রামবুটান ফলের দাম - রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায়

রামবুটান বিদেশী জাতের একটি ফল। সাম্প্রতিক বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ফলের চাষ হচ্ছে। তবে আম, লিচু, কাঁঠাল, কলা এই ফলগুলো যেভাবে পরিচিত, রামবুটান এই ফল তেমন পরিচিত নয়। সম্প্রতি পাহাড়ী অঞ্চল গুলোতে এর ব্যাপক ফলন হচ্ছে। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এসব জায়গাতে রামবুটান ফলে সয়লাব। বর্তমানে রামবুটান ফলের পাশাপাশি রামবুটান ফলের চারা বিক্রি করে ভালো অংকের অর্থ আয় করার সুযোগ বাড়ছে। রামবুটান ফলের দাম কত, রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায় আপনারা গুগলে সার্চ করে জানতে চেয়েছেন। এই পোস্টে রামবুটান ফলের দাম কত, রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

রামবুটান ফলের দাম - রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায়

এই ফল পুষ্টিগুণে ভরপুর, খেতেও ‍সুস্বাদু। এই ফলের যে বাহিক্য আকৃতি যে কেউ প্রথম দেখাতে এই ফলের প্রেমে পড়ে যাবে। বিদেশী ফল হিসেবে বাংলাদেশের বাজারে এই ফল ভালো মার্কেট পেয়েছে। এই ফলের রয়েছে স্বাস্থ্য উপকারিতা। চলুন তাহলে আর দেরি না করে রামবুটান ফলের দাম, রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ- রামবুটান ফলের দাম

রামবুটান ফলের উপকারিতা

রামবুটান ফলের উপকারিতাঃ- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা হচ্ছে এই ফলের আদি নিবাস। রামবুটান ইহা মালয়েশিয়ান শব্দ যার অর্থ চুল। এই কারণে অনেকে একে চুল বিশিষ্ট লিচু বলে। এই ফলের রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতা। মিষ্টি স্বাদের গ্রীস্মমন্ডলীয় এই ফলের চাহিদা বাংলাদেশের বাজারে অনেক বেশি। এই ফলকে প্রাকৃতিক এন্টি সেপটিক বলা হয়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এই ফল খাদ্য তালিকায় রাখুন। চলুন তাহলে রামবুটান ফলের উপকারিতা গুলো জেনে নেওয়া যাকঃ-

  1. এই ফল থেকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়।
  2. যাদের হজমশক্তি দূর্বল তারা এই ফল খান। কেননা, এই ফলে বিদ্যমান ফাইবার উপাদান হজমশক্তি বৃদ্ধিতে সাহায্যে করে।
  3. এই ফলের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস উপাদান হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। ইহা হাড় ও দাঁতকে ভিতর থেকে মজবুত করে।
  4. এর ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  5. জ্বর, আমাশয়, ডায়রিয়া, শরীরের ক্ষত পূরণে এই ফল কার্যকরী ভূমিকা রাখে।
  6. এই ফলের গ্যালিক অ্যাসিড ফ্রি-র‌্যাডিকেলস দূর করে।
  7. ইহা দেহে জীবাণু, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্যে করে।
  8. ইহা কোষ্ঠকাঠিন্য দূর করে।
  9. চোখের স্বাস্থ্যের জন্য রাম্বুটান ফল খুবই উপকারি। ইহা চোখের নানান ধরণের সমস্যা মোকাবেলা করে।
  10. রক্তশূন্যতা দূর করে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্যে করে।
  11. মারাত্নক রোগ যেমনঃ- ক্যান্সার এর ঝুঁকি হ্রাস করে। এই ফলের পুষ্টি গুণ ভয়াবহ রোগ থেকে দেহকে সুরক্ষা দেয়।
  12. ত্বকের স্বাস্থের জন্য এই ফল উপকারি। ত্বকের দাগ-ছোপ, ব্রণ, বলিরেখা, বার্ধক্য দূর করে। এই ফল চুলের স্বাস্থ্য ঠিক রাখে।

