এলোভেরা জেল ব্যবহারের নিয়ম - অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
এলোভেরা কতটা মূল্যবান ভেষজ উদ্ভিদ তা আমাদের সকলেরই জানা। সম্মানিত পাঠক বৃন্দ আপনি কি জানেন এলোভেরা স্বাস্থ্যের জন্য যেমন উপকারি অনুরুপভাবে রুপচর্চার ক্ষেত্রেও এলোভেরার রয়েছে অসামান্য অবদান। প্রাচীন কাল থেকে মানুষ রুপচর্চার জন্য এলোভেরা ব্যবহার করে আসছে। আজকের এই পোস্ট থেকে আমরা জানব এলোভেরা জেল ব্যবহারের নিয়ম, অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম সম্পর্কে। সুতারাং আপনি যদি এলোভেরা জেল ব্যবহারের নিয়ম, অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম সম্পর্কে না জানেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
আপনি যদি এলোভেরা গাছের পাতা থেকে টাটকা এলোভেরা জেল বের করতে পারেন তাহলে সেটি ত্বকের যত্নে, চুলের যত্নে বেশি উপকারে দিবে। আমরা অনেকেই এলোভেরা জেল ব্যবহারের নিয়ম, অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম সম্পর্কে অবগত নই। আজকের এই পোস্ট থেকে সেসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতারাং পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পোস্ট সূচিপত্রঃ- এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
অ্যালোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম
চুলের যত্নে অ্যালোভেরার রয়েছে বিশেষ গুণাগুণ। চুলের রুক্ষতা দূর, চুলের খুশকি দূর, চুল পড়া রোধ সহ নানান সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরা মধ্যে। উষ্ক, খুশকি, অগোছালো চুল আমাদের ব্যাক্তিত্বের শান নষ্ট করে দেয়। তাই চুলের সৌন্দর্য বাড়াতে ঘরোয়া পদ্ধতি হিসেবে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। নিম্নে অ্যালোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম বিস্তারিত বর্ণনা করা হলোঃ-
সিল্কি চুলের জন্যঃ- ২ চামচ টক দই, ১ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ মধু ও অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে, চুলে লাগান। এরপর ৪০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এতে চুল হবে উজ্জল, সিল্কি।
চুলকে ডিপ-কন্ডিশনিং করতেঃ- ২ চামচ অ্যালোভেরা জেল, প্রয়োজন মতো নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। এরপর ম্যাসাজ করা হয়ে গেলে ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি উষ্ক-খুশকো চুলকে ডিপ কন্ডিশনিং করতে সহায়তা করবে।
চুলের খুশকি দূরঃ- ১ চামচ মধু, ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার, ৩ চামচ অ্যালোভেরা নিয়ে ভালো করে মিশিয়ে হালকা ভেজা চুলে ভালো করে স্ক্যাল্প করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের খুশকি সহজে দূর হবে।
চুল পড়া রোধঃ- ২ চামচ মেথি পাউডার, ৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার চুলে স্কাল্প করুন। প্রায় ২০-২৫ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করলে দ্রুত চুল পড়া কমে যাবে।
হেলদি চুলের জন্যঃ- কয়েক ফোটা অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল সুন্দর করে মিশিয়ে মাথার চুলে লাগান। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
