চুল পড়া বন্ধ করার সেম্পু - কোন শ্যাম্পু চুলের জন্য ভালো

চুল ঝরে যাওয়া এখন নিত্যদিনের সমস্যা। চুল ঝরে পড়া দূর করতে চুলের যত্ন নেওয়া খুবই জরুরী। এজন্য নিয়মিত চুলে তেল মালিশ ও শ্যাম্পু করা খুবই প্রয়োজন। মাথার ত্বকে খুশকি জড়ো হওয়ার কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। যার কারণে মাথায় হাত দিলে চুল উঠে যায়। তাছাড়া তাপ, ধুলাবালি, দূষণ এগুলো চুলের ক্ষতি করে। এজন্য চুল পড়া বন্ধ করার সেম্পু ব্যবহার করতে হয়। তাছাড়া অনেক হেয়ার প্রোডাক্ট আছে যেগুলো চুলের জন্য উপযোগী নয়। যেগুলো ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। তাই কোন শ্যাম্পু চুলের জন্য ভালো তা আমাদের জানতে হবে। আপনি যদি চুল পড়া বন্ধ করার সেম্পু নাম, কোন শ্যাম্পু চুলের জন্য ভালো তা না জানেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।

চুল পড়া বন্ধ করার সেম্পু -  কোন শ্যাম্পু চুলের জন্য ভালো

আমরা যেমন আমাদের শরীরের ত্বকের যত্ন নিই অনুরুপভাবে আমাদের মাথার ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী। কেননা, যত্ন না নিলে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা গুলো দেখা যায়। এখন অনলাইন বা অফলাইনে বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু পাওয়া যায় তাই কোন শ্যাম্পু চুলের জন্য ভালো তা এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে চুল পড়া বন্ধ করার সেম্পু  নাম জেনে নেওয়া যাক।

পোস্ট সূচিপত্রঃ চুল পড়া বন্ধ করার সেম্পু

ছেলেদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু

মেয়েদের চুল পড়া বন্ধ করার বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পুর বিজ্ঞাপন আমরা টিভিতে দেখেছি। এখন প্রশ্ন হলো ছেলেদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু কোন গুলো ? কোন শ্যাম্পু ব্যবহার করলে ছেলেদের চুল পড়া বন্ধ হবে। কেননা, মেয়েদের মতো ছেলেদেরও মাথার চুল ঝরে পড়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ছেলেদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু নাম গুলোঃ-

  • Studio X Anti Dandruff Clean & Strong Men’s Shampoo 355 ml

  • Studio X Anti Dandruff Shampoo for Men (Free Face Wash 50 ml )

  • Tresemmé Conditioner Botanique Nourish And Replenish
  • Pierre Cardin Classic Clean 2 In 1 Shampoo & Conditioner

  • Farmasi Botanics Strength Shampoo With Sage

চুল পড়া বন্ধ করার সেম্পু

চুল ভালো থাকে চুলের যত্নের উপর। চুলের স্কাল্পে জমে থাকা ময়লা/খুশকি চুলের গোড়াকে দুর্বল করে দেয় যার কারণে মাথা থেকে চুল উঠে যায়। এজন্য চুল পড়া বন্ধ করার জন্য ভালো মানের সেম্পু খুবই প্রয়োজন। যেমন তেমন ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। তাই আপনাকে এমন ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার করতে হবে যেগুলো ব্যবহার করলে চুল পড়া কমে যাবে। আমরা যেমন আমাদের ত্বকের প্রতি যত্নশীল অনুরুপভাবে আমাদের মাথার ত্বকের প্রতি যত্নশীল হতে হবে। কারণ মানুষের সৌন্দর্যের বড় একটি অংশ দখল করে নিয়েছে এই চুল। এ জন্য সুন্দর চুল পেতে হলে চুলের যত্ন নেওয়ার পাশাপাশি মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে। আসুন জেনে নিই চুল পড়া বন্ধ করার সেম্পু সম্পর্কে।