রামবুটান ফলের দাম

রামবুটান ফলের দামঃ- বর্তমানে কেজি প্রতি এই ফলের দাম ১২০০ থেকে ১৪০০ টাকা। সুতারাং বুঝতেই পারছেন দেশের বাজারে এর চাহিদা কত। এই ফলের মার্কেট ভ্যালু অনেক বেশি। পাহাড়ী অঞ্চলে এই আলোড়ন সৃষ্টি করেছে। মোটা অংকে এই ফলের গাছের চারা বিক্রি হচ্ছে। কৃষকের রামবুটান ফলের চারা ও ফল  বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ফল দেখতে আকর্ষণীয়, খেতে সুস্বাদু এবং অসাধারণ পুষ্টি গুণে ভরপুর।

দেশের বাজারে উচ্চ মূল্যে এই ফল বিক্রি হচ্ছে। সাধারণত মার্চ মাসে গাছে ফুল ফোটে, এপ্রিল মাসে ছোট ছোট সবুজ রঙের ফল হয়, ৩-৪ মাস পর অর্থ্যাৎ জুলাই-আগষ্ট মাসে ফলে পরিণত হয়। যখন এটা পুষ্ট হবে তখন সবুজ রঙ ধীরে ধীরে লাল, কমলা, হলুদ বর্ণ ধারণ করবে। এই অবস্থায় ১৫-২০ দিনের মধ্যে গাছ থেকে ফল সংগ্রহ করতে হবে।

রামবুটান ফলের ছবি

রামবুটান ফলের ছবিঃ- রামবুটান ফল কাঁচা অবস্থায় দেখতে কদম ফুলের মতো মনে হবে, কাঁচা অবস্থায় রামবুটান ফল সবুজ বর্ণের হয়। পাঁকলে ইহা হলুদ, কমলা, লাল বর্ণের হয়। পাঁকা অবস্থায় এর চামড়া ছিলে ফেললে দেখতে লিচুর মতো লাগবে। তবে এর সাইজ লিচুর চাইতে একটু বড় হবে। এটা চ্যাপ্টা, ডিম্বাকৃত আকার হবে। ছবি গুলো দেখলে সূক্ষ ধারণা পেয়ে যাবেন।

রামবুটান ফল--১

রামবুটান--২

রামবুটান--৩

রামবুটান--৪

রামবুটান--৫

রামবুটান--৬

রামবুটান--৭

রামবুটান--৮

রামবুটান--৯

রামবুটান--১০


রামবুটান গাছের দাম | রাম্বুটান কলমের চারা দাম

রামবুটান গাছের দামঃ- রামবুটান ফল, চারা উভয়ের দাম অনেক বেশি। বিদেশী জাতের ফল হওয়ায় দেশের বাজারে এর ভালো মার্কেট রয়েছে। রামবুটান কলম চারা দাম ১২০০ -১৫০০ টাকা পর্যন্ত ‍বিক্রি হচ্ছে, রামবুটান বিচি চারা ৭০০ - ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে স্থানভেদে এই দামের তারতম্য/কম-বেশি হতে পারে।

রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায়

রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায়ঃ- বাংলাদেশের সব জেলায় এই ফলের চাষ হয় না। প্রধানত এই ফলের চাষ হচ্ছে পাহাড়ী অঞ্চলে। বিশেষ করে পার্বত্য চট্রগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসব জায়গায়। সেখানে ফল ও চারা উভয় ভালো দামে বিক্রি হচ্ছে। আপনার আশেপাশের লোকাল নার্সারী গুলাতে খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায় তাহলে আপনার বাড়ির আশে-পাশে থাকা কৃষি অফিস বা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করুন।

লেখকের কথা

বর্তমানে বাংলাদেশে লক্ষ-কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে। আর এই বেকারত্বের হার দিনে দিনে বাড়ছে। শিক্ষিত বেকার যুবকরা ঘরে বসে না থেকে রামবুটান ফল চাষে আগ্রহী হতে পারেন। দেশের মাটিতে এই ফলের ভালো চাষ হচ্ছে। দেশে-বিদেশে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে।

সম্মানিত পাঠকবৃন্দ, এই পোস্টে বিদেশি জাতের ফল “ রামবুটান ” নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পোস্টে রামবুটান ফলের উপকারিতা, রামবুটান ফলের দাম, রামবুটান ফলের ছবি, রামবুটান গাছের দাম, রাম্বুটান কলমের চারা দাম, রামবুটান ফলের চারা কোথায় পাওয়া যায় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। এই রকম স্বাস্থ্য বিষয়ক পোস্ট আরো পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url