ঘন চুল পেতেঃ- কয়েক ফোটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ৩ টেবিল চামচ নারকেল তেল ও অ্যালোভেরার জেল মিশিয়ে চুলে লাগান। এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করলে চুল হবে ঘন, প্রাণবন্ত।
নরম ও কোমল চুলঃ- ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলে লাগান। এতে চুল থাকবে নরম, কোমল।
মজবুত চুলের জন্যঃ- আমলকী থেঁতলা করে অ্যালোভেরার জেলে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত হবে।
নতুন চুল গজাবেঃ- পেয়াজের রসের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে চুলে লাগান। এতে দ্রুত নতুন চুল গজাবে।
সতেজ চুলের জন্যঃ- নারকেল তেল, নারকেলের দুধ, লেবুর রসের এই মিশ্রণটি চুলে লাগালে চুল সতেজ থাকবে।
ঝলমলে চুলের জন্যঃ- অ্যালোভেরা জেলের সাথে শ্যাম্পু ব্যবহার করলে চুল হবে ঝলমলে।
অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
বহু আগ থেকে প্রাচীন ভেষজ হিসেবে অ্যালোভেরা সুপরিচিত । আমাদের ত্বকে নানান ধরণের সমস্যার দেখা যায় যেমনঃ ব্রণ, ফুসকুড়ি, বলিরেখা, ত্বক ফাটা, দাগছোপ, শুষ্ক ত্বক এরকম হাজারো সমস্যা আমাদের ত্বকে রয়েছে। অ্যালোভেরার ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। ত্বকের সমস্যা থেকে বাঁচতে আমরা অ্যালোভেরার জেল বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এই এলোভেরার জেল মুখে ব্যবহার করলে ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি মেলে। এজন্য আপনাকে অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম জেনে নেওয়া যাকঃ-
অ্যালোভেরার জেল ও মধু প্যাকঃ- মধু, অ্যালোভেরার জেল, ভিটামিন ই নিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করুন। এর পর পেস্টটি মুখে ব্যবহার করুন। মুখে ব্যবহার করার ৩০ মিনিট পর হালকা কুুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের ব্রণ, ত্বকের তেলেতেলে ভাব দূর করবে।
অ্যালোভেরার জেল ও গোলাপ জলঃ- অ্যালোভেরার জেলের সাথে গোলাপ জল মিশিয়ে প্রতিদিন গোসলের পর ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হবে।
অ্যালোভেরার সমৃদ্ধ প্রসাধনী ব্যবহারঃ- বাজারে অ্যালোভেরার ফেসওয়াস পাওয়া যায়। যা ব্যবহার করলে ত্বকের প্রদাহ দূর হবে, ত্বকের লালচে ভাব দূর হবে। ত্বককে করবে শীতল।
অ্যালোভেরার জেল, লেবুর রস, ডিমের সাদা অংশঃ- একটা ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও লেবুর রস নিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ত্বকে মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। লেবুর ভিটামিন সি উপাদান এবং অ্যালোভেরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ ত্বকের দাগ দূর করে, ত্বককে রাখবে আর্দ্র- প্রানবন্ত।
অ্যালোভেরার জেল, হলুদ, মধু, গোলাপজলঃ- ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও মধু, কয়েক ফোটা গোলাপ জল, ১ চিমটি হলুদের গুড়া দিয়ে বানিয়ে ফেলুন ফেসিয়াল প্যাক। এই প্যাকটি ত্বকে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জল, মোলায়েম।
