আটিকেল লেখার সেরা ০৯ টি উপায় সম্পর্কে জেনে নিন

আমরা সকলে কম-বেশী আটিকেল শব্দটির সাথে পরিচিত। আটিকেল কিভাবে লিখতে হয় সেটা আমরা অনেকে জানি না। আজকে আমরা জানবো আটিকেল লেখার সেরা উপায়গুলো সম্পর্কে। তাই আপনাকে মনোযোগ সহকারে পুরো আটিকেলটা পড়তে হবে। নিম্নে আটিকেল লেখার সেরা উপায় সম্পকে বিস্তারিত তথ্যসমুহ তুলে ধরা হলো।

সেরা আটিকেল লেখা
আটিকেল লেখার ধারণা গুলো আপনি পেয়ে গেলে আপনি ভালো মানের আটিকেল লিখতে পারবেন। আপনি এই আটিকেল থেকে আপনি ভালো মানের ইনকাম করতে পারবেন। অতএব পুরো আটিকেল টি আপনি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ আটিকেল লেখার সেরা উপায়

স্ক্রিনশটস টেকনিকস

স্ক্রিনশটস নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে যতটুকু দেখানো দরকার ঠিক ততটুকু জন্য স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট এমনভাবে নিতে হবে পাঠক যেন পরিপূর্ণ বুঝতে পারে আপনি কি বুঝাতে চাচ্ছেন। স্ক্রিনশটের ওই অংশটা চিহ্নিত করে দিলে পাঠক বুঝতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। স্ক্রিনশট নেওয়ার সময় আপনাকে এটাও মাথায় রাখতে হবে আপনি কতটুকু স্ক্রিনশট নিচ্ছেন। আপনার স্ক্রিনশট নেওয়ার সিস্টেম নির্ভর করবে আপনি কোন ধরনের ডিভাইস ব্যবহার করছেন সেটার উপর। আপনার ডিভাইস কিভাবে আপনি স্ক্রিনশট নিবেন সেটা যদি আপনার না জানেন তাহলে ওই ডিভাইসের নাম লিখে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা চুরি হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি জলছাপ ব্যবহার করে আপনার ওই স্ক্রিনশটির সিকিউরিটি আপনি দিতে পারেন।

গ্রামাটিক্যাল চেকার

আমরা লেখালেখি করার সময় কম বেশি ব্যাকরণগত ভুল করে থাকি। ইংরেজি বানান সংশোধনের ক্ষেত্রে আমরা যে ব্রাউজার ব্যবহার করি সেটা যথেষ্ট ।কিন্তু বাংলা বানান সংশোধনের ক্ষেত্রে কিন্তু নির্ভরযোগ্য সফটওয়্যার ইন্সটল করতে হবে। যেমনঃ অভ্র স্কেল চেকার। এক্ষেত্রে ওই বানানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনাকে বানান সাজেস্ট করবে।

কপিরাইটিং

কপিরাইটিং শব্দের সাথে আমরা সকলে কমবেশি পরিচিত। কপিরাইটিং বলতে অনেকে মালিকানাস্বত্তকে  বুঝে থাকে।  তবে এক্ষেত্রে বলে রাখা ভালো কপিরটিং বলতে কাউকে আকৃষ্ট করে ওয়াদা করার মাধ্যমে ওই কাস্টমারকে সেব। প্রদান করা কে কপিরাইটিং বলে।

প্লেজারিজম কি

আপনার লেখা কপি করে কোন ক্রেডিট না দিয়ে নিজের নামে চালিয়ে দেয়া কে প্লেজারিজম বলে। এখন কেউ আপনার লেখা চুরি করছে কি সেটা জানার জন্য COPYSCAPE.COM  এই ওয়েবসাইটে গিয়ে লিংক দিয়ে সার্চ দিলে উত্তর তথ্য চলে আসবে।

আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং

আর্টিকেল স্পিনিংবলতে একটা আর্টিকেল থেকে আরেকটি আর্টিকেল তৈরি করা কে বুঝায় এবং এটি আগের আর্টিকেল থেকে ভিন্ন হবে অর্থাৎ একটি শব্দকে অন্য আরেকটি শব্দটির রিপ্লেস করাকে বুঝায়। আর স্ক্র্যাপিং বলতে কোন একটা ওয়েবসাইটে কিওয়ার্ড দিলে সে সফটওয়্যার আপনাকে একটা পরিপূর্ণ আর্টিকেল লিখে দিবে।

