ে আসছে। সুতারাং এই গাছকে অবহেলা করার সুযোগ নেই। চলুন তাহলে আর দেরি না করে ওলট কম্বল গাছের উপকারিতা, ওলট কম্বল খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- ওলট কম্বল গাছের উপকারিতা

ওলট কম্বল গাছের উপকারিতা | উলট কম্বল গাছের উপকারিতা | ওলট কম্বল খেলে কি হয়

ওলট কম্বল গাছের উপকারিতাঃ- বাড়ির আশেপাশে এমন অনেক উপকারী উদ্ভিদ রয়েছে, যেগুলোকে আমরা আগাছা বলে অবহেলা করি। তারমধ্যে অন্যতম হলো ওলট কম্বলের গাছ। এই গাছের বাকল, পাতা, মূল সবই মানুষ ও প্রাণীর শরীরের জন্য উপকারী। ওলট কম্বল গাছের উপকারিতা অনেকেই জানে না। তাদের জন্য এই আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ওলট কম্বল গাছের উপকারিতা গুলো হলোঃ-

  • অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হয়। 
  • গনোরিয়া রোগ নিরাময়ে ওলট কম্বলের রস খুবই উপকারী। 
  • ইহা নারীদের বন্ধ্যত্ব সমস্যা দূর করে। 
  • শরীরের ব্যথা - বেদনা নিরাময় করে।
  • যাদের প্রস্রাবের জ্বালা পোড়া হয় তারা ওলট কম্বল পাতার ডাটা সিদ্ধ করে খান।
  • গবাদি পশুর পেটের সমস্যা, পাতলা পায়খানা, বিলম্বিত প্রজনন সহ অন্য যেকোন সমস্যা দূর করে ওলট কম্বল।
  • ওলট কম্বল গাছের বাকল, ডাটা পানিতে ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

উলট কম্বলের ডাটার অপকারিতা

উলট কম্বলের ডাটার অপকারিতাঃ- ওলট কম্বলের ডাটার অপকারিতা নেই বললেই চলে। তার পরেও কোন জিনিস অতিরিক্ত খাওয়া উচিত নয়, এতে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি। তাই এক টানা ওলট কম্বলের রস, শরবত না খেয়ে মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে খাওয়াটাই ভালো। ‍নিজের শরীরের কন্ডিশন বুঝে উলট কম্বলের ডাটা খাবেন। প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিবেন।

ওলট কম্বল খাওয়ার নিয়ম

ওলট কম্বল খাওয়ার নিয়মঃ- ওলট কম্বল গাছের পাতার ডগা নিয়ে সুন্দর করে ধুয়ে নিন। এর পর ঐ ডগা গুলো পিচ পিচ করে কাটুন। একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে রাতে ঐ ডগা গুলো পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে দেখুন পানির ঘনত্ব বেড়ে গেছে। একটি গ্লাস নিন। এর পর ঐ ওলট কম্বল গাছের ভেজানো পানি গুলো ছাঁকনি দিয়ে ছেকে নিন। এরপর বিট লবণ, প্রয়োজন মতো চিনি দিয়ে সকালে খালি পেটে ওলট কম্বলের শরবত পান করুন।

ওলট কম্বল গাছ চেনার উপায়

ওলট কম্বল গাছ চেনার উপায়ঃ- যারা ওলট কম্বল গাছ কখনো দেখে নি, তারা গুগলে সার্চ করে ওলট কম্বল গাছ চেনার উপায় জানতে চেয়েছেন। ওলট কম্বলের গাছ চিনে রাখা দরকার। ওলট কম্বল গাছের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা একে অন্য সকল ভেষজ উদ্ভিদ থেকে আলাদা করেছে। ঔষধি গুণাগুণের জন্য ইহা পরিচিত।

ওলট কম্বল পরিচিতঃ- ঔষধি গুণাগুণের জন্য।

ইংরেজি নামঃ- ডেভিলস কটন।

বৈজ্ঞানিক নামঃ- অ্যাবরোমা অগাস্টাম।

বেশি জন্মেঃ- এশিয়া দেশগুলোতে। বাংলাদেশ, ভারত, পাকিস্থান, শ্রীলংকা তার মধ্যে অন্যতম।

উচ্চতাঃ- ২-৩ মিটার বা ৮-১০ ইঞ্চি লম্বা।

গাছের প্রকৃতিঃ- গুল্মজাতীয় চিরহরিৎ।

গাছের পাতার বৈশিষ্ট্যঃ- গোড়ার পাতা হৃৎপিণ্ডের মতো, ‍পাতার সামনের দিকটা সরু, ডগার পাতা গুলো লম্বা।

পাতার রংঃ- উজ্জল সবুজ।

পাতার বোটার রংঃ- খয়েরি লাল।

কচি ডাল রংঃ- খয়েরি লাল।

গাছের বাকলঃ- শক্ত আঁশযুক্ত, পানিতে ভেজালোও পঁচবে না।

ফুলের বৈশিষ্ট্যঃ- কচি শাখায় ফুল আসে, ফুলের পাপড়ি ৫ টা।

ফুলের আসার সময়কালঃ- গ্রীষ্ম থেকে শরৎকাল। শীতকালেও আসে তবে অতটা না।

ফলের আকারঃ- পঞ্চকোণাকৃতির।

ফলের রংঃ- প্রথমে সবুজ বর্ণের, পরিপক্ক হয়ে গেলে কালো বর্ণ ধারণ করে। যখন ফল পরিপক্ক হয় তখন এটা ফেটে যায়, ফলের মধ্যে কালিজিরার মতো ছোট ছোট বীজ দেখা যায়।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠকবৃন্দ এই পোস্টে ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ ওলট কম্বল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে ওলট কম্বল গাছের উপকারিতা | উলট কম্বল গাছের উপকারিতা | ওলট কম্বল খেলে কি হয়, উলট কম্বলের ডাটার অপকারিতা, ওলট কম্বল খাওয়ার নিয়ম, ওলট কম্বল গাছ চেনার উপায় ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এইরকম তথ্য বহুল আরো পোস্ট আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েব সাইটে ইসলামিক, স্বাস্থ্য, টেক, নামের অর্থ, লাইফস্টাইল সহ আরও বিভিন্ন ক্যাটাগরির ব্লগ পোস্ট পাবলিশ করা হয়। নিত্য-নতুন আপডেট তথ্য পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আপনার ‍সু-স্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url