অ্যালোভেরার জেল, টকদই, লেবুর রস, মধুঃ- ত্বক যদি শুষ্ক হয় তাহলে ১ চামচ মধু নিবেন আর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ১ চামচ লেবুর রস নিবেন। এবার অ্যালোভেরার জেল ২ চামচ, ১ চামচ টকদই দিয়ে সুন্দর করে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার জেল ও নারকেল তেলঃ- ২ চামচ অ্যালোভেরার জেল ও কয়েক ফোটা নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিটের মতো রেখে মুখ ধুয়ে ফেলুন। তবে ক্ষত বা আক্রান্ত স্থানে অ্যালোভেরার জেল ব্যবহার করা উচিত নয়। কারণ এতে প্রদাহ, জ্বালা-যন্ত্রণা বেড়ে যেতে পারে।
অ্যালোভেরার জেল ও লেবুর রসঃ- অ্যালোভেরা ত্বকে ভাজ পড়া রোধ করে। অ্যালোভেরা রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি উপাদান যা ত্বকে পুষ্টি যোগায়। ২ চামচ অ্যালোভেরা জেল, অর্ধেক লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ত্বকে লাগানোর ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার জেল, অলিভ অয়েল, ওটমিলের গুড়াঃ- ১ চামচ অ্যালোভেরা জেল, ওটমিলের গুড়া এবং ১/২ চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে ম্যাসাজ করে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে।
অ্যালোভেরা জেল ও চালের গুড়াঃ- অ্যালোভেরা জেল ও চালের গুড়া সুন্দর করে মিশ্রণ করে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম, কোমল, উজ্জল।
অ্যালোভেরা জেল ও টি-ট্রি অয়েল প্যাকঃ- এই প্যাকটি ত্বকের জন্য খুবই ভালো হবে। টি- ট্রি অয়েল ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে, ত্বকের নানান সমস্যা দূর করবে। অ্যালোভেরা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ময়লা ভিতর থেকে দূর করবে। ২ চামচ অ্যালোভেরা জেল, ২/৩ ড্রপ টি-ট্রি অয়েল সুন্দর করে মিশিয়ে নিন। এরপর ইহা মুখে মাখুন। প্রায় ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জল ও গোলাপ জলের প্যাকঃ- ২ চামচ অ্যালোভেরা জল, পরিমাণ মতো গোলাপ জল সুন্দর করে মিশিয়ে ত্বকে মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এলোভেরা জেল ব্যবহারের নিয়ম
আমরা রুপচর্চায় কত কিছুই না ব্যবহার করি। তার মধ্যে একটি হলো অ্যালাভেরা। অ্যালোভেরা ভেষজ উদ্ভিদ হিসেবে সুপরিচিত। ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা বহু গুণাগুণ রয়েছে। অ্যালোভেরা পাতা গুলো দেখতে অনেকটা আনারসের পাতার মতো। পাতার দু ধারে কাঁটা রয়েছে, পাতা গুলো পুুরু, পাতার ভিতরে জেলের মতো শাঁস রয়েছে। এই জেল লোশন হিসেবে ব্যবহার হয়। আজকাল বাজারে অ্যালোভেরা বিভিন্ন প্রোডাক্ট বাজারে পাওয়া যায়। এলোভেরা জেল আপনি ত্বকে যত্নে, চুলের যত্নে, স্বাস্থ্য রক্ষায় ব্যবহার করতে পারেন। বাড়ির ছাদে, বাগানে আপনি খুব সহজে অ্যালোভেরার চাষ করতে পারেন।
এলোভেরা জেল ত্বকে ব্যবহারেরঃ-
- ত্বকের মরা কোষ, ত্বকের ময়লা দূর করতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন।
- রোদের তাপে ত্বক তামাটে/লালচে হয়ে গেলে অ্যালোভেরা লোশন ব্যবহার করুন।
- অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে।
- অ্যালোভেরা, মধু, শসা অথবা অ্যালোভেরা, গাজর পেস্ট করে মুখে লাগালে মেছতা দূর হবে, ত্বক থাকবে সতেজ।
- অ্যালোভেরা, মধু, তুলসী পাতা, চালের গুড়া, কমলা লেবুর খোসার গুড়া পেস্ট করে মুখে লাগালে ত্বকের বলিরেখা দূর হবে।
- ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ লেবুর রস, ডিমের সাদা অংশ পেস্ট করে মুখে লাগালে ত্বক সতেজ থাকবে।
- অ্যালোভেরা রস, চন্দন পাউডার, মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগালে ব্রণের দাগ চলে যাবে।