বাইয়িং কি-ওয়ার্ড র‌্যাংক করে টাকা ইনকাম করা

মানুষ যে জিনিসটা দিয়ে গুগলে সার্চ দেয় সেটা হতে পারে যেকোনো ধরনের প্রোডাক্ট বা অন্য কিছু। আপনি যদি মনে করেন পোস্ট লেখার পাশাপাশি ঐ  পোস্টের সাথে সামঞ্জ্যপূর্ণ  জিনিস কারো কাছে বিক্রি করবেন উক্ত এ কাজটিকে বাইয়িং কি-ওয়ার্ড র‌্যাংক করে টাকা ইনকাম করা।

লংটেল কি ওয়ার্ড বিশ্লেষণ

চার শব্দ অথবা তার বেশি শব্দকে  লংটেইল কি ওয়ার্ড বলা হয়। লং টেইল কি ওয়ার্ড দিয়ে  কেউ গুগলে তেমন একটা সার্চ দেয় না। আপনি যদি এন্ট্রি লেভেলের ব্লগার হয়ে থাকেন তাহলে আপনি লং টেইল কি ওয়ার্ড  দিয়ে  আপনি লেখালেখি করতে পারেন। লংটেইল কি ওয়ার্ড দিয়ে লিখালিখি করলে অল্প সময়ে গুগল থেকে ভিজিটর আসবে। 

আর্টিকেল রাইটিং এর স্ট্র্যাটেজি  টপিক খোজা, টপিক খোজা, কি ওয়াড অ্যানালাইসিস

অনেক  আর্টিকেল লিখে মনমতো। তবে লক্ষ রাখতে হবে মনমতো আর্টিকেল লিখে কিন্তু ব্লগিং পোস্ট লিখে ইনকাম করা সম্ভব না। মানুষ গুগলে যে সব লিখে সার্চ করে আপনাকে সেগুলো টপিকস নিয়ে ব্লক পোস্ট লিখতে হবে। সার্চ ইঞ্জিনে আরো কিছু সার্চ দিলে নিচের সাজেশন দেখা যায়। ওই সাজেশন গুলো দিয়ে ব্লক পোস্ট লেখালেখি করতে হবে। তাহলে গুগল থেকে আপনার পোস্টগুলোতে ভিজিটর হবে।

গেস্ট ব্লগিং সুবিধা-অসুবিধা

অন্য কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অথিতি হয়ে কাজ করলে তার বিনিময়ে আপনি টাকা পাবেন এটাকে গেস্ট ব্লগিং বলে। নিম্নে গেস্ট ব্লগিং এর সুবিধা অসুবিধা তুলে ধরা হলো।

  • সুবিধাঃ আপনার আর্টিকেল থেকে ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ কতটুকু ইনকাম করলো সেটা বিবেচনা করা হয় না আপনি আর্টিকেল লিখেছেন সেটা বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন এটার মূল্যায়ন করা হয়।
  • অসুবিধাঃ আপনি যে আটিকেল লিখছেন সেটা যদি খুব ভালো মানের হয় তাহলে ঐ আটিকেল থেকে যদি ওয়েবসাইট কতৃপক্ষ লাখ-লাখ ডলার ইনকাম করেন তারপরেও আপনার যেটা নিদিৃষ্ট বেতন সে বেতনটুকু আপনাকে দিবে। আপনার আটিকেল থেকে অতিরিক্ত ডলার ওয়েবসাইট কতৃপক্ষ আয়ের পরেও  আপনাকে কোন কমিশন দিবে না।

গেস্ট ব্লগিং করে আয় করা যায় ৪টি উপায়েঃ

  • ফেরি করে বিক্রি করা
  • মার্কেটপ্লেসে আটিকেল বিক্রি করা
  • পার্ট টাইম জব করা
  • ফুল টাইম জব করা

উপরোক্ত আলোচনায় আটিকেল লেখার সেরা উপায়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি আপনি আটিকেল পড়ে উপকৃত হয়েছেন। আটিকেল টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে উক্ত এই আটিকেলটি শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url