কান চুলকানোর ড্রপ এর নাম - কানের ব্যাথার ড্রপের নাম

কান চুলকানোর বিষয়টিকে আমরা অনেকেই সহজভাবে নিয়ে ফেলি। আসলে আমরা যতটা সহজভাবে নিয়ে থাকি বিষয়টি ততটা সহজ নয়। মাঝে মধ্যে কান চুলকানি হতে পারে। তবে যদি ঘন ঘন কান চুলকানি হয় তবে এটা অন্য রোগের লক্ষণ প্রকাশ করে। এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্মানিত পাঠক অনেকে গুগলে সার্চ করে কান চুলকানোর ড্রপ এর নাম ও কানের ব্যাথার ড্রপের নাম জানতে চায় তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা, আমরা পোস্টে কান চুলকানোর ড্রপ এর নাম ও কানের ব্যাথার ড্রপের নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

কান চুলকানোর ড্রপ এর নাম - কানের ব্যাথার ড্রপের নাম

ছত্রাকজাতীয় জীবাণু থেকে কানের চুলকানি হয়ে থাকে। এজন্য অ্যাসপারজিলাস নাইজারটিক নামক ছত্রাককে সরাসরি দায়ী করা হয়। আরেকটি ছত্রাক ক্যানডিডা অ্যালবিকানস যা কানের চুলকানির জন্য দায়ী। এছাড়াও কানের ব্যাথা হতে পারে বিভিন্ন কারণে যেমনঃ ময়লা পানিতে সাঁতার কাটা, কানে হেডফোন ব্যবহার, কানে কাঠি, কটন বাড, আঙ্গুল দিয়ে কান চুলকালে কানের ভিতরের চামড়া ক্ষতিগ্রস্থ হয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ করে। ফলে কানে ব্যাথা অনুভব হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে কান চুলকানোর ড্রপ এর নাম, কানের ব্যাথার ড্রপের নাম জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ কান চুলকানোর ড্রপ এর নাম

কান চুলকানোর ড্রপ এর নাম

শুরুতেই বলে রাখা ভাল, কান চুলকানোর ড্রপ ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। আমরা এই প্যারায় কান চুলকানোর ড্রপ এর নাম তালিকাসহ দিয়ে দিব কোন সমস্যা নেই। কান চুলকানোর ড্রপ ব্যবহার পূর্বে আমাদের জানা দরকার কেন কান চুলকায়, কান চুলকানোর কারণ কী সেই বিষয়ে। যেকোন সমস্যার কারণ বের করতে পারলে সেটার সমাধানও সহজ হয়ে যায়।

কান চুলকানোর কারণঃ-  চলুন জেনে নেওয়া যাক কান চুলকানোর কারণ গুলোঃ-

  • অধিকাংশ সময় কানে চুলকানি হয় ছত্রাক জাতীয় জীবাণু থেকে। এদের মধ্যে অ্যাসপারজিলাস নাইজারটিক, ক্যানডিডা অ্যালবিকানস, ডারমাটোফাইট ও একটিনোমাইসেসের নামক ছত্রাক গুলোকে দায়ী করা হয়।
  • কানে ইনফেকশন হলেও কানে চুলকানি দেখা দেয়।
  • তাছাড়া ফুড এলার্জি কারণে কানে চুলকানি হয়।
  • অতিরিক্ত কান শুষ্ক হয়ে গেলেও কান চুলকানি হয়।
  • এগুলো ছাড়া গোসলের সময় কানে পানি প্রবেশ করলে, গরমের সময় কানে ঘাম প্রবেশ করলে, কানে খৈল জমে গিয়ে, চর্মরোগের কারণে কান চুলকায়।
  • কটন বাড, কবুতরের পালক, কলমের ঢাকনা, ধাতব বস্তু দিয়ে কান খোচালেও কান চুলকায়।
  • পলিপ, অ্যালার্জি, নাকের হাড় বাঁকা, ঘন ঘন সাইনাসের সংক্রমণ ইত্যাদির কারণে কান চুলকাতে পারে।