  • Sunsilk Hair Shampoo

  • Head & Shoulders Cool Menthol Anti Dandruff Shampoo for Women & Men

  • Parachute Naturale Shampoo Anti Hair Fall 340ml

  • Pantene advanced hairfall solution

  • Dove Hair Shampoo

  • Himalaya Anti-Hair Fall Shampoo

  • Indulekha Shampoo

  • Mylo Care Shampoo

  • Mamaearth Onion Shampoo

  • Loreal Paris Shampoo

  • Clinic Plus Shampoo Strong and Long

  • Vatika Hair Fall Control Shampoo

কোন শ্যাম্পু চুলের জন্য ভালো

কোন শ্যাম্পু চুলের জন্য ভালো এটা নির্ভর করবে চুলের ধরণের উপর। সারাদিন এত ব্যস্ততা চুলের যত্ন নেওয়ার সময় কই ? ধূলা, দুষণ, বাইরে রোদের তাপের কারণে নানানভাবে চুল ক্ষতিগ্রস্থ হচ্ছে। চুল এতটাই ক্ষতিগ্রস্থ হচ্ছে যে মাথায় হাত দিলেই চুল উঠে যাচ্ছে। চুলে নানান ধরণের সমস্যা থাকে যেমনঃ চুল ওঠা, খুশকি, রুক্ষ, তেলতেলে, ক্ষতিগ্রস্থ চুল এরকম হাজারো সমস্যা রয়েছে। আপনি যদি আপনার চুলের ধরণ জেনে যান তাহলে তাহলে সঠিক শ্যাম্পু নির্বাচন করা আপনার জন্য সহজ হবে। চুলের ধরণ না বুঝে শ্যাম্পু ব্যবহার করলে ফল পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো কোন শ্যাম্পু চুলের জন্য ভালো আসুন সেটা জেনে নেওয়া যাক।

শুষ্ক চুলের জন্যঃ এই রকম চুলের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করবেন। পাশাপাশি এইরকম চুলের জন্য প্রোটিনসমৃদ্ধ শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এই রকম চুলের জন্য শ্যাম্পু করার আগে মাথায় গরম তেল মালিশ করবেন। এরপর ১ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করবেন। তাহলে চুল রুক্ষ হবে না। শুষ্ক চুলের জন্য Dove Dryness Care Shampoo ব্যবহার করুন।

তৈলাক্ত চুলের জন্যঃ এই ধরণের চুলের জন্য তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করবেন। চুলে এই ধরণের সমস্যা হলে সপ্তাহে ৩/৪ বার শ্যাম্পু করা দরকার। চুলে শ্যাম্পু করার পূর্বে চুল ভাল করে ভিজিয়ে নিবেন। শ্যাম্পু করার পর হালকা গরম পানিতে মাথা ধুয়ে কন্ডিশনার করে আবার ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে নিন। তৈলাক্ত চুলের জন্য  Tresemme Botanique Detox & Restore Shampoo ব্যবহার করুন।

কোঁকড়া চুলের জন্যঃ এই ধরণের চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করুন। এক্ষেত্রে সপ্তাহে ২/৩ বার শ্যাম্পু করা দরকার। এই ধরণের চুলে সঠিক কন্ডিশনার ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি জলপাই তেল বা কাস্টর অয়েল চুলে লাগাতে পারেন।

স্বাভাবিক চুলের জন্যঃ এই ধরণের চুলে আর্দ্রতা ধরে রাখতে মাইল্ড শ্যাম্পু বেছে নিন।

পাতলা চুলের জন্যঃ লেবু ও ফলের রস সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুলে জমে থাকা ময়লা তেল সহজে দূর হবে। পাতলা চুলের জন্য ব্যবহার করুন এই  Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo.।

চুল রঙিন হলেঃ বাজারে বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু পাওয়া যায় যে গুলো রঙিন চুলের জন্য ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম একটি শ্যাম্পু হলোঃ Love Beauty & Planet Natural Murumuru Butter & Rose Shine Shampoo।

রুক্ষ চুলের জন্যঃ আপনার চুল কি রুক্ষ ? চুলের আর্দ্রতা খুজছেন তাহলে এই ব্যবহার করুন  Sunsilk Almond & Honey Shampoo

চুল উঠাঃ যদি ঘন ঘন চুল উঠে যায় তাহলে এই ধরণের সমস্যা দূর করার জন্য ব্যবহার করুন TRESemmé Hair Fall Defense Shampoo

খুশকি চুলঃ চুলে প্রচুর খুশকি ? এই খুশকি দূর করার জন্য ব্যবহার করুন  Dove Dandruff Clean & Fresh Shampoo

ক্ষতিগ্রস্থ চুলঃ চুলের অবস্থা যদি একেবারে খারাপ হয় তাহলে ব্যবহার করুন Dove Intense Repair Shampoo For Damaged Hair শ্যাম্পু।

ন্যাতানো নিষ্প্রাণ চুলঃ স্কাল্পে অতিরিক্ত সেবামের কারণে চুল ভারী হয়ে নেতিয়ে যায়। চুল দেখতে বিশ্রী ও নিষ্প্রাণ লাগে। তাই এ ধরণের চুলের জন্য ব্যবহার করুন Love Beauty & Planet’s Natural Coconut Water & Mimosa Volume Shampoo

মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

স্বভাবগতভাবেই মেয়েরা ত্বক ও মাথার চুলের প্রতি বেশি যত্নশীল। উজ্জল, ঝলমলে, মখমলে চুল কে না চায়। উষ্ক, খুস্ক, শুষ্ক, এলোমেলো চুল আপনার ব্যাক্তিত্বের শানকে নষ্ট করে দেয়। এজন্য স্টাইলিশ চুল পেতে আপনাকে অবশ্যই চুলের যত্নে বিশেষ নজর দিতে হবে। এখন প্রশ্ন হলো মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো ? এটা নির্ভর করবে আপনার ‍চুল কোন প্রকৃতির সেটার উপর। আপনার তৈলাক্ত চুলে যদি স্বাভাবিক শ্যাম্পু ব্যবহার করেন তাহলে কোন উপকারে আসবে না, ফলাফল শূন্য। এভাবে আপনি যদি শুষ্ক চুলে কন্ডিশনার ব্যবহার না করেন তাহলে ফলাফল শূন্য।