- অ্যালোভেরার, তুলসী পাতা, দুধ, চন্দন ও গোলাপের পাপড়ি, মসুর ডালের গুঁড়া সুন্দর করে পেস্ট করে ত্বকে লাগালে ত্বকের মরা কোষ দূর হবে, শুষ্ক ত্বকের জন্য ইহা কার্যকরী।
- অ্যালোভেরা, দুধ, মৌরি, তুলসী পাতা, গোলাপের পাপড়ি দিয়ে প্যাক তৈরি করে মুখে লাগালে ত্বকের রুক্ষতা দূর হবে।
এলোভেরা জেল চুলে ব্যবহারঃ-
- এলোভেরা পাতা থেকে জেল ব্যবহার করে সরাসরি পুরো মাথায় ম্যাসাজ করলে চুল পড়া দ্রুত বন্ধ হবে।
- বাজারে এলোভেরা হেয়ার প্রোডাক্ট পাওয়া যেগুলো চুলে ব্যবহার করল চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
- এলোভেরা, নারকেল তেল, নারকেলের দুধ, লেবুর রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুলের খুশকি দূর হবে। চুল হবে সতেজ।
- এলোভেরা জেল, তিলের তেল, নারকেল তেল, লেবুর রস একসঙ্গে মিশিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে চুল হবে ঝলমলে, উজ্জল, প্রাণবন্ত।
- এলোভেরা জেল, জলপাই তেল মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল গোড়া থেকে মজবুত হবে।
চুলের যত্নে অ্যালোভেরা প্যাক
চুলের নানান সমস্যা নিয়ে আমরা চিন্তিত থাকি যেমনঃ চুল পড়ে যাওয়া, চুলে খুশকি, তৈলাক্ত চুল, রুক্ষ চুল এমন হাজারো সমস্যা চুলে বিদ্যমান। মূলত এই সমস্যা গুলো হয় অনিয়ন্ত্রিত জীবন যাপন, বায়ু দূষণ, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে চুলে এই ধরণের সমস্যা গুলো দেখা যায়। চুলের যত্নে আমরা বাজারে বিভিন্ন ধরণের হেয়ার প্রোডাক্টের উপর সরাসরি নির্ভরশীল হয়ে পড়ি। যে হেয়ার প্রোডাক্ট গুলোতে অতিরিক্ত মাত্রায় ক্যামিকেল থাকে, যা চুলের জন্য ক্ষতিকর।
সুতারাং ঘরোয়া পদ্ধতি হিসেবে চুলের যত্নে অ্যালোভেরা প্যাক ব্যবহার করতে পারেন। প্রাচীনকাল এই ভেষধ উদ্ভিদ মানুষ নানান কাজে ব্যবহার করে আসছে। অ্যালোভেরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান চুলকে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করবে, দূর করবে চুলের খুশকি। চলুন তাহলে চুলের যত্নে অ্যালোভেরা প্যাক কিভাবে ব্যবহার করতে হয় তা জেনে নেওয়া যাক।
অ্যালোভেরা ও টক দই প্যাকঃ- এই প্যাকটি চুলকে করবে সিল্কি, ঝলমলে, উজ্জল। প্রথমে ১ চামচ ফ্রেশ অ্যালোভেরার জেল, ২ চামচ টক দই, ১ চামচ মধু ও অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুুলে, মাথার ত্বকে ব্যবহার করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে সুন্দর করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করলে চুল হবে সিল্কি, ভিতর থেকে উজ্জল।
নারকেল তেল ও অ্যালোভেরা প্যাকঃ- প্রয়োজন মতো একটি ছোট বাটিতে নারকেল তেল নিন এবং ২ চামচ অ্যালোভেরার জেল নিন। এবার সুন্দর করে প্যাকটি মিশ্রণ করে মাথার তালুতে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে সুন্দর করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি উষ্ক-খুশকো চুলকে ডিপ কন্ডিশনিং করবে এবং চুলকে প্রাণবন্ত করে তুলবে।
অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনেগারঃ- ১ চামচ মধু, ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার, ৩ চামচ অ্যালোভেরা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি হালকা ভেজা চুলে ভালো করে স্ক্যাল্প করুন। স্ক্যাল্প করার ১৫/২০ মিনিট অপেক্ষা করার পর সুন্দর করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের খুশকির সমস্যা দূর করবে।