কান চুলকানোর ড্রপ এর নামঃ- সম্মানিত পাঠক আপনারা এতক্ষণে নিশ্চয় কান চুলকানোর কারণ গুলো জেনে গেছেন। এখন জানব কান চুলকানোর ড্রপ এর নাম গুলোঃ-

  • ওরেকিওর প্লাস ইয়ার ড্রপ
  • মাইকোটিক ইয়ার ড্রপ
  • অ্যালবায়োটিক ইয়ার ড্রপ
  • ওটোসিন ইয়ার ড্রপ
  • অডিকেয়ার ইয়ার ড্রপ
  • জেনটো- এইচসি (Hc) ইয়ার ড্রপ

কানের চুলকানি দূর করতে তেলের ব্যবহারঃ- যেসব তেল কানের চুলকানির দূর করতে ভূমিকা রাখে সেগুলো হলোঃ-

  • নারকেল তেল
  • অলিভ অয়েল
  • সরিষার তেল

কানের চুলকানি দূর করতে ছত্রাকবিনাশী ঔষধঃ- যেকোন ঔষধ গ্রহণের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। একমাত্র ডাক্তার বলতে পারে কোন ঔষধ আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত। কানের চুলকানি দূর করতে ছত্রাকবিনাশী ঔষধ গুলো হলোঃ-

  • নাইস্টাটিন ক্রিম
  • ক্লোট্রিমাজল
  • ইকোনাজল 
  • জেনশিয়ান ভায়োলেটের

উপরোক্ত এই ঔষধ গুলোর সাথে হাইড্রোকর্টিসন যুক্ত করলে ভাল হয়। কেননা, এটা ড্রাগের প্রতি টিস্যুর অতিসংবেদনশীলতা দূর করে ও জ্বালাপোড়া রোধ করে।

কানের ব্যাথার ড্রপের নাম

কানের ব্যাথা এটি খুবই কমন একটি সমস্যা। সাধারণত শিশুদের কানের ব্যাথা বেশি হয়ে থাকে। তবে প্রাপ্ত বয়স্করাও এই সমস্যা থেকে মুক্ত নয়। কানে ব্যাথা এক পাশে অথবা কানের ব্যাথা উভয় পাশে হতে পারে। সাধারণত কানে ইনফেকশন হলে সেখান থেকে কান পাকা রোগ সৃষ্টি হয়। ফলে কানে ব্যাথা আরম্ব হয়। কান দিয়ে পুঁজ পড়ে। এমনকি কানের পর্দাও ফেটে যেতে পারে। এজন্য যেকোন রোগের চিকিৎসা নেওয়ার চাইতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাটা উত্তম। প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রথমে ঐ রোগের কারণ খুঁজে বের করতে হবে।

কানের ব্যাথার কারণঃ- আমরা যদি কারণ খুঁজে বের করতে পারি তাহলে চিকিৎসা নেওয়াটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কানের ব্যাথার কারণ গুলো হলোঃ-