চুলের ধরণ বুঝে শ্যাম্পু ব্যবহার করলে ফলাফল হাতে-নাতে পাওয়া সম্ভব। চুল পড়া বন্ধ করার সেম্পু, কোন শ্যাম্পু চুলের জন্য ভালো উপরের এই প্যারা দুটি দেখে নিন, সেখানে শ্যাম্পুর নাম, ছবিসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। ঐ শ্যাম্পু গুলো ব্যবহার করলে উপকৃত হবেন আশা করা যায়। এখন আমরা জানব মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো এবং চুল পড়া রোধে প্রাকৃতিক শ্যাম্পু সম্পর্কে।

শিকাকাইঃ এটি একধরণের ফল। এই ফলটি গুড়া করে পানির সাথে মিশিয়ে মাথার তালুতে লাগাবেন। কিছুক্ষণ পর এটি শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। এতে চুল পড়া কমে যাবে, চুলের গোড়া শক্ত হবে, চুলের তেলতেলে ভাব দূর হবে।

আমলকীঃ এতে রয়েছে ভিটামিন সি যা আপনার চুল পড়া বন্ধ করবে। আমলকী বেটে এর সাথে গোলাপজল মিশিয়ে মাথায় দিন। এতে চুল পড়া বন্ধ হবে, চুল হবে উজ্জল ও ঝলমলে।

অ্যালোভেরার রসঃ আপনি কি জানেন অ্যালোভেরার রস চুলের গোড়া শক্ত করে ? হ্যাঁ ঠিকই শুনেছেন। অ্যালোভেরার রস মাথার চুলে দেওয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন তাহলে এতে উপকার পাওয়া যাবে।

রিঠাঃ চুল পড়া কমাতে রিঠা খুবই উপকারি। রিঠা গুড়ো করে পানির সাথে মিশিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে চুল ভেজা অবস্থায় মাথায় লাগান। দেখবেন চুল পড়া অনেকটাই কমে গেছে। সপ্তাহে অন্তত দু বার এই ঘরোয়া শ্যাম্পু ব্যবহার করুন।

বেকিং সোডাঃ তিন টেবিল চামচ বেকিং সোডার সাথে পানি মিশিয়ে ঘন করে পেস্ট তৈরি করুন। তারপর ভেজা মাথায় এই পেস্টটি ভালো করে লাগান। কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে নিন। তাহলে সপ্তাহের মধ্যে ফল পেয়ে যাবেন।

বেসনঃ এক টেবিল চামচ বেসনের সঙ্গে দুধ মিশিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মাথায় দেওয়ার পর ১ থেকে ৩ ঘন্টা অথবা পেস্টটি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পেস্টটি শুকানোর পর হালকা কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। প্রাকৃতিক এই শ্যাম্পু চুল পড়া রোধে কার্যকরী।

মসুর ডালঃ মসুর ডাল গুড়ো করে তার সঙ্গে লেবুর রস ১/২ চামচ বেকিং সোডা দিয়ে চুল পরিষ্কার করুন। তৈলাক্ত চুলের জন্য এই ফরমূলা খুবই কার্যকরী।

অ্যাপল সিডার ভিনেগারঃ আধা কাপ পানির সাথে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার নিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করুন। আপনি এটি চুল ধোয়ার পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে চুলের জট খুলবে, চুল হবে নরম।

গ্রিন টিঃ ১ কাপ গরম পানিতে ১০ মিনিট গ্রিন টি ডুবিয়ে রাখুন। পানি ঠান্ডা হওয়ার পর রিঠার গুড়া মিশান। ইহা চুল পরিষ্কার করবে সহজে।

মুলতানি মাটিঃ একটি পাত্রে ১০০ গ্রাম মুলতানি মাটি দুই ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর ঐ ভিজিয়ে রাখা মুলতানি মাটি সুন্দর করে পেস্ট করে ব্যবহার করুন।

শেষ কথা

গুগলে অতি সার্চকৃত একটি টপিকস চুল পড়া বন্ধ করার সেম্পু কোনটি তা নিয়ে আজকের এই পোস্টটি সাজানো হয়েছে। এই পোস্টে আরও আলোচনা করা হয়েছে ছেলেদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু, কোন শ্যাম্পু চুলের জন্য ভালো, মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি পোস্টটি আপনার উপকারে এসেছে। এরকম ফ্যাশন সম্পর্কিত তথ্য পেতে এই লিংকে চাপ দিয়ে আমাদের সাইটে প্রবেশ করুন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url