Ict এর জনক কে - Html এর জনক কে - Www জনক কে

তথ্যপ্রযুক্তির উন্নয়নে প্রযুক্তি বিশেজ্ঞদের রয়েছে অসামান্য অবদান। তারই ধারাবাহিকতায়  এই পোস্টে আমরা Ict এর জনক কে, Html এর জনক কে, Www জনক কে তাদের নিয়ে আলোচনা করব। পরীক্ষায় MCQ তে Ict এর জনক কে, Www জনক কে, Html এর জনক কে এই রকম প্রশ্ন আসে। সুতারাং এই বিষয় গুলো আমাদের জানা দরকার।

Ict এর জনক কে - Html এর জনক কে - Www জনক কে

সুতারাং যদি Ict এর জনক কে, Www জনক কে, Html এর জনক কে তাদের না চিনেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। চলুন তাহলে কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করা যাক।

পোস্ট সূচিপত্রঃ- Ict এর জনক কে

Www জনক কে

Www জনকঃ- টিম বার্নার্স লি কে বলা হয় Www এর জনক। টিম বার্নার্স লি ৩ টি পরিচয় রয়েছে যথাঃ- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক, কম্পিউটার বিজ্ঞানী, একজন পদার্থবিদ। ১৯৮৯ সালে তিনি WWW আবিষ্কার করেন যখন তিনি সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন-এ কর্মরত অবস্থায় ছিলেন। 

Internet এর জনক কে

Internet এর জনকঃ- ইন্টারনেটের জনক বলা হয় Vinton Gray Cerf বা ভিন্টন গ্রে সার্ফ। যদিও তিনি তার এই অর্জনকে ভাগ করেছিলেন কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি আইবিএম এ যোগ দেন। সেখানে তিনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি, ১৯৭২ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

Http এর জনক কে

Http এর জনকঃ- ইন্টারনেটের তথ্য আদান-প্রদানের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে Http. এটা আবিষ্কার করেন টিম বার্নার্স লি, ১৯৮৯ সালে। Http এর পূর্ণরুপ  হলোঃ- Hyper Text Transfer Protocol. 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবঃ- ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার। একটি ওয়েব ব্রাউজারের সহায়তা নিয়ে একজন দর্শক ওয়েবপাতা বা ওয়েবপৃষ্ঠা দেখতে পারে এবং সংযোগ বা হাইপারলিঙ্ক ব্যবহার করে নির্দেশনা গ্রহণ ও প্রদান করতে পারে।

ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত। হাইপার লিংকের সাহায্যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে, ওয়েব পৃষ্ঠা দেখা যায়, যা টেক্সট, চিত্র, ভিডিও ও অন্যান্য মাল্টিমিডিয়া সমৃদ্ধ হতে পারে।

সূত্রঃ- https://bn.wikipedia.org

Html এর জনক কে

Html এর জনকঃ- টিম বার্নার্স লি হলো Html এর জনক। Html এর পূর্ণরুপ হলোঃ- Hyper text Markup language. মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এর উপর ভিত্তি করে ওয়েবপৃষ্টা কম্পোজ করা হয়। তাছাড়াও তিনি সেমান্টিক ওয়েব তৈরিতে উৎসাহিত করেন।

Www এর পুরো নাম কি

Www এর পুরো নামঃ- World Wide Web.

Ict এর জনক কে

Ict এর জনকঃ- ক্লড শ্যানন(Claude Shannon) যাকে Ict এর জনক বলা হয়। Ict এর পূর্ণরুপ হলোঃ-Information and communication technology. ক্লড শ্যানন হচ্ছেন একজন মার্কিন গণিতবিদ। তিনি ছিলেন একজন কম্পিউটার প্রকৌশলী। তাছাড়া তিনি তথ্য তত্ত্বের জনক হিসেবেও সুপরিচিত। কারণ, তিনি ডিজিটাল বর্তনী, ইনফরমেশন থিওরি সূচনা করেন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠক বৃন্দ এই পোস্টে টেক ব্লগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছেঃ-  Www জনক কে, Internet এর জনক কে, Http এর জনক কে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, Html এর জনক কে, Www এর পুরো নাম কি, Ict এর জনক কে ইত্যাদি বিষয়ে।

আশা করি পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এই রকম টেক ব্লগ আরও পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। পাঠকদের প্রয়োজনে আমরা যে কোন বিষয়ে পোস্ট পাবলিশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। যাতে মানুষ গুগলে সার্চ দিয়ে যেকোনো বিষয় জানতে পারে। এরকম তথ্যবহুল পোস্ট আরো পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। পরবর্তীতে আলোচনা হবে অন্য কোন ব্লগ পোস্ট নিয়ে। আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url