  • সর্দি কাশি যদি হয় তাহলে কানের মধ্যকর্ণে পানি জমে যায়। তাৎক্ষণিক চিকিৎসা করা না হলে কানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে কান দিয়ে পুঁজ নির্গত হয় এবং কানে ব্যাথা অনুভব হয়।
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের দ্বারা কানে ল্যাবিরিন্থাইটিস নামক রোগ হয়। এতে কানে ব্যাথা অনুভব হয়।
  • আমরা অনেকে কানে হেডফোন দিয়ে গান শুনি। ইহা কানের জন্য মারাত্নক ক্ষতিকর। হেডফোন ব্যবহার কানের ব্যাথার জন্য দায়ী।
  • কটন বাড, পাখির পালক, কলমের ঢাকনা দিয়ে আমরা কান চুলকায় এতে কানের চামড়া ক্ষতিগ্রস্থ হয়। ফলে সেখানে ফাঙ্গাস সংক্রমণ করে। এক পর্যায়ে কানে ব্যাথা অনুভব হয়।
  • নোংরা জলাশয় বা ময়লা পানিতে সাঁতার কাটার কারণেও কানে ব্যাথা অনুভব হয়।
  • এগুলো ছাড়াও কানে ব্যাথার আরও অন্যান্য কারণ রয়েছে যেমনঃ এলার্জি, দুর্ঘটনাজনিত কান খোঁচা, দাঁত সংক্রমণ, সাইনাস প্রদাহ, চোয়াল ব্যথা, কানে পানি জমে থাকলে, কানে ময়লা জমে থাকলে, দাঁত উঠালে, কানে ব্যাথা অনুভব হয়।

কানের ব্যাথার ড্রপঃ- শুরুতেই বলে রাখা ভাল যেকোন ধরণের ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কানের ব্যাথার ড্রপ এর নাম গুলোঃ-

  • ওয়াক্সসল
  • ক্যান্ডিসটিন
  • ক্লারিজল
  • ওটোলাক্স ও ইয়ার ড্রপ
  • বেস্টোফ্লক্স সি আই ইয়ার ড্রপ
  • মাইক্লিন ও ২% ডাব্লিউ/ভি/১
  • ওটো-স্যাপ ইয়ার ড্রপ
  • ওফোডল ইয়ার ড্রপ
  • ক্লডবায়োটিক ইয়ার ড্রপ

কানের ব্যাথার ঔষধের নাম

শুরুতেই জানিয়ে রাখা ভাল যেকোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করবেন। নতুবা হিতের বিপরীত হতে পারে। কেননা প্রতিটি ঔষধের বিশেষ বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। কানের ব্যাথার ঔষধের নাম জানতে অনেকে গুগলে অনুসন্ধান করে। তাদের জন্য এই প্যারাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কানের ব্যাথার ঔষধ গুলো হলোঃ-

  • Ciprocin 250/500mg
  • Cipro-a 250/500mg
  • Voltalin-sr 50/100mg
  • Clofenac 50/100mg
  • A-fenac-sr 50/100mg
  • নর্স্টা‌র টি জেড ট্যাবলেট
  • নরফ্লোওক টি জেড ৪০০এম জি/৬০০এম জি ট্যাবলেট
  • নরলক্স টি জেড ট্যাবলেট

কান পরিষ্কার করার ড্রপ এর নাম

শুরুতেই জানিয়ে রাখা ভাল যেকোন ধরণের ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। এখন আমি আলোচনা করবো কান পরিষ্কার করার ড্রপ এর নাম নিয়ে। কান পরিষ্কার করার একটি ড্রপ এর নাম হলোঃ- Waxsol ear drop। ছোট বড় যেকোন বয়সের মানুষ এই ড্রপ ব্যবহার করতে পারে। যাদের বয়স ১ বছরের উর্ধ্বে তারা এই ড্রপটি ব্যবহার করতে পারেন। স্থানীয় যেকোন ফার্মেসীতে এই ড্রপটি পাওয়া যায়।

উপসংহার

সম্মানিত পাঠক এই পোস্টে স্বাস্থ্য সম্পর্কিত একটি টপিকস কানের সমস্যা দূর করণের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া এই পোস্টে অন্যান্য যেসকল বিষয় যেমনঃ কান চুলকানোর ড্রপ এর নাম, কানের ব্যাথার ড্রপের নাম, কানের ব্যাথার ঔষধের নাম, কান পরিষ্কার করার ড্রপ এর নাম ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে। এই রকম স্বাস্থ্য সম্পর্কিত আরো টিপস পেতে এই লিংকে  চাপ দিয়ে আমাদের সাইটটি ভিজিট করুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url