অ্যালোভেরা ও মেথির প্যাকঃ- ৩ চামচ অ্যালোভেরা জেল ও ২ চামচ মেথি পাউডার নিয়ে সুন্দর করে মিক্স করুন। মিক্স করা হয়ে গেলে মাথার ত্বকে, চুলে ভালো করে স্ক্যাল্প করুন। প্রায় ২০-২৫ মিনিট অপেক্ষা করার পর সুন্দর করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল পড়া রোধ করবে এবং দ্রুত চুল গজাতে সাহায্যে করবে।
অ্যালোভেরা ও ভিটামিন ইঃ- চুলের হেলদি ত্বকের জন্য এই প্যাকটি গুরুত্বপূর্ণ। ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েল বের করে নিয়ে পাত্রে রাখুন এবং কয়েকফোটা অ্যালোভেরার জেল নিয়ে সুন্দর করে মিস্ক করুন। এরপর মাথার ত্বক, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল প্যাকঃ- ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ৩ টেবিল চামচ নারকেল তেল ও অ্যালোভেরার জেল, কয়েক ফোটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েন নিয়ে সুন্দর করে মিস্ক করুন। মিস্ক করা হয়ে গেলে মাথার ত্বকে, চুলে ভালো করে লাগিয়ে নিন। প্রায় ১ মিনিটের মতো প্যাকটি ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করলে চুলকে করবে ঘন, শক্তিশালী, প্রানবন্ত।
অ্যালোভেরা ও নারকেলের দুধের প্যাকঃ- ১ টেবিল চামচ নারকেল তেল, ৩ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও নারকেলের দুধ মিস্ক করে চুলে লাগান। প্রায় ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলকে রাখবে নরম ও কোমল।
অ্যালোভেরা ও আমলকী প্যাকঃ- আমলকী থেঁতলা করে অ্যালোভেরার জেলে মিশিয়ে চুলে লাগিয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে অসময়ে চুল পড়া রোধ হবে। কেননা, এই প্যাকটি হচ্ছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা চুলকে মজবুত করবে।
অ্যালোভেরা ও পেয়াজের রসের প্যাকঃ- পেয়াজের রসের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে মাথায় লাগানোর ঘন্টা খানেক পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার চুলের খুশকি দূর করবে এবং নতুন চুল গজাতে সাহায্যে করবে।
অ্যালোভেরার জেল ও হলুদের প্যাকঃ- ২ চামচ হলুদ ও অ্যালোভেরার জেল নিয়ে সুন্দর করে ঘন পেস্ট তৈরি করুন। পেস্ট তৈরি করা হয়ে গেলে সুন্দর করে চুলে তা ম্যাসাজ করুন। এরপর ৪০ মিনিট অপেক্ষা করার পর পরিষ্কার পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। আপনি এই প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরার জেল ও জবা প্যাকঃ- কয়েকটি জবা ফুল নিয়ে সুন্দর করে পেস্ট করুন। এরপর সেখানে অ্যালোভেরার জেল দিয়ে সুন্দর করে মিশ্রণ করুন। মিশ্রণটি চুলে লাগানোর পর ৩০ মিনিটের মতো অপেক্ষা করুন। অপেক্ষা করা হয়ে গেলে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল পড়া রোধ করে এবং চুলকে রাখে নরম, সিল্কি।
অ্যালোভেরার জেল ও কফি প্যাকঃ- চুলকে সতেজ, সুন্দর প্রাণবন্ত রাখতে এই প্যাকটি অনন্য। ৩ চামচ অ্যালোভেরার জেল ও ৩ চামচ কফি নিয়ে সুন্দর করে ঘন পেস্ট তৈরি করুন। এরপর মিশ্রনটি চুলে লাগিয়ে ৩০ মিনিটের মতো অপেক্ষা করা করুন, এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলকে নরম রাখতে সহায়তা করবে।
