HTmL (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিতত জানুন
আমরা HTML (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কম-বেশী সকলে শুনেছি। কিন্তু এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানি না । এই আটির্কেল থেকে আমরা HTML (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ এগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। এজন্য আপনাকে পুরো আর্টিকেল টা মনোযোগ সহকারে পড়তে হবে। নিচে HTML (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তুলে ধরা হলো।
HTML এর পূর্ণরুপ হচ্ছে HYPER TEXT MARK UP LANGUAGE। CSS এর পূর্ণরুপ হচ্ছে CASCADING STYLE SHEETS। আমাদের যেমন নিজস্ব ভাষা আছে ঠিক তদরুপ কম্পিউটটারকে নির্দেশনা দেওয়ার জন্য ভাষা আছে। যেগুলোকে আমরা কোডিং বলে থাকি। আমরা যখন ওয়েবসাইটে লেখালেখি করি তার সাথে সংশ্লিষ্ট কিছু ওয়েব প্রোগ্রামিং ভাষা আছে। যেমনঃHTML,CSS,JAVASCRIPT,PSP ইত্যাদি।তাহলে কম্পিউটারকে যে সকল ভাষায় নির্দেশনা দিতে হবে তা হচ্ছে HTML,CSS ইত্যাদি।
পোস্ট সূচিপত্রঃHTML (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ
- HTMLও CSS না শিখলে আপনি যে যে সমস্যার মুখোমুখি হবেন
- কম্পিউটারে HTMLও CSS প্রোগ্রামিং ভাষার অনুশীলন করার নিয়ম
- HTML DOCUMENT তৈরী করার নিয়ম
- CODE EDITOR ফলাফল GOOGL CHROME BROWSER দেথানোর নিয়ম
HTMLও CSS না শিখলে আপনি যে যে সমস্যার মুখোমুখি হবেন
একজন ডিজিটাল মার্কেটারকে ব্লগিং করার পাশাপাশি তাকে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে নলেজ থাকতে হবে। তার যদি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানা না থাকে তাহলে সে তার ব্লগকে আর্কষণীয় করে তুলতে পারবে না। সে জন্য একজন ব্লগারকে অবশ্যই প্রোগ্রামিং ভাষা জানতে হবে। সে প্রোগ্রামিং ভাষা না জানলে সে নিম্নোক্ত বিষয়গুলো নিজের মতো করে আর্কষণীয় করে তুলতে পারবে না।
এক কথায় একজন ব্লগারকে তার ওয়েবসাইটকে নিজের মতো করে আর্কষণীয় করে তুলতে হলে বাধ্যতামূলকভাবে HTML,CSS প্রোগ্রামিং ভাষা শিখতে হবে।
কম্পিউটারে HTMLও CSS প্রোগ্রামিং ভাষার অনুশীলন করার নিয়ম
প্রোগ্রামিং এর ভাষা বর্ণনা করার জন্য লাগবে হচ্ছে CODE EDITOR। CODE EDITOR এর জন্য SUBLIME TEXT SOFTWARE টি ব্যবহার করতে হবে। আসুন SUBLIME TEXT SOFTWARE কোথা থেকে ডাউনলোড করতে পারবো তা জেনে নিই।
অর্ডিনারী আইটিতে গিয়ে থিম ডাউনলো এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করে নিম্নোক্ত ইহা দেখা যাবে।
আপনি এখান থেকে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ডাউনলোড করতে পারবেন। ডাউলোডে ক্লিক করুন।
SUBLIME TEXT এ আমরা যে CODE গুলা লিখবো সেটার ফলাফল দেখার জন্য আমরা GOOGL CHROME BROWSER ব্যবহার করবো। কম্পিউটারে HTMLও CSS প্রোগ্রামিং ভাষার অনুশীলন করতে হলে ঃ
- প্রথমে START মেনুতে ক্লিক করতে হবে।
- FOLDER লিখে সার্চ করতে হবে।
- সার্চ করলে FILE EXPLORE OPTION আসবে সেখানে ক্লিক করতে হবে।
- তারপর একটি এরুপ ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের VIEW OPTION এ ক্লিক করতে হবে। VIEW OPTION এ ক্লিক করলে নিচের দিকে নিচের দিকে HIDE EXTENTION FOR KNOWN FILE TYPES এই অপশন থেকে ঠিক চিহ্ন তুলে দিতে হবে।
- ঠিক চিহ্ন তুলে দেওয়ার পর APPLY তে ক্লিক করার পর OK তে ক্লিক করতে হবে। তাহলে DEXTOP এ FILE গুলোর EXTENTION দেখা যাবে।
HTML DOCUMENT তৈরী করার নিয়ম
মাউস পয়েন্টার দিয়ে রাইট বাটনে ক্লিক করার পর NEW OPTION এ ক্লিক করলে TEXT DOCUMENT OPTION আসবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ফোল্ডার আসবে ওই ফোল্ডারে নিজের নাম লিখতে হবে। এবং EXTENTION এ HTML লিখতে হবে।
YES এ ক্লিক করার পর যদি GOOGL CHROME BROWSER না আসে তাহলে যা করবেনঃ
GOOGL CHROME BROWSER গিয়ে মাউস পয়েন্টারে রাইট বাটনে ক্লিক করে PROPERTIES এ ক্লিক করলে
CHANGE OPTION এ ক্লিক করে GOOGL CHROME অপশনে ক্লিক করতে হবে তাহলে GOOGL CHROME ব্রাউজার সিলেক্ট হবে।
CODE EDITOR ফলাফল GOOGL CHROME BROWSER দেথানোর নিয়ম
SUBLIME TEXT SOFTWARE আর GOOGL CHROME BROWSER ওপেন করতে হবে।
এরপর GOOGL CHROME BROWSER টেনে SUBLIME TEXT SOFTWARE এ ছেড়ে দিতে হবে।
তাহলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে।
উপরোক্ত আলোচনায় HTmL (মার্কআপ)ও CSS(প্রোগ্রামিং) ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিতত তথ্য তুল ধরা হয়েছে। আশা করি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন এবং উপকৃত হয়েছেন।
পদ্মা মেইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url