কানের পুঁজ এর ওষুধ - কানের এন্টিবায়োটিক ড্রপের নাম

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কান। কান দিয়ে আমরা শব্দ শুনতে পাই। কিন্তু কান দিয়ে যদি পুঁজ বের হয় তাহলে এটি একটি মারাত্নক সমস্যা। একে মধ্যকর্ণের রোগ বলা হয়। যেকোন বয়সের মানুষের এই সমস্যা হতে পারে তবে শিশুদের কান দিয়ে পুঁজ বের হওয়ার সম্ভাবনা বেশি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কানের পুঁজ এর ওষুধ কী, কানের এন্টিবায়োটিক ড্রপের নাম কী সেই সম্পর্কে। সুতারাং আপনি যদি কানের পুঁজ এর ওষুধ, কানের এন্টিবায়োটিক ড্রপের নাম না জানেন তাহলে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কানের পুঁজ এর ওষুধ - কানের এন্টিবায়োটিক ড্রপের নাম

মানুষের কানে রয়েছে ৩টি অংশ যেমনঃ বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ ইত্যাদি। মধ্যকর্ণের রোগের কারণে কান দিয়ে পুঁজ বের হয়। সময় মতো চিকিৎসা বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে কানের পর্দা ক্ষতিগ্রস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের সুবিধার্তে আমরা কানের পুঁজ এর ওষুধ ও কানের এন্টিবায়োটিক ড্রপের নাম কী সেগুলো নিয়ে আলোচনা করবো।

পোস্ট সূচিপত্রঃ কানের পুঁজ এর ওষুধ 

কানের ড্রপ এর নাম

যেকোন ধরণের ড্রপ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। প্রায় সব বয়সের মানুষের কমবেশি কানের জটিলতা লক্ষ করা যায়। যেমন কান ব্যাথা, কান চুলকানো, কানে শো শো শব্দ করা, পানি ঢুকে কানে যন্ত্রণা ইত্যাদি। তাই কানের জটিলতা দেখা দিলে ঔষুধের মাধ্যমে হোক বা ড্রপের মাধ্যমে হোক সেটা চিকিৎসা করা দরকার। নতুবা কানের পর্দা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিভিন্ন কারণে কানের জটিলতা লক্ষ করা যায় যেমনঃ কানের ইনফেকশনের কারণে, ঘন ঘন সর্দি কাশির কারণে, কানে আঘাত লেগে কানের ছিদ্র ক্ষতিগ্রস্থ হলে, কানে পানি জমে থাকলে, গলা ব্যাথার কারণে কানের সমস্যা দেখা দেয়। তাই অনেকে গুগলে সার্চ করে কানের ড্রপ এর নাম জানতে চায় তাদের জন্য এই আলোচনাটি গুরুত্বপূর্ণ।

  • Albiotic Ear Drop
  • Otocin Ear Drop
  • Mycotic Ear Drop
  • Orecure Plus Ear Drop
  • Clarizol Ear Drop
  • Waxsol Ear Drop
  • Audicare Ear Drops
  • Gento-HC Ear Drops
  • Gentabac HC Ear Drop
  • Candistin Ear Drop
  • Ciprocin Ear Drop

এগুলো একেকটি ড্রপ কানের একেকটি সমস্যার জন্য। কানের কোন সমস্যার জন্য কোন ড্রপ ব্যবহার করতে হবে সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয় নি যাতে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই ড্রপ ব্যবহার করেন এজন্য। আপনাদের জন্য কিছু অতি পরিচিত কানের ড্রপ এর নাম ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।

কানের এন্টিবায়োটিক ড্রপের নাম

কানে যেকোন প্রকার এন্টিবায়োটিক ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর আপনার কানের কন্ডিশন বুঝে আপনার জন্য কানের ড্রপ সিলেক্ট করবেন। ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনি যদি ড্রপ ব্যবহার করেন তাহলে তা হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এই প্যারায় ধারাবাহিকভাবে কানের এন্টিবায়োটিক ড্রপের নাম তুলে ধরছি। কানের এন্টিবায়োটিক ড্রপের নাম গুলো হলোঃ-

  • Ciprodex
  • Cetraxal
  • Clotrimazole
  • Otiprio
  • Ofloxacin
  • Gentamicin
  • Floxin Otic
  • Cortisporin
  • Cipro HC
  • Fluconazole

কানের পুঁজ এর ওষুধ

ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন। কান দিয়ে পুঁজ বের হওয়া এটি কোন সাধারণ বিষয় নয়। তাই কান দিয়ে পুঁজ বের হলে অবহেলা করা যাবে না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যখন ইনফেকশন হয়ে কান পেঁকে যায় তখন কান দিয়ে পুঁজ ঝরে। যখন কান পেঁকে যায় তখন কানে তীব্র ব্যাথা অনুভব হয়, কানে শো শো শব্দ হয়, মাথা ঘোরে, এক ধরণের অস্বস্থি বোধ হয়। বাচ্চাদের কান দিয়ে পুঁজ বের হওয়ার সম্ভাবনা বেশি। যখন বাচ্চার মায়েরা বাচ্চাদের কাত করে দুধ বা পানি খাওয়ার তখন ইউস্টেশিয়ান টিউব নামক দিয়ে কানের মধ্যকর্ণে দুধ বা পানি চলে যায় ফলে সেখান ইনফেকশন হয় এবং কান দিয়ে পুঁজ নির্গত হয়। 