অ্যালোভেরার জেল ও মধুর প্যাকঃ- ১ কাপ অ্যালোভেরার জেল ও ১ টেবিল চামচ মধু সঙ্গে গ্লিসারিন নিয়ে সুন্দর করে মিশ্রন করুন। এরপর প্যাকটি চুলে লাগানোর পর ২০ মিনিট পর শ্যাম্প দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার জেল, হলুদ, নারকেলের দুধের প্যাকঃ- ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল, পরিমাণমতো হলুদ, নারকেলের দুধ হালকা গরম করে নিয়ে সুন্দর করে মিশ্রন তৈরি করুন। এরপর প্যাকটি চুলে লাগানোর পর ২০ মিনিট পর শ্যাম্প দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার জেল, আমন্ড অয়েলঃ- ১ কাপ অ্যালোভেরার জেল, ১ টেবিল চামচ আমন্ড অয়েল নিয়ে সুন্দর করে মিশ্রন তৈরি করুন। এই মিশ্রনটি চুলে লাগিয়ে ১০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার জেল, ভিটামিন ই, গ্লিসারিন প্যাকঃ- ১ কাপ অ্যালোভেরার জেল, ১ টেবিল চামচ গ্লিসারিন, ২টি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে মিশ্রন তৈরি করুন। এই মিশ্রনটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন।
এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন
সম্মানিত পাঠক এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন কিভাবে নিতে হয় তা আমরা অনেকেই জানি না। আজকের আলোচনা থেকে আমরা সেই বিষয়ে জানব। শরীর সুস্থ রাখতে লেবু যেমন স্বাস্থ্যের জন্য উপকারি অনুরুপভাবে চুলের যত্নেও লেবুর রয়েছে বহু গুণাগুণ। লেবুর রসে রয়েছে ভিটামিন সি উপাদান যা দ্রুত চুল বৃদ্ধি করে। এর প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য চুলের ফলিকলকে উন্মুক্ত করে। চুলের খুশকি দূর করে, চুল পড়ার সমস্যা রোধ করে।
সাথে আরেকটি প্রাকৃতিক ভেষজ অ্যালোভেরা কথা না বললেই নয়। প্রাচীনকাল থেকে মানুষ ত্বকের যত্নে, চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করে আসছে। এই এলোভেরা চুলের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলোভেরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান চুলকে ভিতর থেকে মজবুত করে। সুতারাং চুলকে আরও উজ্জল, সুন্দর, প্রানবন্ত, সিল্কি করতে আপনি এলোভেরা ও লেবুর প্যাক ব্যবহার করতে পারেন।
এলোভেরা ও লেবুর প্যাকঃ- অ্যালোভেরা ও লেবুর প্যাকঃ- ৩ চামচ অ্যালোভেরার জেল, কয়েক ফোটা টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল ও লেবুর রস নিয়ে সুন্দর করে প্যাকটি মিশ্রন করুন। এর পর মাথার ত্বকে সুন্দর স্ক্যাল্প করুন। স্ক্যাল্প করা হয়ে গেলে ২০/২৫ মিনিট পরে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের অতিরিক্ত তেল দূর করবে অর্থ্যাৎ তৈলাক্ত চুলের সমস্যার সমাধান করবে। চুলকে করবে প্রাণবন্ত, উজ্জল, স্বাস্থ্যবান।
উপসংহার
সম্মানিত পাঠক গুগলে আলোচিত লাইফস্টাইল সম্পর্কিত একটি টপিকস এলোভেরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এই পোস্টে অ্যালোভেরা জেল চুলে ব্যবহারের নিয়ম, অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম, এলোভেরা জেল ব্যবহারের নিয়ম, চুলের যত্নে অ্যালোভেরা প্যাক, এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এইরকম লাইফস্টাইল সম্পর্কিত টপিকস আরো পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথে থাকুন।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url