বেসিক HTML,অ্যাট্রিবিউট,এলিমেন্ট SEO ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানুন

আমরা HTMLঅ্যাট্রিবিউট,এলিমেন্ট SEO ট্যাগ  সম্পর্কে কম-বেশী সকলে শুনেছি। কিন্তু এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানি না । এই আটির্কেল থেকে আমরা  HTMLঅ্যাট্রিবিউট,এলিমেন্ট SEO ট্যাগ  এগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। এজন্য আপনাকে পুরো আর্টিকেল টা মনোযোগ সহকারে পড়তে হবে। নিচে বেসিক HTMLঅ্যাট্রিবিউট,এলিমেন্ট SEO ট্যাগ সম্পর্কে তুলে ধরা হলো।

বেসিক এইচটিএমএল,এসইও,এলিমেন্ট সম্পর্কে জানুন

HTML এর পূর্ণরুপ হচ্ছে HYPER TEXT MARK UP LANGUAGE। আমরা আমাদের ব্রাউজারে যে লেখাগুলি দেখি এগুলো হচ্ছে  HYPER TEXT। আমরা যে মার্ক করি কোথায় কি থাকবে না থাকবে অর্থ্যাৎ স্ট্রাকচার কে MARK UP LANGUAGE বলে। ওপেনিং ট্যাগ  হচ্ছে <>। ক্লোসিং ট্যাগ হচ্ছে </>।

পোস্ট সূচিপত্রঃ বেসিক HTML,অ্যাট্রিবিউট,এলিমেন্ট SEO ট্যাগ 

২টি বাক্যকে ২টি আলাদা বাক্যে দেখানোর নিয়ম

<br> ট্যাগ ব্যবহার করতে হবে । <br> ট্যাগ এর ওপেনিং বা ক্লোসিং হয় না। এটাই শুরু এটাই শেষ। <br> ট্যাগ এর ভিতর কোন কিছু লিখা যায় না। <br> ট্যাগ টা কি ভাবে দিতে পারি আসুন জেনে নিই।



আপনার ওয়েব সাইট এর ভিতর ২টা প্যরাগ্রাফ করতে হলে কি করবেন



একটা প্যারাগ্রাফকে ২ টা প্যারাগ্রাফে রুপান্তর করার নিয়ম



ছবি যে <br> ট্যাগ আছে  ওইটা দেওয়া যাবে না । <br> ট্যাগ ডিলেট করে দিতে হবে।

পোস্টের ভিতর হেডিং  তৈরী করার নিয়ম

হেডিং হতে হবে <body> ট্যাগ এর মধ্যে । <p>  ট্যাগ এর উপরে। হেডিং ট্যাগগুলো হচ্ছে H1,H2,H3,H4,H5,H6 ইত্যাদি। এভাবে H1 হচ্ছে H2 থেকে বড়। এভাবে H6  হচ্ছে সবচেয়ে ছোট। হেডিং ট্যাগ ক্ষেত্রে H2 ব্যবহার করাটা ভালো। আমরা যে পোস্ট লিখবো এই গুগলে র‌্যাংক করার জন্য H2,H3 অর্থ্যাৎ হেডিং ট্যাগ গুলোর সঠিক ব্যবহার করা অতীব জরুরী। 

হেডিং এর আন্ডারে যদি সাব-হেডিং ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে H3,H4,H5,H6 ট্যাগ ব্যবহার করা যেতে পারে।

কোন লাইনে লিংক যুক্ত করার নিয়ম

যে লাইনে লিংক করবো সে লাইনটাকে কেটে দেওয়া লাগবে। লিংক কে HTML এর ভাষায় ANCHOR বলে। ANCHOR করার জন্য <a> ট্যাগ ব্যবহার করতে হবে।

<a লিখার পর কি-বোর্ড ট্যাব চাপে দিলে এই রকম দেখাবেঃ


href এর ভিতরে ওয়েবসাইটের লিংক বসাতে হবে । তার পর  সেভ করতে হবে। কোন ট্যাগের ভিতর যদি অতিরিক্ত কিছু যুক্ত করতে চাই সেটাকে অ্যাট্রিবিউট বলে। href হচ্ছে অ্যাট্রিবিউট ।

ওয়েবসাইটের ভিতর ছবি আপলোড করার নিয়ম


ছবির সাইজ সেট আপ করার নিয়ম

উপরোক্ত আলোচনায় HTmL (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিতত তথ্য তুল ধরা হয়েছে। আশা করি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url