তাছাড়া ঘন ঘন সর্দি, কাশি, গলা ব্যাথা, কানের ছিদ্রে আঘাত আসলে কান দিয়ে পুঁজ নির্গত হয়। তাই কানের পুঁজ নিরাময়ে ঔষধ সেবনের পাশাপাশি কিছু সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরী। যেমনঃ সকল প্রকার ঠান্ডা জাতীয় পানীয় এড়িয়ে যাওয়া, আইসক্রিম খাওয়া থেকে বিরত থাকা, সাঁতার কাটা থেকে বিরত থাকা, পাখির পালক, কলমের মুখ দিয়ে কান না চুলকানো ইত্যাদি এ ধরণের সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। পাশাপাশি ঔষধ সেবন করা জরুরী। চলুন তাহলে কানের পুঁজ এর ওষুধ কোন গুলো তা জেনে নেওয়া যাক।

  • Etorix
  • Furotil Plus
  • Lomefloxacin
  • Roxytromycin
  • Cefaclor
  • সেফরাড ক্যাপসুল
  • বিউফ্লক্স - ডি ড্রপ
  • প্রোসেট ট্যাবলেট

কানের ড্রপ এর দাম

শুরুতেই বলে রাখা ভাল যে, যেকোন প্রকার কানের ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। নিচে কানের ড্রপ সম্পর্কে গতানুগতিকভাবে আলোচনা করা হলো। বিভিন্ন ব্রান্ডের কানের ড্রপ রয়েছে যেগুলোর দাম ভিন্ন ভিন্ন। অনেকে গুগলে অনুসন্ধান করে কানের ড্রপ এর দাম জানতে চায়। সুতারাং আমরা এখন কোন ব্রান্ডের কানের ড্রপের দাম কত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

  • Otocin Ear Drop: Otocin Ear Drop 10 ml দাম হচ্ছে - ১৫০ টাকা।
  • A-cerumen: A-cerumen 2 ml bottle দাম হচ্ছে - ৬০ টাকা।
  • Audicare: Audicare 10 ml Drop দাম হচ্ছে - ১৫০ টাকা।
  • Candibac: Candibac 5 ml drop দাম হচ্ছে - ২০০ টাকা।
  • Candiflox: Candiflox 5 ml drop দাম হচ্ছে - ১৫০ টাকা।
  • Candistin: Candistin 10 ml drop দাম হচ্ছে - ১৫০ টাকা।
  • Chlorphen: Chlorphen 10 ml drop দাম হচ্ছে - ২০ টাকা।
  • Clarizol: Clarizol 10 ml drop দাম হচ্ছে - ৮০ টাকা।
  • Cliomet: Cliomet 5 ml drop দাম হচ্ছে - ১০০ টাকা।
  • Dewax: Dewax 10 ml drop দাম হচ্ছে - ৩০০ টাকা।
  • Waxsol: Waxsol 10 ml drop দাম হচ্ছে - ১৫০ টাকা।
  • Waxnil: Waxnil 10 ml drop দাম হচ্ছে - ১৬০ টাকা।
  • Supraphen plus: Supraphen plus 10 ml drop দাম হচ্ছে - ২০.০৬ টাকা।
  • Polymix H: Polymix H 5 ml drop দাম হচ্ছে - ৫০ টাকা।
  • Otoxin: Otoxin 10 ml drop দাম হচ্ছে - ৫০ টাকা।
  • OTO-Plus: OTO-Plus 10 ml drop দাম হচ্ছে - ২০ টাকা।
  • NPH: NPH 5 ml drop দাম হচ্ছে - ৬০.২৩ টাকা।
  • Locarten: Locarten 5 ml drop দাম হচ্ছে - ১০০ টাকা।
  • Flumetanol: Flumetanol 5 ml drop দাম হচ্ছে - ১০০ টাকা।
  • Fungin: Fungin 10 ml drop দাম হচ্ছে - ৮০ টাকা।
  • Fungizol: Fungizol 10 ml drop দাম হচ্ছে - ৮০ টাকা।
  • GEN HC: GEN HC 10 ml drop দাম হচ্ছে - ৬০ টাকা।
  • GENMAX HC: GENMAX HC 5 ml drop দাম হচ্ছে - ৫৫.৩৭ টাকা।
  • Gentabac HC: Gentabac HC 10 ml drop দাম হচ্ছে - ৫১.০৫ টাকা।
  • Gento - HC: Gento - HC 10 ml drop দাম হচ্ছে - ৬০.১৮ টাকা।
  • Gisin -H: Gisin -H 5 ml drop দাম হচ্ছে - ৫০.০০ টাকা।
  • Kanis: Kanis 10 ml drop দাম হচ্ছে - ৮০.২৪ টাকা।

কানের ইনফেকশনের ঔষধ

ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। কানে ইনফেকশন দেখা দিলে তার জন্য ঔষধ সেবন করা খুবই জরুরী। নইলে কানে ইনফেকশন হয়ে কানের পর্দা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য কানের ইনফেকশনের জন্য আইবুপ্রোফেন (অ্যাডভিল) বা অ্যাসিটামিনোফেন (টাইলেনল) এই দুটি ঔষধ কানের ইনফেকশন নিরাময়ে সহায়ক। তার পরেও ঔষধ গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ, সব ধরণের ঔষধ আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে।

উপসংহার

সম্মানিত পাঠক পুরো পোস্ট জুড়ে অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস কানের পুঁজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি আপনার উপকারে এসেছে। এরকম স্বাস্থ্য সম্পর্কিত টিপস আমাদের সাইটে নিয়মিত পাবলিশ করা হয়। এই পোস্টে আলোচনা করা হয়েছে কানের ড্রপ এর নাম, কানের এন্টিবায়োটিক ড্রপের নাম, কানের পুঁজ এর ওষুধ, কানের ড্রপ এর দাম, কানের ইনফেকশনের ঔষধ ইত্যাদি বিষয়ে। আশা করি পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url